

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে পৌর সদরে অবস্থিত বেসরকারি প্রাইভেট ক্লিনিক দেওয়ান হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় ৯ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সুশিনারা গ্রামের জুয়েল হোসেনের একমাত্র ছেলে সাজিদ হোসেন (০৯) বলে জানা গেছে।
নিহত সাজিদের মা সুমা বেগম অভিযোগ করে বলেন, গত বুধবার সাজিদের হাত ভাঙলে দ্রুত মির্জাপুরের দেওয়ান হাসপাতালে ভর্তি করি। কয়েকদিন চিকিৎসা করার পর গতকাল সাজিদের হাতের অপারেশন করা হয়। শনিবার সকাল ৮টার সময় তাকে ডিম খাওয়ানো হয়। এরপর এক নার্স এসে একটি ইনজেকশন পুশ করে এবং তার পাঁচ মিনিট পর আরেক নার্স এসে আবার একটি ইনজেকশন পুশ করার পরপরই সাজিদের মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে পর হাসপাতালের ডাক্তার-নার্সসহ কর্তৃপক্ষ এখন পর্যন্ত পলাতক রয়েছে।
দেওয়ান হাসপাতালের মালিক দেওয়ান মোতালেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন পিপিএম বলেন, দেওয়ান হাসপাতালে একটি শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে কি কারণে শিশুটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।