

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।
রোববার (১৪ মার্চ) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) করে আদেশ জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, মনিরুলকে এসবি প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে।
চাকরিজীবন শেষ করে রোববার থেকে এসবির প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম অবসরে যাচ্ছেন। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন মনিরুল ইসলাম।