

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- করোনা আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রিজভী। বুধবার তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুর রহমানের পরামর্শে মোহাম্মদপুরের বাসায় আইসোলেশনে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
রিজভীর আশু আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী আরজুমান আরা আইভী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।