

স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর: গাজীপুরে র্যাবের অভিযানে অপহরণের শিকার আউয়াল খাঁন(৪৮) নামের এক ব্যক্তি উদ্ধার হয়েছে।
শুক্রবার (১৯মার্চ) রাত আনুমানিক ৯টা ১৫মিনিটে সদর থানাধীন মাষ্টারবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হাত পা বেঁধে মুখে কসটেপ আটকানো অবস্থায় এক ভুক্তভোগীকে গাড়ীতে নিয়ে অপহরণকারীরা মাষ্টারবাড়ী এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-১। এসময় ভিকটিম মোঃ আউয়াল খাঁনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিম আউয়ালকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে গেলে অপহরণকারী কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে আউয়াল জানিয়েছে গতকাল ১৯মার্চ খুলনা হইতে গাজীপুর আসার পথে কালিয়াকৈর চন্দ্রা চৌরাস্তা থেকে কতিপয় মুখোশধারী অপহরণকারীরা তাকে প্রাইভেটকার গাড়ীতে তুলে অজ্ঞান করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। এবং তার পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে।
ভুক্তভোগী আউয়ালকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।