

কৃষ্ণ কর্মকার,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্র স্থানান্তরিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১টায় ওই ইউনিয়নের নারায়ন পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকশত নারী পুরুষের উপস্থিতে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কনকদিয়া ইউনিয়নের সাবেক দুই ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জাহাঙ্গীর ও মিজানুর রহমান হিরোন ভোট কেন্দ্র স্থানান্তরিত করার প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার পর থেকে এই নারায়নপাশার এলাকার মানুষ নারয়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসছিল। একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এ বছর কেন্দ্রটি স্থানান্তর করে ৫ কিলোমিটার দুরে কুম্ভখালী কাঠীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে যায়। বিষয়টি প্রকাশ হওয়ার পর গত ১৬ মার্চ কেন্দ্রটি পুর্নবহালের জন্য প্রধান নির্বাচন কমিশন বরাবরে আবেদন করা হয়েছে। তারা কেন্দ্রটি পূর্ণবহালের দাবী জানিয়েছেন। অন্যথায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা ভোট বর্জন করবেন বলে হুশিয়ারি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলা হবে।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল কনকদিয়া ইউনিয়নসহ এ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।