

সিরাজুল ইসলাম শিশির.সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতিতে একটি তুলা কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে তাপে ও আগুনের ধুয়ায় শ্বাসরুদ্ধ হয়ে জহুরুল তালুকদার নামের ফ্যাক্টরিটির এক শ্রমিক মারা গেছে।
মৃত জহুরুল তালুকদার (৭৫) সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতি গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
সোমবার বেলা বারটার দিকে অগ্নিাকান্ডের এই ঘটনাটি ঘটে। আহত শ্রমিক জহুরুলকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে আনা হলে দুপুর সোয়া একটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মঞ্জিল হক জানান, সোমবার বেলা বারটার দিকে হঠাৎই জেলার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতি আনসার মোড় এলাকার ইব্রাহিম হোসেনের তুলা ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌছে ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় শ্বাসরুদ্ধ হয়ে পড়লে কারখানাটির শ্রমিক জহুরুল তালুকদারকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।