

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৭২জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ২৩ জন। মোট মারা গেছেন ৩৮৩ জন।
মঙ্গলবার (২৩ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৮টি নমুনা পরীক্ষায় ২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ২৩৪ জন এবং উপজেলার ৩৮ জন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।
এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নগরের তিনটি প্রবেশমুখে চেক পোস্ট বসানো হচ্ছে। সেখানে মানুষকে সচেতনতার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। প্রথমে সর্তক করা হবে এবং এতে যদি কাজ না হয়, তাহলে কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।