

মোল্লা তোফাজ্জল, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত চান মিয়া উপজেলার সল্লা ইউনিয়নের টেকপাড়া গ্রামের জাকের মন্ডলের ছেলে ।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, চান মিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সল্লা বাসস্ট্যান্ডে রাস্তা পার যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।