

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭২টি নমুনা পরীক্ষায় ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ১৭৪ জন এবং উপজেলার ৩৪ জন।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ৫০০ জন। সর্বমোট মৃত্যু ৩৮৪ জন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন সিভিল সার্জন।