

মোল্লা তোফাজ্জল, জেলা প্রতিনিধি টাঙ্গাইল- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিক্ষোভে পুলিশ-হেফাজত সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে ৩ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ মার্চ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের রেজিষ্ট্রিপাড়া শাহীন স্কুলের সামনে থেকে বিক্ষোভ বের হলে পুলিশ তাতে বাঁধা প্রদান করেন।
এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তফা ও জেলা যুবদলের সদস্য কামাল হোসেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন বিএনপির ৩ নেতা-কর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তারা পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করে বলে আটক করা হয়েছে। তবে কাউকে আহত করা হয়নি বলে দাবি করেন তিনি।