

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় জহুরুল ইসলাম নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।
রবিবার রাত ১১দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে সে মারা যায়। নিহত জহুরুল ইসলাম (২৩) জেলার কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে নয়টার দিকে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল বাজার থেকে অটোভ্যানে বালি ভড়ে নিজ বাড়িতে ফিরছিল জহুরুল ইসলাম। রাস্তায় কর্ণকয়েলগাতি এলাকায় ভ্যানটি উল্টে চাপা পড়ে সে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারটার দিকে মারা যায় জহুরুল।