

মাহফুজ আহম্মেদ, কুমিল্লা- কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন, গুরুত্বর আহত অবস্থায় ৪ জনকে কুমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার রাত পৌনে ১টার দিকে জেলার দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনুমিয়ার পুত্র ফাহিম (১৯)।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান সময়ের কন্ঠস্বর’কে জানান, ঘটনাস্থলে রয়েছি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। দুটি লাশ পাওয়া গেছে, পুরো ঘটনা জানার পর বিস্তারিত বলা যাবে।