

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং তার পুরো পরিবার। শনিবার (০২ এপ্রিল) সকালে স্বেচ্ছাসেবক দলের নেতা ও হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ আক্তারুজ্জামান বাচ্চু একথা জানিয়েছেন।
তিনি জানান, সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এক কর্মসূচি শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন হাবিব উন নবী খান সোহেল। এতে তার কোমরে বাবার বুলেটবিদ্ধ হয়। পরে হলি ফ্যামিলি হাসপাতালে অস্ত্রোপচার করে বুলেট বের করা হলেও প্রতিনিয়ত ড্রেসিং করতে হয়।
এদিকে স্বামীর পাশে থাকতে গিয়ে হাসপাতালে থাকাবস্থায় জ্বরে আক্রান্ত হন সোহেলের স্ত্রী সৃষ্টি। পরে পরীক্ষা করালে প্রথম তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরবর্তিতে বড় মেয়ে জান্নাতুল ইলমি সূচনা ও ছোট মেয়ে মাটিসহ হাবিব উন নবী খান সোহেলেরও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল এবং তার স্ত্রী-সন্তানদের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন আক্তারুজ্জামান বাচ্চু।