

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের দেবীগঞ্জে ৯ নং দেবীডুবা ইউনিয়ন পরিষদের বারান্দা থেকে জুয়া খেলার সময় ৩ জুয়াড়িকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ওই ইউনিয়নের খুটামারা ভাঙ্গাপাড়া এলাকার রহিম বক্সের ছেলে নজর আলী, রবি শেখের ছেলে হাসমত আলী ও শরীফ বাজার এলাকার নছদ্দিনের ছেলে নজরুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত আটটায় গোপন সূত্রের ভিত্তিতে দেবীগঞ্জ থানার এসআই আব্দুল জলিলের নেতৃত্বে এসআই শাকিলুর রহমান, এএসআই শাহজাহান হোসেন, এএসআই ফিরোজ কামাল এবং কন্সটেবল প্রবীর ও হামিদের একটি দল অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করেন। এইসময় জুয়া খেলার সামগ্রী, তিনটি মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।
দেবীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।