

নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ওৎ পেতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে ধর্ষকের গোপনাঙ্গ কেঁটে দেয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্প্রতিবার (০১ এপ্রিল) রাতে উপজেলার বড় গোপালপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (০৩ এপ্রিল) জাজিরা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ওই গৃহবধু।
ধর্ষণ চেষ্টাকারী ওই ব্যাক্তি জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নে উত্তর সিকদার কান্দি গ্রামে মৃতঃ লোকমান সিকদারের ছেলে রাজা সিকদার (৪০) ।
ধর্ষণ চেষ্টার শিকার ওই প্রবাসীর স্ত্রী জানায়, গত তিন মাস আগে জীবিকার তাগিদে বাহারাইন যায় তার স্বামী। এরপর থেকে পাশের এলাকার রাজা সিকাদার (৪০) ওই গৃহবধুকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিতে থাকে। একপর্যায়ে রাজি না হওয়ায় বৃহস্প্রতিবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ওই প্রবাসী স্ত্রী প্রকৃতির ডাকে ঘরের বাহিরে গেলে ওৎ পেতে থাকে রাজা সিকদার ঘরে প্রবেশ করে। কিছু সময় পর বাহির থেকে ঘরে ফিরে হটাৎ রাজ সিকদারকে দেখে ডাক চিৎকার দেওয়ার চেষ্টা করে। এসময় রাজা সিকদার ওই গৃহবধুকে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ওই গৃহবধু নিজেকে রাক্ষার্থে ধারালো ব্লেড দিয়ে প্রতিরোধের চেষ্টা করলে রাজা সিকদার গোপনাঙ্গে জখম হয়। পরে আহত অবস্থায় স্বজনরা ঘটনাস্থল থেকে রাজা সিকদারকে উদ্ধার করে ঢাকায় নিয়ে গেছে বলে জানা গেছে।
ওই গৃহবধু আরো বলেন, রাজা সিকদার এলাকায় দরবার সালিস করার সুযোগে এলাকার প্রভাবশালীদের সাথে সু-সম্পর্ক থাকায় কেউ প্রতিবাদ করে না। আমাকে কু-প্রস্তাব দেওয়ার বিষয়ে এলাকার সাবেক মেম্বারের কাছে বিচার দিলেও কাজ হয়নি। তার দ্বারা নির্যাতিত হয়ে এঘটনা ঘটিয়েছি। এ ঘটনায় শনিবার ওই গৃহবধু নিজে বাদী হয়ে জাজিরা থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দয়ের করেছেন।
আজ রোববার রাজা সিকদারের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। কিন্তু তার ছেলে মোঃ সোহাগ বলেন, ঘটনার পর থেকে তিনি বাড়িতে নাই। তিনি চিকিৎসার জন্য ঢাকায় রয়েছে।
জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈই বলেন, ধর্ষণের চেষ্টা অভিযোগে একজনকে আসামী করে মামলা দায়ের করেছে ওই গৃহবধু। অভিযুক্ত রাজা সিকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।