

রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার- “বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও চলতি বছরের ১লা ফেব্রুয়ারী শুরু হওয়ার কথা ছিলো অমর একুশে বইমেলা।
তবে চলমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বাংলা একাডেমী আয়োজিত এবারের অমর একুশে বইমেলা।
এর আগে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা গণমাধ্যমকে জানিয়েছিলেন, দাপ্তরিকভাবে এখনো চিঠি আমরা হাতে পাইনি। দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে আমরা শুনেছি। দাপ্তরিকভাবে লিখিত চিঠি হাতে এলেই সবাইকে পরবর্তী নির্দেশনা জানানো হবে।
এরপর রবিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বরাত দিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, চলমান করোনা পরিস্থিতির বিষয়টি বিশেষ বিবেচনা করেই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবারের বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারী শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এবারের বইমেলায় দর্শনার্থী ও আয়োজকদেরকে অবশ্যই স্বাস্থবিধি মেনে মেলায় অংশগ্রহণ ও কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানান তিনি।