

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের উত্তরাঞ্চলের কিছু জায়গার তাপমাত্রা সর্বনিম্ন নেমে যাওয়ার কারণে উত্তর সীমান্ত অঞ্চলের তুরাইফ শহরে শুরু হয়েছে ব্যাপক তুষারপাত।
তুরাইফের লোকেরা সেখানকার বিস্তীর্ণ সমতল ভূমি ও পর্বতমালা জুড়ে ছড়িয়ে থাকা “সাদা বরফ” এর বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করতে দল বেধে বেড়িয়েছে। তারা বরফের ঠান্ডা বাতাস উপভোগ করেছে এবং তুষারপাতের অবিশ্বাস্য দৃশ্যের ছবি তুলতে পেরে আনন্দ উল্লাস করছে ।
তাবুক অঞ্চলের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির ডিরেক্টর ফারহান আল-আনজি এক টুইট বার্তায় বলেন যে, তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে।
তুষারপাত মঙ্গলবার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে, তিনি এই অঞ্চলের সমস্ত বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
উত্তর সীমান্তে অবস্থিত, তুরাইফ শহরটি আরব উপদ্বীপ জুড়ে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা অনুভব করে থাকে।
সৌদি আরবের সবচেয়ে শীতল শহর তুরাইফে অতীতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তাবুক, আরার, রাফা এবং শাকরা হল উত্তরাঞ্চলের অন্যান্য প্রধান শহর যেখানে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায় এবং শীতের মৌসুমে প্রবল তুষারপাত দেখা দেয়।