

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি- কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতি ডলফিন।
রবিবার বেলা এগারোটায় সৈকতের কম্পিটার সেন্টার পয়েন্টে এটিকে দেখতে পায় ব্লু-গার্ডের সদস্যরা। পরে তারা উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেয়। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে ব্লুগার্ডের সদস্যরা এটিকে মাটি চাপা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনটির ঠোট এবং একটি কান অর্ধেক কাটা। ধারনা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে আজ সকালেই এটির মৃত্যু হয়েছে।
পটুয়খালী বিভাগীয় বর্ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ডলফিন রক্ষায় জেলেদের প্রশিক্ষন দেয়া হয়েছে। এরপরেও তাদের জালে এভাবে ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন।