

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবে ইয়েমেনের হুতি বাহিনীদের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রে হামলায় বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছে।
সৌদির দক্ষিণাঞ্চলীয় জিজান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় রবিবার এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
সৌদি গেজেটের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। আহত বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
তবে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এক বিবৃতিতে সৌদি জোট জানিয়েছে, এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মত অন্য দেশের বেসামরিক নাগরিক আহত হলেন।
এছাড়া ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে জোট বাহিনী।
উল্লেখ্য যে, হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে বিতাড়িত করলে ২০১৫ সাল থেকে হুতি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। সেই সরকারকে পুনর্বহাল করতেই সৌদি সরকার এই যুদ্ধে জড়িয়ে পড়ে।