

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। যেসব কৌশল তারা অনুসরণ করছে, তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের সাদৃশ্য আছে বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার মধ্যরাতের পর এক ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেন, ‘রুশ আগ্রাসনকারীরা ইউক্রেনে যা যা করছে, তার সঙ্গে একমাত্র ইসলামিক স্টেটের সন্ত্রাসীদেরই তুলনা করা চলে।’
এদিন ‘ইউক্রেনের উপকূলীয় শহর মারিউপোলের মেয়রকে রুশ সেনারা জিম্মি করেছে’- এমন তথ্য বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। এছাড়া শুক্রবার শহরটিতে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, সেটিও রুশ সেনারা মানেনি বলে অভিযোগ উঠেছে।
তারপরও মারিওপোল থেকে ৭ হাজারেরও বেশি বেসামিরক নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘আমরা শুক্রবার ৭ হাজার ১৪৪ জনকে উদ্ধার করতে পেরেছি।’
তিনি আবারও ইউক্রেনের নাগরিকদের রাশিয়ার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
রাশিয়ার মায়েদের প্রতি আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আপনাদের সন্তানদের বিদেশের মাটিতে যুদ্ধ করার জন্য পাঠাবেন না। খুঁজে দেখুন আপনার সন্তান কোথায় আছে। যদি সামান্যতম সন্দেহ হয় যে, আপনার সন্তানকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে তবে দ্রুত ব্যবস্থা নিন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে লড়াই চলছে। সর্বশেষ শুক্রবার ইউক্রেনের নতুন কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়া।