

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তায় ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজের একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর বাইরে আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিলে মার্কিন প্রেসিডেন্ট শিগগিরই স্বাক্ষর করবেন বলে জানা গেছে।
এর আগে রুশ বাহিনীর গোলার মুখে থাকা ইউক্রেনকে সহায়তায় কংগ্রেসে বিলটি পাস হয়। এরপরই যাচাই শেষে পাঠানো হয় বাইডেনের কাছে। ধারণা করা হচ্ছিল, বিনা বাধায় বিলটি ছাড় পাবে।
এক হাজার ৩৬০ কোটি মার্কিন ডলারের প্যাকেজটি ইউক্রেনীয়দের খাদ্য, ওষুধ, আশ্রয়, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থী এবং অস্ত্র স্থানান্তরের জন্যও এখান থেকে অর্থ ব্যয় করা হবে।
ঐতিহাসিক বিলটিতে স্বাক্ষরের পর টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট বাইডেন নিজেই। তিনি বলেন, ‘আমি এইমাত্র বাইপার্টিসান গভর্নমেন্ট ফান্ডিং বিলে স্বাক্ষর করেছি। এর মাধ্যমে সরকারকে উন্মুক্ত রাখা এবং ইউক্রেনে ঐতিহাসিক ১৩.৬ বিলিয়ন ডলার তহবিল প্রদান করা হবে।’
এদিকে, জাতিসংঘের তথ্যানুশারে, এখন পর্যন্ত ইউক্রেন থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া লোকের সংখ্যা তিন মিলিয়ন ছাড়িয়ে গেছে। এ কারণে দেশটিতে মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। টুইটে তিনি বলেন, ‘এই যুদ্ধ প্রায় 3 মিলিয়ন ইউক্রেনীয়কে শরণার্থীতে পরিণত করেছে।’
তিনি আরও বলেন, ‘এই সহায়তা ১২ মিলিয়নেরও বেশি লোকের জন্য, যাদের ইউক্রেনের অভ্যন্তরে মানবিক সহায়তা প্রয়োজন। যুক্তরাষ্ট্র সরকার ইউরোপ এবং এর বাইরের অংশীদারদের সঙ্গে বিশ্বব্যাপী মানবিক প্রতিক্রিয়ার নেতৃত্ব দিতে সহায়তা করছে।’