

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে একটি ভুট্টা খেত থেকে ৬০টি গাঁজা গাছসহ আব্দুল মুন্নাফ খান (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮।
রবিবার (৩ এপ্রিল) বিকালে জেলা সদরের কমলাপুর চানমারী এলাকার একটি ভুট্টা খেত থেকে ওই ব্যক্তিসহ গাঁজা গাছ জব্দ করা হয়। আটক মুন্নাফ শহরে কমলাপুর (ডিআইবি বটতলা) এলাকার আব্দুর রশিদ খানের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বলেন, ৬০টি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি একটি ভুট্টা খেতের মধ্যে গাঁজা গাছ চাষ করতেন। আটক ওই ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।