

নিজস্ব প্রতিবেদক, সময়ের কণ্ঠস্বর: ‘রেডিও বিক্রমপুর’র চেয়ারম্যান ও ‘আম্বালা ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক আরিফ সিকদারের ছোট ভাই তারেক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (০৪ এপ্রিল) সকাল ৭টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
পারিবারিক সূত্র জানায়, তারেক সিকদারের জানাযা নামাজ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বৈদ্যারগাও গ্রামে বাদ জোহর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
এদিকে তারেক সিকদারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.আজিজুর রহমান। তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।