

মেহেদী হাসান সোহাগ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর: মাদারীপুরের মস্তফাপুরে পানিতে ডুবে ইয়ামিন বেপারী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জয়াইর গ্রামে ঘটনাটি ঘটে। শিশু ইয়ামিন জয়াইর গ্রামের আরিফ বেপারীর ছেলে।
নিহতের স্বজনরা জানায়, সকাল ১০ টার দিকে উঠানে খেলতেছিল শিশু ইয়ামিন। খেলতে থাকা অবস্থায় পরিবারের লোকের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে ইয়ামিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পাশের পুকুরে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। হাসপাতালে নেওয়ার পরে ইয়ামিনকে মৃত ঘোষণা করে কর্ত্যবরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু সফর। তিনি জানান, সকালে ইয়ামিন নামে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ইসলাম মিয়া।