

ঢাকা: স্মার্টফোন কেড়ে নিয়ে বাটন ফোন দেওয়ায় বাবা-মার প্রতি অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দুর্জয় বড়ুয়া নামে এক স্কুলছাত্র।
রাজধানীর সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত দুর্জয় বড়ুয়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ইছামতি গ্রামের বিশ্বজিৎ বড়ুয়ার ছেলে। দুর্জয় রাজধানীর সবুজবাগ থানার আহম্মেদবাগ এলাকায় থাকত। দুই ভাই দুই বোনের মধ্যে দুর্জয় ছিল সবার ছোট।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুর্জয় বড়ুয়ার দুলাভাই পলাশ বড়ুয়া বলেন, আমার শ্যালক চট্টগ্রামে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে তার এক বিষয়ে খারাপ হওয়ায় আমারা ওকে ঢাকায় নিয়ে আসি। এরপর তার কাছে থেকে স্মার্টফোন নিয়ে নেওয়া হয়। পরে তাকে একটি বাটন ফোন দেওয়া হয়।
পলাশ বড়ুয়া জানান, দুর্জয়কে ওই স্মার্টফোন ফেরত না দেওয়ার কারণে অভিমান করে মঙ্গলবার রাতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে আহমেদবাগের বাসার দ্বিতীয় তলা থেকে দূর্জয়ের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।