

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ট্রলার ডুবি ঘটনায় নিখোঁজ আরো ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিনদিনে নিখোঁজ পাচজনেরই লাশ উদ্ধার করলো উদ্ধারকারীরা।
এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। শুক্রবার মাঝেরচর এলাকার বাসিন্দা সালাম হাওলাদারের স্ত্রী মাহেনুর বেগম (৫৫) ও মেয়ে নাসরিন বেগমের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার উদ্ধার হয় এক শিশুর মৃতদেহ ও আজ রোববার (১০ এপ্রিল) সকালে কালাবদর নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
এ নিয়ে মোট ৫ জনের মরদেহ উদ্ধার হলো।
রোববার উদ্ধার হওয়া মৃত মালা বেগম মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী ও অপর জন একই এলাকার বাসিন্দা ইয়ামিন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মাঝিরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলো তিনজন। এর মধ্যে শনিবার দুপুরে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ রোববার সকালে নিখোঁজ বাকি ২ জনের লাশ উদ্ধার করা হয়।’
উল্লেখ্য, গত শুক্রবার (৮ এপ্রিল) প্রায় ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার গজারিয়া নদীতে ডুবে যায়। ঘটনাস্থলের পাশেই টহলে থাকা একটি কোস্টগার্ডের টিম ২০ জনকে জীবিত উদ্ধার করে।
আগের সংবাদ –
গজারিয়া নদীতে ট্রলার ডুবি: মা ও মেয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩