

পিরোজপুর: জেলার মঠবাড়িয়ায় সুমি আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সুমি উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। সে স্থানীয় মিঠাখালী গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী।
সুমির বাবা সেলিম হাওলাদার বলেন, আজ সকালে আমরা স্বামী-স্ত্রী বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সকাল সাড়ে ৯টার দিকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুমিকে দেখতে পেয়ে ডাকচিৎকার করি। পরে স্থানীয়রা এসে সুমিকে নিচে নামালে আমরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
সুমির চাচাতো বোন রুমানা আক্তার বলেন, সুমি কয়েক দিন ধরে অসংলগ্ন কথাবার্তা বলছিল।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
অফিসার ইনচার্জ আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।