

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: রাজধানীর উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন এনামুল, হনুফা ও অনিক।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজন মারা গেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় হনুফা ও এনামুল। আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে মারা যায়।
এদিকে মৃত হনুফা বেগমের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাঁদের বাড়ি বরিশাল গৌরনদী। থাকতেন মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায়। অনিক তার মামাতো ভাই। অনিকের বাবা অসুস্থ। থাকে গাজিপুর বোর্ডবাজার এলাকায়। ভোরে তাঁদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে করে অনিককে সঙ্গে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে গাজিপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এই দুর্ঘটনা ঘটে।
সাদিয়া জানান, তাঁর মা বাসাবাড়িতে কাজ করেন। আর রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করত অনিক।