

কবিতাটি লিখেছেন- মোহাম্মদ মুজিবুর রহমান শাহীন
আমি কেমন রোজাদার ভাই
আমি কেমন রোজাদার ?
রোজা রেখে গীবত করি
মন থাকে না সোজা যার !
ঘুমে কাটে বেশি বেলা
কিংবা টিভি- নেটে ,
এই রোজাতে আছে নেকি
থেকে খালি পেটে !
লাগাম ছাড়া বাজার দরে
লাভের যতো ধান্দা ,
আমার মাঝে অসুর নাচন
আজব মনের বান্দা!
পড়ি কোরআন মর্ম-তে নাই
নামাজেতে চিন্তা ,
হারাম-হালাল মিলে-মিশে
ঈদের জামা ‘পিন-তা”!
ক্ষমা করুণ হে দয়াময়
বাতিল সকল কাজে ,
রহমতের-ই বারিধারায়
দ্বীনের আলোয় সাজে।