

জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি: নিখোঁজের চার দিন পর এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদরের শুকদেবপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে মাটিচাপা দেওয়া অবস্থায় ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রৌফন নেছা (৬৮) নামে শুকদেবপুর গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃদ্ধা রৌফন নেছা চার দিন ধরে নিখোঁজ ছিলেন। মাটি আগলা দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে আজ রোববার সকালে মাটি খুঁড়ে বস্তাবন্দী অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, ‘ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যার পর বস্তায় ভরে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।’