

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কালোবাজারে ওএমএস এর ৭২ বস্তা চাল ও ১০২ বস্তা আটা বিক্রয়ের উদ্যেশ্যে নেওয়ার পথে ট্রাকসহ জব্দ করেছে পুলিশ।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেন।
সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, রবিবার (১৭ এপ্রিল) দিনগত গভীর রাতে উপজেলার কুসুমদি নামক এলাকা থেকে ওই চাল ও আটা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও এর সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, এঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।