

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: ঢাকার নিউ মার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে পার্শ্ববর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুদিনের সংঘর্ষের পর ওই এলাকার পরিস্থিতি আজ বুধবার তুলনামূলক শান্ত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে দোকানকর্মী ও শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন, এবং এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ডিএমপি নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বলেন, নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করেছে।
বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে এ এলাকার পরিস্থিতি শান্ত-স্বাভাবিক রয়েছে। ছাত্ররা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে ফিরে গেছে, পাশাপাশি ব্যবসায়ীদেরও শান্ত থাকতে বলেছি।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অল্প অল্প করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে সব দোকানপাট খুলে স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা মনে করি।
তবে ব্যবসায়ীদের মার্কেট খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত পুলিশ দেয়নি। স্ব স্ব মার্কেটের মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা মার্কেট খুলেছেন বলেও মন্তব্য করেন এ পুলিশ কর্তকর্তা।
নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘আমরা এখনও দোকান খুলিনি। প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। উনারা যা বলবে, সে অনুযায়ী আমরা আগাব। দোকান খুলতে বললে খুলব আর নিষেধ করলে খুলব না।’
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের একটি অংশের নীলক্ষেত মোড়ে মানববন্ধন করার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ায় কর্মসূচি শুরু করতে দেরি হচ্ছে।
সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে শান্তিপূর্ণ মানববন্ধন হবে, তবে এ সময়ে যান চলাচলে বাধা দেয়া হবে না।