

ময়মনসিংহ: ময়মনসিংহের ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা-রূপচন্দ্রপুর নামক স্থানে প্রাইভেট কারের চাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হেপী আক্তার ও তাঁর মেয়ে রেশমা আক্তার (৩)। খবর পেয়ে তারাকান্দা থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারির পর হেপী আক্তার তার মেয়েকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দিলে সড়কেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।