

শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট,(কক্সবাজার): কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলার নাইক্ষ্যংছড়িতে ইয়াবা বিক্রির সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবকের নাম কামাল হোসেন (২৮)।
রবিবার (২৪ এপ্রিল) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানার এস আই শুভ পালের নেতৃত্বে তাকে আটক করা হয়। সে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া এলাকার ইমাম হোসেন প্রকাশ গুন্ডুর পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি জানায়, মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে নাইক্ষ্যংছড়ি থানাসহ অন্যান্য থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
আটক যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।