

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় গাঁজা-ইয়াবাসহ কবির শেখ (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক কবির উপজেলার মেছোরদিয়া গ্রামের লতিফ শেখের ছেলে।
সোমবার (২৫ এপ্রিল) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ডিবির এ ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ এপ্রিল) দিনগত রাতে জেলার মধুখালী উপজেলার মেছোরদিয়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় ১’শ গ্রাম গাঁজা ও ১’শ ৩ পিচ ইয়াবাসহ কবির শেখ নামের এক মাদক বিক্রেতা আটক করা হয়। আটক কবিরের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।