

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধান মন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৬ শেষ এপ্রিল বেলা ১১টায় গণ ভবন থেকে ভার্র্চুয়ালি যোগ দিয়ে প্রধান মন্ত্রী সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায় ৩য় পর্যায়ে বরাদ্দকৃত ঘর ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। ৩য় পর্যায়ে জেলার ৯টি উপজেলায় মোট ৪শ ৯টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে।
সদরে ৮২টি, কাজিপুররে-৫০টি, রায়গঞ্জে-৭০টি, তাড়াশে-৪৫টি, উল্লাপাড়ায়-৪০টি, শাহজাদপুরে-৪০টি চৌহালীতে-০৪টি, বেলকুচিতে ২৫টি এবং কামারখন্দে-৫৩টি।