

কুষ্টিয়া : জেলার খোকসা উপজেলায় আজ কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে পিকআপ ও থ্রি-হুইলারের মধ্যে সংঘর্ষে দুইযাত্রী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে আপন ভাই।
বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়ায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফিরোজ মন্ডল (২৫) ও তার ভাই সামিরুল (১০)। তারা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে।
এ দুর্ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার পাংশা থেকে ছেড়ে আসা থ্রি-হুইলার গাড়িটি যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে থ্রি-হুইলারটি খোকসার পাইকপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সেটিকে ধাক্কা দেয়। এতে দুইটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফিরোজ ও তার ভাই সামিরুল নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত দুইটি গাড়ি জব্দ করা হয়েছে।