

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের সমস্যা সমাধানে বিদেশিদের কাছে নয়, আমার কাছে আসুন। মালিকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে দিবো।
মহান মে দিবস উপলক্ষ্যে রোববার (৮ মে) দুপুরে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শ্রমিক নেতাদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, কল্যাণ ফান্ডে অনেক মালিকই টাকা প্রদান করেন না, যা দুঃখজনক। শ্রমিকের বিপদে মালিক পাশে থাকবে না, তা দুঃখজনক।
শেখ হাসিনা বলেন, মালিকের পুঁজি আর শ্রমিকের শ্রম দিয়ে কারখানা গড়ে ওঠে। রুটি রোজগারের কারখানা যাতে সচল থাকে সেদিকে লক্ষ্য রেখে মালিক-শ্রমিকদের কাজ করতে হবে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের স্বার্থ রক্ষায় ও কল্যাণে আওয়ামী লীগ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা অতীতে কেউ নেয়নি। ২০২৫ সালে বাংলাদেশে কোন শিশুশ্রম থাকবে না। ঝুঁকিপূর্ণ কাজে কোন শিশুকে ব্যবহার করা যাবে না। তবে কিছু কাজ ছোটবেলা থেকেই পরিবারের সাথে করতে হয়। তাই সেসব কাজ বন্ধ করা যাবে না’।