

রকিব হাসান নয়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুজন মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার জামতলা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সরিষাবাড়ী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মুজিবুর হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির (জোনাল অফিস) মিটার টেস্টিং সুপারভাইজার আলী হাসান (৩২) সোমবার সকালে লাইনম্যান সহকারী সুলতান মিয়াকে নিয়ে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে যান।
সেখানে কাজ শেষে বিকেলে মোটরসাইকেলে তাঁরা পল্লী বিদ্যুৎ স্টেশনে ফিরছিলেন। পথিমধ্যে পৌরসভার জামতলা রেল ক্রসিংয় অতিক্রমকালে ধলেশ্বরী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তারা রেল লাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত আলী হাসান সিরাজগঞ্জের সোনাকশা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ও সুলতান মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।
এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশের ইনচার্জ মুজিবুর হক বলেন, ‘পৌরসভার জামতলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ সুরতহাল রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এ ব্যাপারে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘সকালে তারা কাজে বের হন। বিকেলে ফেরার পথে রেল দুর্ঘটনায় তাঁরা প্রাণ হারান।’