

রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্বশুর ও তার মেয়ে জামাইয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- শ্বশুর ছায়েদ মিয়া (৬৩) ও জামাই সাজু মিয়া (৪০)।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির আঙিনা থেকে বৈদ্যুতিক ধানমাড়াই মেশিন বারান্দায় তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জামাই সাজু মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে শ্বশুর ছায়েদ মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন।