

অসীম কুমার সরকার, রাজশাহী প্রতিনিধি : বিভিন্ন মানুষের সাথে চলে প্রতারণা। প্রতরণায় দায়ে হয় মামলা। আর সেই মামলার রায়ে জেল হয় ২বছরের। জেল থেকে বাঁচতে ৪বছর ধরে আত্মগোপনে ছিলেন মো. মনিরুল ইসলাম ওরফে স্বপন (৩২)। কিন্তু তার শেষ রক্ষা হলো না। অবশেষে মনিরুলকে গ্রেফতার করেন তানোর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া।
গ্রেফতার মনিরুল ইসলাম উপজেলার মোহম্মদপুর গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে।
ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে নওগাঁ জেলার সাপাহার থানা এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জনের সাথে প্রতারণায় দায়ে ৪২০ পেনাল কোড ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলার রায়ে ২ বছর সশ্রম কারাদÐ দেন আদালত। কিন্তু মনিরুল ৪বছর ধরে আত্মগোনে ছিলো। গোপন সংবাদে জানা যায়, মনিরুল সাপাহার উপজেলায় একটি ভাড়া বাড়িতে ‘সততা ক্লিনিক’ খুলে ব্যবসা করছেন। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৩ মে) দুপুরে গ্রেফতারকৃত মনিরুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।