

রকিব হাসান নয়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় বৃষ্টির পানিতে ডুবে রাবেয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মে) বেলা ১১ টা দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের মেঘারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাবেয়া ওই এলাকার আবু তাহেরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ দিকে রাবেয়া বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তে পড়ে থাকতে দেখেন স্বজনরা। সাড়ে ১১ টা দিকে অচেতন অবস্থায় রাবেয়াকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সাব্বির আহমেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।