এইমাত্র
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • হাসপাতালে ভর্তি শামীম ওসমান
  • রমজানে পাপমুক্ত থাকার চেষ্টা
  • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২
  • সরকারই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক: রিজভী
  • জলদস্যুদের কবল থেকে জিম্মিদের ছাড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
  • পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু
  • মাদারীপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ
  • রাজধানীতে মুষলধারে স্বস্তির বৃষ্টি, কমেছে তাপমাত্রা
  • ঈদুল ফিতরে যেভাবে টানা ৬ দিনের ছুটি মিলতে পারে
  • আজ মঙ্গলবার, ৫ চৈত্র, ১৪৩০ | ১৯ মার্চ, ২০২৪
    ঈদুল ফিতরে যেভাবে টানা ৬ দিনের ছুটি মিলতে পারে
    এক মাস সিয়াম সাধনার পর আসে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। এসময় তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে ছুটির দিনের হিসাব-নিকাশ।জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আজ মঙ্গলবার কথা বলে জানা গেছে, এবার ঈদুল ফিতরে টানা পাঁচ-ছয় দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। তারা জানান, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।প্রতি বছর ঈদের আগে আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির একটি তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। মন্ত্রিসভা থেকে সেই তালিকা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। এ বছর এখনো তালিকা পাঠানো হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।জানা গেছে, এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। আর ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। সে হিসাবে ১০-১১-১২ (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পর দিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) নববর্ষের ছুটি। সে হিসাবে এবারের ঈদে অন্তত ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। যদি রমজান মাস ২৯ দিন হয় তাহলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সে ক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। সে ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয় দিন ছুটি ভোগ করতে পারবেন।গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে। 
    দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
     দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা। মঙ্গলবার (১৯ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার (২০ মার্চ) থেকে কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬ হাজার ১৪২ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা কমিয়ে ৯০ হাজার ৯৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।  বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গয়না বিক্রি হবে। একই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের গুনতে হবে এক লাখ ২০ হাজার ২১৫ টাকা। এর আগে গত ৭ মার্চ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। ১৩ দিন রেকর্ড দামে বিক্রির পর এখন কিছুটা কমলো স্বর্ণের।

    জাতীয়

    সব দেখুন
    হাসপাতালে ভর্তি শামীম ওসমান
    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় বুকে তীব্র ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, গত দু-তিন দিন যাবত বুকের ব্যথায় ভুগছিলেন শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় আজ বেলা ১১টায় তিনি হাসপাতালে ভর্তি হন।বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে দুপুর আড়াইটায় শামীম ওসমানের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।
    জলদস্যুদের কবল থেকে জিম্মিদের ছাড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
     এক সপ্তাহের বেশি সময় পার হলেও সোমারিয়ান জলদস্যুদের থেকে মুক্ত হয়নি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও তার নাবিকরা। এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন জিম্মিদের ছাড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে। মঙ্গলবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।  পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে নিরাপদে নাবিকদের ফিরিয়ে আনার সব প্রচেষ্টা চলছে। তবে সবকিছু বহলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্কভাবে সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি।     এ সময় তিনি আরও জানান, এখন থেকে দুবাই ছাড়াও আরব আমিরাতের অন্য শহরেও জনশক্তি রফতানি করতে পারবে বাংলাদেশ।   হাছান মাহমুদ এ সময় রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দের বিষয়েও কথা বলেন। তিনি জানান, প্রতিবছর রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমছে। এতে সবকিছুর ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি। মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা সদস্যদের বিষয়ে এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ২০০ মিয়ানমারের সীমান্তরক্ষী বাংলাদেশে অবস্থান করছে। তাদেরকে ফেরানোর জন্য মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।   প্রসঙ্গত, গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। ৫৫ হাজার মেট্রিকটন কয়লা বহনকারী জাহাজটির ২৩ জন নাবিকই বাংলাদেশি। এরইমধ্যে সোমবার (১৮ মার্চ) জিম্মি দশা থেকে জাহাজটি উদ্ধারে সোমালিয়ার পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনীর সম্মিলিত দল প্রস্তুতি নিয়েছে বলে জানা যায়। যদিও জাহাজটির মালিকপক্ষ এ ধরনের অভিযানের বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছেন। 
    ঈদুল ফিতরে যেভাবে টানা ৬ দিনের ছুটি মিলতে পারে
    এক মাস সিয়াম সাধনার পর আসে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। এসময় তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে ছুটির দিনের হিসাব-নিকাশ।জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আজ মঙ্গলবার কথা বলে জানা গেছে, এবার ঈদুল ফিতরে টানা পাঁচ-ছয় দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। তারা জানান, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।প্রতি বছর ঈদের আগে আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির একটি তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। মন্ত্রিসভা থেকে সেই তালিকা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। এ বছর এখনো তালিকা পাঠানো হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।জানা গেছে, এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। আর ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। সে হিসাবে ১০-১১-১২ (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পর দিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) নববর্ষের ছুটি। সে হিসাবে এবারের ঈদে অন্তত ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। যদি রমজান মাস ২৯ দিন হয় তাহলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সে ক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। সে ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয় দিন ছুটি ভোগ করতে পারবেন।গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে। 
    নিত্যপণ্যে সরকারের বেঁধে দেয়া দাম বাতিল চায় দোকান মালিক সমিতি
    সরকার ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে। তবে ওই দাম নির্ধারণ করে দেওয়াকে অবিবেচনা, অসার, অর্থহীন ও কল্পনাপ্রসূত আখ্যা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে এ দামকে অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত দাবি করে কৃষি বিপণন অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি (বিডিএমএস)। মঙ্গলবার (১৯ মার্চ) দোকান মালিক সমিতির কেন্দ্রীয় দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এসময় সংগঠনটির মহাসচিব জহিরুল হক ভুইয়াসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে চরম অর্থনৈতিক মন্দাবস্থা বিরাজ করছে। পণ্যের উৎপাদন ব্যয় ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় পাইকারি ও খুচরা মূল্য বেড়েছে।অন্যদিকে ভোক্তাদের ক্রয়ক্ষমতা আনুপাতিক হারে কমছে। এই দীর্ঘ দুর্যোগময় সময়ে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণির অনেকেই পুঁজি হারিয়ে সর্বস্বান্ত। যাঁরা টিকে আছেন, তাঁরাও অতিকষ্টে দিনাতিপাত করছেন। ঠিক সেই মুহূর্তে কৃষি বিপণন অধিদপ্তরের পণ্য মূল্য বেঁধে দেওয়া অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত। কৃষি বিপণন অধিদপ্তরের এ ধরনের কল্পনাপ্রসূত সিদ্ধান্তের ফলে সরকার ও ব্যবসায়ী—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।হেলাল উদ্দিন আরও বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তর ও টিসিবির মূল্যতালিকা সামঞ্জস্যপূর্ণ নয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাজারে ভয়াবহ পণ্য সংকট তৈরি হতে পারে। বিভিন্ন জেলা থেকে জানানো হয়েছে, খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগি বিক্রি করার সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে বাংলাদেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র শ্রেণির ব্যবসায়ীরা আবারও ব্যবসা পরিচালনা করতে প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন। কৃষি বিপণন অধিদপ্তর নিজস্ব ব্যবস্থাপনায় খুচরা পর্যায়ে ২৯টি পণ্য পবিত্র রমজান মাসে বিক্রির ব্যবস্থা করতে পারে। প্রয়োজন হলে আমরা বিভিন্ন বাজারে জায়গার ব্যবস্থা করব।’ দাম বেঁধে দেওয়ার পরিবর্তে সরকার এ কাজ করলে বাজারে সুফল পাওয়া যাবে বলে মনে করেন তিনি।সংবাদ সম্মেলনে জানানো হয়, পণ্যের দাম ক্রেতার নাগালের মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে সাত দফা দাবি তুলে ধরেন দোকান মালিক সমিতির সভাপতি। কৃষি বিপণন অধিদপ্তরের প্রজ্ঞাপন স্থগিত ছাড়াও দাবিগুলোর মধ্যে আছে—বিভিন্ন পণ্যের আমদানি ও উৎপাদনের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা, টিসিবির সক্ষমতা বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানো, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য একই মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা, বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা, ব্যবসায়ীদের বিভিন্ন সংস্থার চাপমুক্ত অবস্থায় ব্যবসা করার সুযোগ নিশ্চিত করা ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যে আরোপিত সব ধরনের কর ও ভ্যাট কমিয়ে সহনশীল পর্যায়ে নিয়ে আসা।দাম বেঁধে দেওয়ার বিষয়টি কেন কল্পনাপ্রসূত—এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করে দেওয়ার সুযোগ নেই, চাহিদা ও জোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হবে। বাজার ঠিক করতে গেলে বিপণন অধিদপ্তর নিজেই বাজারে পণ্য বিক্রি করতে পারে। সেই সুযোগ তাদের আছে।কিন্তু কারও সঙ্গে আলোচনা না করে এভাবে দাম বেঁধে দেওয়ার কারণে বাজারে পণ্যের সংকট হচ্ছে; অভিযান হচ্ছে খুচরা দোকানে। উৎপাদক পর্যায়ে তদারকি না বাড়িয়ে খুচরা ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। এ ছাড়া বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান দোকান মালিক সমিতির নেতারা।উল্লেখ্য, খুচরা বাজারে মাছ, মাংস, ডিম, ডাল ও সবজির মতো ২৯টি পণ্যের খুচরা পর্যায়ে মূল্যনির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। রোজার শুরুতেই খেজুর ও চিনির দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি অতি সাধারণ মানের খেজুরের ১৫০ থেকে ১৬৫ টাকা ও প্রতি কেজি চিনির মূল্য ১৪০ টাকা নির্ধারণ করে মন্ত্রণালয়।
    এমভি আবদুল্লাহ উদ্ধারে যৌথ অভিযানের প্রস্তুতি, মালিকপক্ষের বিরোধিতা
    বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে ১২ মার্চ। এতে নাবিক ও ক্রুসহ ২৩ বাংলাদেশি জিম্মি হন জলদস্যুদের হাতে।এদিকে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজটি উদ্ধারে  সোমালিয়া পুলিশ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা একযোগে সোমবার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন। পান্টল্যান্ডের আঞ্চলিক পুলিশ বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, ভারতীয় কমান্ডোরা সম্প্রতি ওই এলাকায় জলদস্যুদের হাত থেকে আরও একটি জাহাজ উদ্ধার করে। এর দুই দিনের মাথায়ই এবার এমভি আব্দুল্লাহ ও এর নাবিকদের বাঁচাতে অভিযানের খবর পাওয়া গেলো। তবে এ অভিযানের বিরোধিতা করেছে এমভি আব্দুল্লাহর মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএমের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি পরিস্থিতিতে জোরপূর্বক হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করেছেন। জানিয়েছেন, তারা এ সংকটের সমাধান চান সমঝোতার মাধ্যমে। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, এক্ষেত্রে কোম্পানি কোনো সামরিক অভিযানকে সমর্থন করে না। কারণ, এর ফলে আমাদের নাবিকদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তিনি বলেন, সংশ্লিষ্ট নৌবাহিনীগুলোকে জোরপূর্বক কোনো হস্তক্ষেপ না করার জন্য জোরালো অনুরোধ করেছে বাংলাদেশ। তিনি বলেন, আলোচনা বা সমঝোতার মাধ্যমে আমরা এই সংকটের সমাধান করতে চাই। গত ১৪ই মার্চ সোমালিয়া উপকূলের কাছে পৌঁছায় এমভি আব্দুল্লাহ। এরপর জলদস্যুরা জাহাজটির অবস্থান পরিবর্তন করে দু’বার। সূত্রগুলো বলেছে, বর্তমানে সোমালিয়ার গাদাবজিরান উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে আব্দুল্লাহকে। খবরে বলা হচ্ছে, সোমবার পর্যন্ত জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান বা তৃতীয় কোনো পক্ষের সঙ্গে মুক্তিপণ নিয়ে যোগাযোগ করেনি জলদস্যুরা। জাহাজ চলাচল ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ক্ষেপণ অস্বাভাবিক কিছু নয়। কারণ, মুক্তিপণের পরিমাণ ঠিক করতে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে সময় প্রয়োজন দস্যুদের। এ জন্যই হয়তো যোগাযোগ করছে না। দুটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, জাহাজটি হাইজ্যাক হওয়ার পরপরই বৃটেনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি পিঅ্যান্ডআই ক্লাব বৈশ্বিক সংকট মোকাবিলা বিষয়ক প্রতিষ্ঠান ক্রাইসিস ২৪’কে পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পরিকল্পনা নিতে আহ্বান জানায়। কেএসআরএমের একজন সিনিয়র কর্মকর্তা ১৬ই মার্চ বলেন, তাদের আরেকটি জাহাজ এমভি জাহান মনি হাইজ্যাক হয়েছিল ২০১০ সালে। তখন প্রথম যোগাযোগ করেছিল জলদস্যুরাই। ওই বছরের ডিসেম্বরে আরব সাগর থেকে হাইজ্যাক হয়েছিল জাহান মনি।  গত ১২ই মার্চ ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহকে হাইজ্যাক করে জলদস্যুরা। নাবিকরা সবাই বাংলাদেশি। প্রায় এক দশক ধরে চুপচাপ থাকার পর গত নভেম্বর থেকে আবারও সক্রিয় হয়ে ওঠে জলদস্যুরা। পরপর ২০টিরও বেশি আক্রমণ চালিয়েছে তারা। এরমধ্যে বেশ কয়েকটি আক্রমণে সফলও হয়েছে। শনিবার ভারতীয় নৌবাহিনী একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে। মালটার-পতাকাবাহী এমভি রুয়েন নামের ওই জাহাজটি গত ডিসেম্বরে হাইজ্যাক হয়েছিল। ভারতীয় সেনারা এর ১৭ নাবিককে মুক্ত করে এবং ৩৫ জলদস্যুকে গ্রেপ্তার করে। পান্টল্যান্ড সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। সেখানে অনেকগুলো জলদস্যু দলের ঘাঁটি রয়েছে।ওই এলাকার পুলিশ বাহিনী বলেছে, এমভি আবদুল্লাহকে দখল করে থাকা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে। সে কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযানে অংশ নিতেও প্রস্তুত রয়েছে।
    দিন যত যাচ্ছে নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে জলদস্যুরা
    জলদস্যুদের কবলে পড়া ক বাংলাদেশি মালিকাধীন জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র নাবিকদের সঙ্গে দিন  যত যাচ্ছে কঠোর হচ্ছে জলদস্যুরা। সব নাবিক সুস্থ থাকলেও তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না জাহাজটির কম্পিউটার রুমে। শুধু তাই নয়, সেখানে মজুত পানিও দ্রুত ফুরিয়ে আসছে। এ কারণে পানি ব্যবহার কমিয়ে দিয়েছে দস্যুরা। পুরো দিনে মাত্র দুই-এক ঘণ্টা মজুত থাকা পানি ব্যবহার করতে দেওয়া হচ্ছে নাবিকদের। বাকি সময়ে সাগর থেকে পানি নিয়ে ব্যবহার করতে হচ্ছে।সোমবার (১৮ মার্চ) রাতে  সংবাদমাধ্যমকে এ তথ্য জানান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা বদরুল ইসলাম। তিনি এমভি আবদুল্লাহ জাহাজে জিম্মি অয়েলার মোহাম্মদ শামসুদ্দিনের ভগ্নিপতি।বদরুল ইসলাম বলেন, ‘আমার শ্যালক শামসুদ্দিনের সঙ্গে রবিবার কথা হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে তিনি মোবাইলের হোয়াটসঅ্যাপে ফোন করেছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে। আরও বলেছেন, নাবিকদের সে দেশের মোবাইল সিম দেওয়ার কথা বলে সবার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে গেছে দস্যুরা। তবে তারা কোনও সিম নাবিকদের দেয়নি। এটা এক ধরনের প্রতারণা করেছে। রাতে নাবিকরা নিজ নিজ কেবিনে ঘুমাতে গেলে সেখানে দুই-এক ঘণ্টা পর পর দস্যুরা দরজা ধাক্কাতে থাকে। এভাবে বিরক্ত করছে দস্যুরা।’বদরুল ইসলাম আরও বলেন, ‘ফোনে শামসুদ্দিন বলেছেন, দস্যুরা এখনও জাহাজ মালিকের কাছে কোনও দাবি-দাওয়া জানায়নি। তারা চাচ্ছে, মালিকপক্ষ নিজ থেকে তাদের সঙ্গে আগে যোগাযোগ করুক। তাহলে মুক্তিপণের অর্থ বেশি করে নিতে পারবে। অপরদিকে জাহাজ মালিক চাচ্ছে, দস্যুরা তাদের সঙ্গে আগে যোগাযোগ করে দাবি-দাওয়া বলুক।’এদিকে, জাহাজটিতে থাকা ২৩ নাবিককে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনরা। তাদের পরিবারে চলছে কান্নার রোল। স্বজনদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন।একটি সূত্র জানিয়েছে, যে দস্যু গ্রুপ এমভি আবদুল্লাহকে প্রথমে জিম্মি করেছে তারা পরে দ্বিতীয় দস্যু গ্রুপের কাছে হস্তান্তর করেছে। এখন দ্বিতীয় গ্রুপটি মুক্তিপণ চাইবে নাকি তারা নতুন করে অন্য গ্রুপের কাছে দেবে তা বলা যাচ্ছে না। এদিকে, এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের চিন্তার কারণ হয়ে উঠেছে ওই জাহাজে থাকা ৫৫ হাজার টন কয়লা। সম্প্রতি জাহাজটি চিফ অফিসার ক্যাপ্টেন আতিক উল্লাহ খান জাহাজটির মালিক পক্ষের কাছে পাঠানো এক অডিও বার্তায় বলেন, ‘সমস্যা হচ্ছে, আমাদের জাহাজে কিছু কোল্ড কার্গো আছে। প্রায় ৫৫ হাজার টন। এগুলো একটু ডেঞ্জারাসও (ঝুঁকিপূর্ণ)। ফায়ারেরও ঝুঁকি আছে। লাস্ট যখন অক্সিজেন মেপেছি তখন ৯-১০ শতাংশ লেভেল পেয়েছি। এটি নিয়মিত মনিটরিং করতে হয়। কোনও কারণে অক্সিজেন লেভেল বেড়ে গেলে বিশেষজ্ঞের মতামত নিতে হবে। এটার একটু ব্যবস্থা করবেন, স্যার।’ উল্লেখ্য, এমভি আবদুল্লাহ জাহাজটি ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরের জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। এরপর থেকে জাহাজটি দস্যুদের নিয়ন্ত্রণে আছে।
    খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী
     আগের দুই শর্তেই খালেদা জিয়ার সাজা স্থগিতের আদেশ বাড়ানো ছাড়া আর কোন উপায় নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (১৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ বলে একবার সাজা নিষ্পত্তি করে দিয়েছেন। তাই বলা যেতে পারে আবেদনে যাই থাকুক না কেন, আগের দুই শর্তেই সাজা স্থগিত হবে। এর বাইরে আর কিছু করার নাই।আনিসুল হক বলেন, বহুবার আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি ৪০১ ধারায় বিদেশে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তের পরিবর্তন হবে না। সরকার প্রধান একবার নির্বাহী আদেশে নিষ্পত্তি করে দিয়েছেন। এর বাইরে তিনি কিছু করতে পারবে না। মানবিক কারণে বা অন্য যেকোনো কারণেই হোক, আইনের মধ্যে থেকেই তাকে নিষ্পত্তি করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করানোর সুযোগ দেয়া হয়েছে। আগের দুই শর্তেই বেগম জিয়ার সাজা স্থগিতের আদেশ বাড়ানো ছাড়া আর কোন উপায় নেই।তিনি আরও বলেন, বেগম জিয়া কিন্তু মুক্ত। তিনি হাসাপাতালে যাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, তার কোনো অনুমতি নেয়ার প্রয়োজন হচ্ছে না; তাই তিনি মুক্ত। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছিলেন তার ভাই শামীম ইস্কাদার। বুধবার (৬ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এই আবেদন করা হয়। পরে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পৌঁছে দেন। আবেদনের চিঠিটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পৌঁছানোর পর, তা আবারও নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার (১৮ মার্চ) মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়।
    এদেশে বঙ্গবন্ধুর পরিবারই বড় আদর্শের জায়গা: কাদের
      আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বঙ্গবন্ধু আজ জাতির পিতা। আমরা কী শিখবো তার কাছে? আমাদের রাজনীতি, আমরা কীভাবে শিক্ষা গ্রহণ করবো? রাজনীতিতে যে যোগ্যতা প্রয়োজন, তা কীভাবে অর্জন করবো। আমি বলবো, এদেশে বঙ্গবন্ধুর পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা। সততা, সাহস রাজনীতির প্রধান দুটি গুণ। সততা শিখবেন, সাহস জানবেন— বঙ্গবন্ধুর পরিবারের দিকে তাকান, বঙ্গবন্ধুর দিকে তাকান, শেখ হাসিনার দিকে তাকান, শেখ রেহানার দিকে তাকান, সজীব ওয়াজেদ জয়ের দিকে তাকান, সায়েমা ওয়াজেদের দিকে তাকান।সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ) উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ।দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইশারা করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী কেমন জীবনযাপন করেন, আপনারা কি দেখেন না? গণভবনে থাকেন রাত ২টায়, আপনি ফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পান, এটা অবাক বিষয়। তিন থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান, বাকি সময় দেশের কথা ভাবেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। এদেশে দুজন মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকবেন। একজন বঙ্গবন্ধু, আরেকজন শেখ হাসিনা।তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতার লাশ সিঁড়িতে পড়ে ছিল। গোপালগঞ্জে নিয়ে ৫৭০ সাবান আর রিলিফের কাপড় বঙ্গবন্ধুর দাফনে ব্যবহৃত হয়েছে। ১৮-১৯ জন লোককে জানাজা পড়ার অনুমতি দেওয়া হয়েছে। তারা ভেবেছিল ঢাকা থেকে দূরে টুঙ্গিপাড়ায়, সেই অজপাড়াগায়ে বঙ্গবন্ধুকে মাটিচাপা দিলে বাংলাদেশ ভুলে যাবে। তাদের হিসেবের অংক কত যে ভুল, আজ টুঙ্গিপাড়া বাঙালির তীর্থখ্যাত, ৩২ নম্বরে জনতার ঢল নামে। শুধু ১৭ মার্চ নয়, প্রতিদিনি বঙ্গবন্ধুর নামে সারা বাংলাদেশ থেকে ছুটে আসে অসংখ্য মানুষ।  একটি পরিবার ক্ষমতার গত ১৫ বছরেও কোনও বিকল্প সেন্টার কেউ করেনি উল্লেখ করে তিনি বলেন, এখানে হাওয়া ভবন নেই, এই দেশে কোনও হাওয়া ভবন নেই। ১৫ বছরেও অলটারনেটিভ পাওয়ার সেন্টার এদেশে কেউ করেনি। লেখাপড়া করেছে অক্সফোর্ড, হারবার্ডে। এই পরিবারের সন্তানেরা মেধাবী। যে যেখানে আছে, সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে মেধা দিয়ে, গায়ের জোরে নয়, লুটপাট করে নয়, দখল করে নয়, অর্থপাচার করে নয়। এই পরিবার সততার প্রতীক। প্রত্যেকেই সততার আদর্শে উজ্জীবিত।সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আসে আবার চলে যায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নীরবে আসে, নিঃশব্দে চলে যায়। কেউ টেরও পায় না। কিন্তু তার নেতৃত্বে বাংলাদেশে একটা নিঃশব্দ বিপ্লব হচ্ছে, আইসিটি বিপ্লব। এই বিপ্লবের স্থপতি হচ্ছেন জয়। প্রয়োজনীয় কাজ সেরে নীবরে আবার চলে যাচ্ছেন, কোনও সাড়া-শব্দ নেই। এই হচ্ছে বঙ্গবন্ধু পরিবার। শেখ রেহানার আজ লন্ডন শহরে নিজস্ব কোনও গাড়ি নেই। বাসে চড়ে , ট্রেনে চড়ে যাতায়াত করেন। আমাদের নেত্রী বলেন, ‘সিমপল লিভিং, হাই থিংকিং’। এই ম্যাথডে কর্মীদের উজ্জীবিত হতে হবে। এটা বঙ্গবন্ধুর মূলমন্ত্র, আমাদের নেত্রীর বক্তব্য এবং তার নির্দেশনা।  

    সর্বশেষ প্রকাশিত

    রাজনীতি

    সব দেখুন
    সরকারই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক: রিজভী
     বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি নির্বাচনের সরকার বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে হাঁকডাক দিলেও এখন প্রমাণিত যে, বর্তমান সরকারই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক। মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।  রুহুল কবির রিজভী বলেন, সরকার বিগত ১৬ বছরে কখনোই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি। সরকার আন্তর্জাতিক বাজারের দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী তখনও সরকার বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি। কারণ এই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক হচ্ছে সরকার।তিনি বলেন, বাজারে সব নিত্যপণ্যের দর অস্বাভাবিক। টিসিবির তথ্য অনুযায়ী সাধারণ জাতের খেজুর বিক্রি হচ্ছে কেজিতে ৫শ থেকে ১১শ টাকা। এছাড়া গত বছরের তুলনায় আলুর দাম ১০৮ শতাংশ, রসুন (আমদানি) ৪৩ শতাংশ, আদা (দেশি) ৬০ শতাংশ, পেঁয়াজ (দেশি) ১৮৩ দশমিক ৩৩ শতাংশ, পেঁয়াজ (আমদানি) ২২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকারি দলের অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোক্তাদের জীবন চরমভাবে দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং সরকারের প্রতারণাপূর্ণ ভূমিকার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পবিত্র রমজানেও তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে মানুষ আজ দিশেহারা। রুহুল কবির রিজভী বলেন, কয়েকদিন আগে সরকার গরুর মাংস, দেশি পেঁয়াজ, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু তার কোন কার্যকারিতা বাজারে নেই। বেঁধে দেয়া ২৯টি পণ্যের দামতো কমেইনি, বরং বেড়েছে। সুতরাং সরকারের এই তৎপরতা জনগণকে ধোঁকা দেয়ার জন্যই, সেটা এখন স্পষ্ট।   তিনি আরও বলেন, জনগণ এসব প্রতারণা বুঝে ফেলায় সরকারি দলের নেতারা এখন ন্যাক্কারজনকভাবে বাজারে দামের ঊর্ধ্বগতির দায় বিরোধীদলের ওপর চাপাতে চাইছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে ডামি সরকার অপপ্রচার, অপবাদ আর হুমকির আশ্রয় নিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার চোখ রাঙিয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষোভকে দমিয়ে রাখতে চাচ্ছে।রিজভী বলেন, জনদুর্ভোগ, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ সব অন্যায়-অবিচারের মূল কারণ জবাবদিহিতাবিহীন অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উদগ্র আওয়ামী বাসনা। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মূলে আঘাত করতে হবে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক, লুটেরা ও প্রতারক ডামি সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে, জনগণকেই এ মুহূর্তে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
    সরকারই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক: রিজভী
     বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি নির্বাচনের সরকার বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে হাঁকডাক দিলেও এখন প্রমাণিত যে, বর্তমান সরকারই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক। মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।  রুহুল কবির রিজভী বলেন, সরকার বিগত ১৬ বছরে কখনোই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি। সরকার আন্তর্জাতিক বাজারের দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী তখনও সরকার বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি। কারণ এই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক হচ্ছে সরকার।তিনি বলেন, বাজারে সব নিত্যপণ্যের দর অস্বাভাবিক। টিসিবির তথ্য অনুযায়ী সাধারণ জাতের খেজুর বিক্রি হচ্ছে কেজিতে ৫শ থেকে ১১শ টাকা। এছাড়া গত বছরের তুলনায় আলুর দাম ১০৮ শতাংশ, রসুন (আমদানি) ৪৩ শতাংশ, আদা (দেশি) ৬০ শতাংশ, পেঁয়াজ (দেশি) ১৮৩ দশমিক ৩৩ শতাংশ, পেঁয়াজ (আমদানি) ২২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকারি দলের অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোক্তাদের জীবন চরমভাবে দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং সরকারের প্রতারণাপূর্ণ ভূমিকার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পবিত্র রমজানেও তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে মানুষ আজ দিশেহারা। রুহুল কবির রিজভী বলেন, কয়েকদিন আগে সরকার গরুর মাংস, দেশি পেঁয়াজ, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু তার কোন কার্যকারিতা বাজারে নেই। বেঁধে দেয়া ২৯টি পণ্যের দামতো কমেইনি, বরং বেড়েছে। সুতরাং সরকারের এই তৎপরতা জনগণকে ধোঁকা দেয়ার জন্যই, সেটা এখন স্পষ্ট।   তিনি আরও বলেন, জনগণ এসব প্রতারণা বুঝে ফেলায় সরকারি দলের নেতারা এখন ন্যাক্কারজনকভাবে বাজারে দামের ঊর্ধ্বগতির দায় বিরোধীদলের ওপর চাপাতে চাইছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে ডামি সরকার অপপ্রচার, অপবাদ আর হুমকির আশ্রয় নিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার চোখ রাঙিয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষোভকে দমিয়ে রাখতে চাচ্ছে।রিজভী বলেন, জনদুর্ভোগ, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ সব অন্যায়-অবিচারের মূল কারণ জবাবদিহিতাবিহীন অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উদগ্র আওয়ামী বাসনা। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মূলে আঘাত করতে হবে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক, লুটেরা ও প্রতারক ডামি সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে, জনগণকেই এ মুহূর্তে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
    সাকিবের বিএনএমে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ওবায়দুল কাদের
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান কিংস পার্টিতে যোগ দিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বাসায় গিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ফরম পূরণ করে হাফিজের কাছে জমা দিয়েছিলেন সাকিব। এমন একটি ছবি ও খবরে রাজনৈতি অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,এ নিয়ে কোনো কিছু জানেন না তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন, সাকিবের বিএনএমে যোগদানের ইস্যু জানা ছিল না। মনোনয়ন চাওয়ার সময়ই তিনি দলের সদস্য হয়েছেন। তার আগে তিনি দলের কেউ ছিলেন না। শর্ত পূরণ করেছেন বলেই সাকিব মনোনয়ন পেয়েছেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি, আমাদের জানা নেই। নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। আমাদের কিছু বলার নেই।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বিএনপিকে আমরা ভাঙতে যাব কেন? আমাদের কি কোনো দুর্বলতা আছে যে তাদের থেকে লোক এনে ঘাটতি পূরণ করতে হবে। আওয়ামী লীগের বহু লোক।’বিএনপির সহযোগিতা চাওয়ার অর্থ ক্ষমতায় বসিয়ে দেওয়া উল্লেখ করে কাদের বলেন, অন্য কোনো দেশ এসে ক্ষমতায় বসাবে, এটা হবে না। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন নয়।বাজারে তদারকি হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিছু পণ্যের দাম কমেছে। অন্যান্য পণ্য ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। ফল আসবে।
    সাকিব বিএনমে যোগ দেয়ার বিষয়ে মুখ খুললেন মেজর হাফিজ
      সেনাবাহিনীর কর্মজীবনে সাবেক কয়েকজন সহকর্মী ক্রিকেটার সাকিব আল হাসানকে বাসায় নিয়ে এসেছিলেন বলে দাবি করেছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম। নির্বাচনের অন্তত দুই মাস আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) দুই কর্মকর্তা সাকিব আল হাসানকে রাজনীতিতে যোগ দেওয়ানোর উদ্দেশ্যে সেদিন তার বাসায় এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর বনানীতে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রসঙ্গত, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে হাফিজ উদ্দীন ও সাকিব আল হাসানকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনকে কাল্পনিক ও কাহিনি বলে দাবি করেন হাফিজ উদ্দীন।তিনি বলেন, ‘সাকিব আল হাসান বিশ্বসেরা খেলোয়াড়। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন। সাকিব রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেন। আমি বলেছি রাজনীতি করাটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে তুমি এখনও খেলাধুলা করছো। উৎসাহ না পেয়ে সে চলে যায়....।’বিএনএম গঠনের সময় নিজের উপর ‘সরকারি চাপ’ প্রসঙ্গে হাফিজ বলেন, ‘ক্ষমতাসীনদের চাপ বাড়তে লাগলো। সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ঘোষণাই দিয়ে দিলেন, হাফিজ উদ্দীন নতুন দল গঠন করবেন। আমি বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেছি। এরপর নির্বাচনের দুই মাস আগে সংবাদ সম্মেলন করে বলেছি, বিএনএম বা অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা নাই। শেষ পর্যন্ত এই দলেই থাকবো। বর্তমানে আমি অবসরের চিন্তা করছি। শারীরিকভাবে অসুস্থ।’নিজেকের ‘ওপেন বুক’ উল্লেখ করে হাফিজ বলেন, ‘আমার সবকিছু ওপেন। আমি তো গোপনে কিছু করিনি। আমি স্বাধীন দেশের নাগরিক।’তিনি আরও বলেন , ‘আমার কিংস পার্টি করার দরকার নাই। এতদিন পর দুটি পত্রিকা সেলিব্রেটি সাকিবকে জড়িয়ে যে মিথ্যা কথা রচনা করেছে, তাতে আমি মর্মাহত হয়েছি।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দীন বলেন, ‘বিএনএমের সাধারণ সম্পাদক তাকে (সাকিব আল হাসান) নিয়ে এসেছিলেন। জনগণের সঙ্গে কোনও সম্পর্ক নাই তাদের। তারাই সরকারের আনুকূল্যে দল করেছে। চার-পাঁচজন লোক। ওইটা বিএনএমের ফরম ছিল সম্ভবত।’ এই চার-পাঁচ জন পূর্ব পরিচিত বলেও জানান তিনি। ‘সাকিবকে সেদিনই অনুৎসাহিত করেছি। আমিও তাকে বলেছি। আমি তো পরেরদিনই প্রতিবাদ করেছি, যে বিএনএমে যোগ দেবো না।’ বলেন আরেক প্রশ্নের উত্তরে হাফিজ উদ্দীন। তিনি বলেন, ‘দল (বিএনপি) সম্পর্কে কখনোই অসৌজন্য বক্তব্য দিইনি আমি।’বিএনপিনেতা হাফিজ বলেন, ‘বিএনএম গঠনের সময় বিএনপির বেশ কয়েকজন সংসদ সদস্য আমাকে বলেছিল— তারা বিএনএমে যাবে কিনা। আমি তাদেরও নিরুৎসাহিত করেছি।’
    বিএনপির কেন্দ্রীয় ৩ নেতার পদোন্নতি
    বিএনপিতে কেন্দ্রীয় কমিটির ৩ নেতার পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। আর নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
    বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন বিএনপির মঈন খান
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসা এনডিআই ও আইআরআই-এর চূড়ান্ত প্রতিবেদন প্রসঙ্গে বলেছেন, সবাই বলছেন ৭ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। সরকার তা মেনে নিতে নারাজ। ক্ষমতাসীনরা বলছেন, বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় তারা ক্ষমতায় এসেছেন। তাদের কথায়ই প্রতীয়মান হয়, জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেননি।তিনি বলেন, বন্ধুপ্রতীম রাষ্ট্রের সহযোগিতায় আমরা এ দেশ অল্প সময়ের মধ্যে স্বাধীন করতে পেরেছি। আজকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারেও আমরা বন্ধুপ্রতীম রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি।সোমবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর কাঁঠালবাগানে সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।বন্ধু রাষ্ট্রের সহায়তা তো আমরাও চাই—এমন মন্তব্য করে মঈন খান বলেন, আওয়ামী লীগ যদি আমাদের বন্ধু রাষ্ট্রের সহায়তা চায় একটি এক দলীয় শাসনের জন্য, আমরা কিন্তু বন্ধু রাষ্ট্রের সহায়তা চাই একটি ভিন্ন কারণে, সেটি হলো একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য। আমরা তো কারও সঙ্গে কোনো শত্রুতা চাই না।তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের একটি আকাঙ্ক্ষা হলো গণতন্ত্র। এছাড়া দ্বিতীয় কোনো আকাঙ্ক্ষা নেই। সেই কথা সরকার স্বীকার করুক আর নাই করুক।বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সরকার যে অপচেষ্টা করেছিল সেটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে । সেটি প্রমাণিত হয়েছে। সরকার এই নির্বাচনের আগে একটি প্রকল্প নিয়েছিল, তারপর সে প্রকল্পে ফেল করলে আরও একটি প্রকল্প নিয়েছিল। হাফিজ সাহেবকে নিয়ে গণমাধ্যমে যেটি এসেছে সেটি  সরকারে ব্যর্থ প্রকল্পের বহিঃপ্রকাশ।
    আ.লীগ গায়ের জোরে দেশ শাসন করছে: মঈন খান
     আওয়ামী লীগ গায়ের জোরে সরকারে থেকে দেশ শাসন করছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন ড. মঈন খান।ড. মঈন খান বলেন, সরকার শুধু বিরোধী দলের উপর নির্যাতন করছে না, তারা এদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু বিরোধী দলকে জুলুম-নির্যাতন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। আওয়ামী লীগ গায়ের জোরে সরকারে থেকে দেশ শাসন করছে। এটা তো কোনো স্বাভাবিক দেশের বেলায় এ ধরনের পরিস্থিতি হতে পারে না।এক প্রশ্নের জবাবে ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা তো কোন কথা নয়। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলতো তাহলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেনো হুমকি পাচ্ছি? বিএনপির যদি কোনো শক্তি নাই থাকে তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্তে তাদের যে ৭ জানুয়ারির ভুয়া নির্বাচনের মধ্যে দিয়ে যে ক্ষমতা দখল করেছে, সেই ক্ষমতা তো তাদের এখন উপভোগ করা উচিত। কিন্তু তারা সবকিছু লুটপাট করছে এবং বিদেশে টাকা পাচার করছে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপির শক্তি বন্দুকের গুলি দিয়ে প্রকাশ করতে হয় না। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। কারণ জনগণই সকল ক্ষমতায় উৎস। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে।এছাড়াও সদ্য কারামুক্ত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবের বাসায় তার সঙ্গে দেখা করেন ড. মঈন খান। এসময় তিনি সাইফুল আলম নিরবের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
    বিএনপি বিধ্বস্ত বা হতাশাগ্রস্ত দল নয়: হাফিজ
     বিএনপি কোনো বিধ্বস্ত বা হতাশাগ্রস্ত দল নয়। বরং এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, এমন দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্বাধীনতা উদযাপন পরিষদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এ কথা বলেন।হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফেলা হয়েছে। সে ইতিহাস ঠিকঠাক রাখতে এবং পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করতে উদ্যোগ নিচ্ছে বিএনপি। এ সংক্রান্ত নানা কর্মসূচি পালন করবে দলটি।বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের ধারক-বাহক মনে করলেও মুক্তিযোদ্ধাদেরই অবৈধভাবে কারাগারে পাঠায় তারা। আওয়ামী লীগের হাতে দেশের কোনো কিছুই আর নিরাপদ নয়।বাংলাদেশ এখন পুলিশি রাষ্ট্র, এমন অভিযোগ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখানে জনগণের আর কোনো ক্ষমতা বা অধিকার নেই।

    দেশজুড়ে

    সব দেখুন
    রাজধানীতে বাসার ছাদে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

    রাজধানীর খিলক্ষেত এলাকায় ২২ বছর বয়সী এক তরুণীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি গালিফকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব।


    রবিবার (১৭ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) মো. মাহফুজুর রহমান।


    গ্রেপ্তার গালিফ খিলক্ষেত থানা এলাকার আহম্মদ মোক্তাদির আরিফ ওরফে সুমনের ছেলে।


    র‍্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৩ ফেব্রুয়ারি খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন তানভীর (২২), গালিফ (২২), মাহাদী (২২) ও মো. সানি (২১)। পরে মামলার প্রেক্ষিতে শনিবার (১৬ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানার কুড়িল চৌরাস্তার জান্নাতি আই অপটিকস দোকানের সামনে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণের ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন।


    ঘটনার পর গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত আসামি রাজধানীর বিভিন্ন থানা এলাকায় আত্মগোপন করেছিলেন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।


    এর আগে মামলার এজাহারে ভিকটিম অভিযোগ করেছিলেন, তিনি রাজধানীর উত্তরায় একটি শো-রুমে কাজ করেন। মার্কেটে কাজ করার সময় প্রায় ৬ মাস আগে তার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো। ওই ছেলের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য আসামি সানি ভুক্তভোগী তরুণীকে ভয়ভীতি ও হুমকি দেয়। 


    বিষয়টি সমাধানের জন্য ৩ নম্বর আসামি মাহাদী গত ২২ ফেব্রুয়ারি ওই তরুণীকে খিলক্ষেত যেতে বলেন। মাহাদীর কথায় তরুণী খিলক্ষেত গেলে আসামিরা একটি বাড়ির পঞ্চম তলা ভবনের ছাদে নিয়ে শারীরিক সম্পর্কের জন্য জোর করে। এরই একপর্যায়ে প্রধান আসামি তানভীর ওই তরুণীকে ধর্ষণ করে।

    এআই 

    পুরান ঢাকায় ৫৮০ টাকায় গরুর মাংস বিক্রি

    পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলি বাংলা স্কুলের সামনে বিসমিল্লাহ খাশি-গরু সাপ্লাইয়ের দোকানে নয়ন আহমেদ ৫৮০ টাকায় প্রতিকেজি গরুর মাংস বিক্রি করছেন।


    এর আগে গরুর মাংস কম দামে বিক্রি করে আলোচনায় আসেন উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। এবার তার চেয়েও কম দামে মাংস বিক্রি করছেন পুরান ঢাকার মাংস ব্যবসায়ী নয়ন আহমেদ। যেখানে খলিলুর রহমান মাংস বিক্রি করছেন ৫৯৫ টাকায় সেখানে তার চেয়েও কম দামে ৫৮০ টাকায় প্রতিকেজি মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন নয়ন।


    রবিবার (১৭ মার্চ) ব্যবসায়ী নয়ন আহমেদ কমদামে মাংস বিক্রির ঘোষণার পরপরই দোকানে ভিড় করতে দেখা যায় সাধারণ ক্রেতাদের।


    মাংস কিনতে আসা ক্রেতারা কম দামে ভালো মাংস পায়ে বলেন, এই সময় নয়নের মতো ব্যবসায়ী পাওয়া ভাগ্যের বিষয়। সব ব্যবসায়ীরা যদি নয়নের মত হত তবে দেশটা অনেক আগেই পরিবর্তন হয়ে যেত। তিনি মাংসে কোনো সমস্যা দেখছি না মানসম্মত এবং হালাল মাংস বিক্রি করছেন। রোজার মাসে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য ক্রেতারা সাধুবাদ জানিয়েছে নয়নকে।


    রাজধানীর মাংসের বাজারে ইতোমধ্যেই আলোচিত হয়ে উঠেছেন খলিলুর রহমান। এবার তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নয়ন আহমেদ। গত বছরের শেষ দিকে বাজারে যখন ৭০০ থেকে ৭৫০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছিল, তখন খলিলুর রহমান কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন।

    এবারের রোজায় এই ব্যবসায়ী ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংসের পাশাপাশি ৯০০ টাকা কেজিতে খাসির মাংসও বিক্রি করছেন৷

    এআই 

    মিরপুরে দুই যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ১

    রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম মো. রাসেল (২৫)। এতে আহত হয়েছেন রাশেদ (২২) নামের আরেক যুবক।


    শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় মিরপুর সাড়ে ১১ এর আধুনিকের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।


    জানা যায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।


    ঘটনার বর্ণনা দিয়ে আহত রাশেদ গণমাধ্যমকে বলেন, মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড়ের কিছুটা সামনে আসলে আমাদের দুজনকে ১০-১২ জন মিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ওই এলাকার তানজিলা ও তার স্বামী কালু, ভাই শাহিনের সঙ্গে রাসেলের পূর্বশত্রুতা ছিল। তারাই আজকে এ হামলা করেছে।


    এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, আহত রাশেদের অবস্থাও গুরুতর। রাশেদকেও জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর রাসেলের মরদেহ মর্গে রাখা হয়েছে।


    এ দিকে পল্লবী থানার ওসি (তদন্ত) মোকলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    তিনি বলেন, মিরপুর ই-ব্লকে বিহারিদের নিজেদের মধ্যে একটি মারামারির ঘটনায় এক যুবক মারা গেছেন। প্রাথমিকভাবে আমরা এতটুকু জানতে পেরেছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।

    এআই 

    পাটুয়াটুলিতে আগুন,নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

    পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টি এলাকার একটি প্রেসে আগুন আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

    শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে এই সংবাদ পায় ফায়ার সার্ভিস।আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট।

    এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    অভিষেক মল্লিক/পিএম


    ভেঙে ফেলা হচ্ছে বাংলাবাজার-সদরঘাট ফুটওভার ব্রিজটি

    রাজধানীর বাংলাবাজার-সদরঘাট চৌরাস্তার মোড় পদচারী সেতুটি ভেঙে ফেলা হচ্ছে। পথচারীদের ব্যবহারে কোনো আগ্রহ না থাকায় জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

    জনসন রোড, বাংলাবাজার, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও ইসলামপুর রোডের সংযোগস্থলে পথচারীদের পারাপারে ১৯৯৭ সালে পদচারী-সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিভিন্ন অব্যবস্থাপনা আর সেতুতে মাদকসেবী ভবঘুরেদের বসবাসের ফলে চতুর্মুখী সেতুতে ওঠার প্রতিটি পথেই প্রতিবন্ধকতা চলে আসে। এতে পথচারীদের সেতু ব্যবহার প্রতিবন্ধকতায় পড়তে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউই উঠেনা এই পদচারী সেতুতে। 

    সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যার পর পর মাদক,নেশাখোরদের অবাধে আড্ডা, অব্যবস্হাপনায় ভরে উঠে। ফলে অতিরিক্ত যানজট থাকলেও যাতায়াতে সেতুটি ব্যবহার করেননা মানুষজন। পদচারী-সেতুর আশপাশে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বাজার বইয়ের মার্কেট, সদরঘাট নৌ- টার্মিনাল, ঢাকা কলেজিয়েট স্কুল, হিড ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সুমনা হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই পথে। কিন্তু রাস্তা পারাপারে কেউ পদচারী-সেতু ব্যবহারে আগ্রহী নয়। 

    দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা পদচারী-সেতুর চারটি প্রবেশপথেই ছিল নানা প্রতিবন্ধকতা। এর মধ্যে সেতুর দক্ষিণ-পূর্ব প্রবেশপথে গড়ে উঠেছিল পুরোনো বইয়ের বাজার। উত্তর-পূর্ব প্রবেশপথে ফলের দোকান। দক্ষিণ- পশ্চিম প্রবেশপথে চা-নাশতার টং দোকান। পাশেই ঘোড়ার গাড়ি ও লেগুনার কারণে সড়কে লেগে থাকতো তীব্র যানজট। আর উত্তর-পশ্চিমের প্রবেশপথে জুতা, স্যান্ডেল, রকমারি জিনিসপত্রের হকারদের পসরা। ব্রিজের নিচের সড়কে রাখা ময়লার কনটেইনারের আবর্জনা চারপাশে ছড়িয়ে থাকতো।  সেতুর নিচেই পুলিশ বক্সে সার্বক্ষণিক সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ অবস্থান করলেও কখনো ব্যবস্থা নিতে দেখা যায়নি কাউকে। 

    দায়িত্বরত (পুলিশ বক্সে) নাম জানাতে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, মানুষ ব্রিজটা ব্যবহার করেনা। গত কয়েকদিন ধরে দেখতেছি সিটি কর্পোরেশনের লোকজন এসে ভাঙার কাজ শুরু করেছে। 

    ব্যস্ততম একটা জায়গায় ফুটওভার ব্রিজটি ভাঙন সম্পর্কে অবহিত করে, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী বলেন, এটা নিয়ে আমি নিজেই বেশ কয়েকবার অভিযোগ দেওয়ার পর ২০২৩ সালের জানুয়ারি মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র মহোদয় মৌখিক ভাবে এটাকে (ফুটওভার) কে ভেঙে ফেলার অনুমতি দেন। পরবর্তীতে মেয়র আবার এসে দেখে যান এবং ভেঙে ফেলার নির্দেশ দেন। সকল আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার (০৮ মার্চ) থেকে ভাঙার কাজ শুরু হয়। 

    পথচারীদের ভোগান্তি লাঘবের কথায় মাথায় রেখে মিয়াজী বলেন, এ রাস্তা প্রতিদিন লাখ লাখ লোকজন আসা-যাওয়া করে। বাণিজ্যিক এলাকা হওয়ায় জনগনের ভোগান্তি যেন না হয় সে বিষয়ে গুরুত্ব দিয়ে রাতের বেলায় এই ভাঙার কাজ চলে। চলাচলের কোন অসুবিধা যেন না হয় সে বিষয়ে দৃষ্টি দিয়ে ভাঙা অংশ গুলো সিটি করপোরেশন দিনের শুরুতে নিয়ে যায়। আশা করছি জনগনের যাতায়াতে এর প্রভাব পড়বেনা।

    পিএম

    গাছের সাথে বস্তায় আদা চাষ করেন সোবহান

    যশোরের ঝিকরগাছায় বস্তায় আদা চাষে মো. আব্দুস সোবহান লাভবান হয়েছেন। স্বল্প জায়গায়, অল্প সময়ে ভ্রাম্যমাণভাবে এ চাষে উৎপাদন খরচ বাদেও কয়েক গুণ লাভ হওয়ায় আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও। এই পদ্ধতিতে আদা চাষে কৃষকের নানা সহযোগিতাও করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    উপজেলার বেজিয়াতলা গ্রামে মো. আব্দুস সোবহান বাড়ি সংলগ্ন পুকুর। পুকুরের চারপাশে নানা ফলদ বৃক্ষের গাছে ভরা। এসব গাছের সাথে বস্তায় আদা চাষ করেন তিনি। মসলা জাতীয় ফসল এ পদ্ধতিতে আদা চাষে গাছতলায় দ্বিগুণ ফলন হয়েছে।

    কৃষক আব্দুস সোবহান বলেন, গত বছর মার্চ মাসে নওগাঁ থেকে হাইব্রিড জাতের ৩০ কেজি আদার বীজ সংগ্রহ করে ৩০০ টি বস্তায় লাগাই। বীজ সংগ্রহ, বস্তা, সারসহ মোট খরচ হয়েছে ১৫-১৬ হাজার টাকা। ২৮০ দিন পরে আদা উঠায়। আড়াই মণ আদা পেয়েছি। বর্তমান বাজারদর হিসেবে যার মূল্য ৩৬ হাজার টাকা। তবে ছায়াযুক্ত জায়গায় ফলন বেশি হয়েছে।

    আব্দুস সোবহান আরও বলেন, সমস্ত আদা রেখে দিয়েছি বীজ করতে। আগামীতে বেশি করে চাষ করবো।  বুঝে শুনে বস্তায় আদা চাষ করলে ব্যাপক লাভের সম্ভাবনা রয়েছে। এচাষে জমি লাগে না, খরচও কম।

    উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বস্তায় আদা চাষ অত্যন্ত লাভজনক। দেখে অনেক কৃষক পতিত জমিতে বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরাও তাঁদের সার্বক্ষণিক পরামর্শ ও উৎসাহ দিচ্ছি। আব্দুস সোবহানকে মসলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে সার প্রদান করা হয়। অন্যান্য কৃষকদের মাঝে এটি সম্প্রসারিত হলে এলাকায় মসলা উৎপাদন আরও সমৃদ্ধ হবে। 

    পিএম


    যশোরের শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

    যশোরের শার্শায় দুই মোটরসাইকেলর সাথে সংঘর্ষে মাহাবুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আলমগীর হোসেন (৪৩) ও মিলন হোসেন (৪০) নামে অপর দু'জন আহত হয়েছেন।


    সোমবার (১৮ মার্চ) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোষ্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।


    নিহত মাহাবুবুর রহমান ঝিকরগাছা কলাগাছি গ্রামের নুর মোহাম্মাদের ছেলে। আহত আলমগীর হোসেন একই গ্রামের মৃত হারুনার রশিদের ও মিলন হোসেন আব্দুল মালেকের ছেলে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


    নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাহাবুব, আলমগীর ও মিলন ব্যবসায়ীক কাজে বেনাপোল যাচ্ছিল। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোষ্টের সামনে পৌছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সামনে থাকা অপর একটি মোটরসাইকেলর সাথে ধাক্কা দেয়। এ সময় তারা তিনজন সড়কে ছিটকে পড়ে। মাথায় আঘাত পেয়ে মাহাবুর ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা আলমগীর ও মিলন গুরুতর আহত হন।


    স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন সেখানকার কর্মরত চিকিৎসক।


    তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

    এআই 
    ৫টি জীবন্ত তক্ষকসহ ২ চোরাকারবারী আটক

    ৫টি জীবন্ত তক্ষকসহ ২ চোরাকারবারীকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার(১৮ মার্চ) বিকালে কালিগঞ্জ উপজেলার জনৈক মহব্বত আলীর ঘেরের বাসা হতে তাদেরকে আটক করা হয়।

    আটকরা হলেন শ্যামনগর উপজেলার গাড়াখালী গ্রামের মোস্তফা গাজীর ছেলে আবুল কাশেম ও বান্দরবন জেলার বনরুপা গ্রামের মৃত প্রাণহরি শীলের ছেলে মৃদুল কান্তি শীল।

    সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের এএসআই বিএম তৌহিদুজ্জামান বলেন, আটকদের নামে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

    এফএস

    যশোরে চার কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

    যশোর উপশহর এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৩ কেজি ৩শ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা।

    সোমবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে ডিবি পুলিশের অভিযানে স্বর্ণের বারসহ আটক পাচারকারী দু’ব্যক্তির নাম শহিদুল্লাহ ও সুমন। তাদের দু’জনের বাড়ি শার্শা উপজেলায়।

    যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে একটি প্রাইভেটকারে স্বর্ণের চালান নিয়ে আসছে। এমন সংবাদে উপশহর এলাকায় ডিবি পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওঁত পেতে ছিলেন। সন্দেহজনক প্রাইভেটকার নিউ মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ গতিরোধ করে। গাড়িতে থাকা দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তিতে গাড়িতে লুকিয়ে রাখা বিভিন্ন জায়গা থেকে তিন আকৃতির ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    এমআর

    বেনাপোলে ২৯৯ ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

    যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ২৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সুমন রহমান (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটক সুমন রহমান বেনাপোল পোর্ট থানার পুটখালি পশ্চিমপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।  

    যশোর র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বেনাপোলের পুটখালি গ্রামের জনৈক শহিদুল্লাহ এর বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী ভারতীয় ফেনসিডিল বিক্রির জন্য মজুদ করেছে। সেখানে অভিযান চালিয়ে সুমন রহমানকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে ওই বাড়ির সিড়ির মাঝে রাখা খড়ের গাদার মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুইটি বস্তায় বিশেষভাবে রাখা ২৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

    আটককৃত আসামী আরো জানায়, তার নিজ বাড়িতে মাদকদ্রব্য না রেখে তার চাচাতো ভাই শহিদুল্লাহর বাড়িতে প্রতিনিয়ত মাদকদ্রব্য মজুদ করে আসছিল। যেহেতু শহিদুল্লাহ ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে, তাই তার বাড়িতে মাদকদ্রব্য রাখলে কেউ সন্দেহ করবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের তথ্য পাবে না বলে আটক আসামীর বিশ্বাস ছিল।

    র‌্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামী সুমন রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইাট ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

    এমআর

    রামুর গর্জনিয়া বাজার ইজারা নিয়ে ‘শুভঙ্করের ফাঁকি’

    সীমান্ত দিয়ে অগনিত গরু মহিশ অনুপ্রবেশের কারণে বছরজুড়ে আলোচনার শীর্ষে থাকে কক্সবাজারের রামু উপজেলার গজনিয়া বাজার। মিয়ানমার সীমান্তের নিকটতম বাজারটি এখন কৌশলগত ভাবে চাঁদাবাজ সিন্ডিকেটের দখলে চলে গেছে। প্রতি বছর সরকার প্রায় ৫ কোটি টাকার রাজস্ব আয় করা বাজারটি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এবং ইজারাপ্রাপ্ত সিন্ডিকেট সরকারের ১ কোটি টাকার অধিক রাজস্ব নিয়ে নয়ছয় করে নিজেদের পকেট ভারী করেছে বলে অভিযোগ উঠেছে।

    জানা গেছে, ৩ কোটি ৮৫ লাখ টাকার বাজার গতবছরের চেয়ে প্রায় দেড় কোটি টাকা কমে ২ কোটি ৩৭ লক্ষ সত্তর হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে ইয়াবা সংশ্লিষ্টতায় বারবার সংবাদের শিরোনাম হওয়া আলোচিত খরুলিয়ার রহিম উদ্দিনকে। সর্বোচ্চ দরদাতা ঠিকাদারকে সন্ত্রাসী বাহিনী দিয়ে জিম্মি করে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি। এ বিষয়ে গত ১২ মার্চ দরপত্রে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতা ঠিকাদার বুলবুল আক্তার কক্সবাজার জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ জমা দিয়েছেন।

    অভিযোগ আছে, রামু উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও নিরুপম মজুমদারের যোগসাজশে শুধু গর্জনিয়া বাজার নয়, রামু উপজেলার ১৩টি বাজারের ৭টি ইজারা পেয়েছেন রহিম উদ্দিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদৃশ্য কারণে এবং ইজারাদারকে লাভবান করার অসৎ অভিপ্রায়ে পুকুর চুরির মত ঘটনা পুরো জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ইজারার পরদিন দুর্নীতির এ বিষয়ে ডিসির সাথে কথা হলে তাৎক্ষণিক তদন্তে ডিসি সত্যতা পেলে বদলি করা হয় রামু উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও নিরুপম মজুমদারকে। তবে ইজারা প্রক্রিয়ার প্রধান ইউএনওকে সরিয়ে দেওয়া হলেও এখনো বাতিল করা হয়নি বাজার ইজারা।

    জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগে সর্বোচ্চ দরদাতা বুলবুল আকতার বলেন, গত ২৯ ফেব্রুয়ারী হাট বাজার ইজারার বিজ্ঞপ্তি প্রকাশের পর ৬ মার্চ রামু উপজেলা নির্বাহী কার্যালয় থেকে ১৪৩১ বাংলা খ্রিষ্টাব্দের দরপত্র ক্রয় করেন বুলবুল আক্তার। বিজ্ঞপ্তির শর্তানুসারে দরপত্র পূরণ করে উল্লেখিত দরের ৩০ ভাগ অর্থাৎ ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে পে-অর্ডার করেন। ১১ মার্চ দরপত্র জমা দেওয়ার শেষ দিন যথাসময়ে জমা দেওয়ার শত চেষ্টা করেও টেন্ডার সিন্ডিকেটের কবলে জমা দিতে পারেননি। এরপর দ্বিতীয় ধাপে কয়েকজন লোক নিয়ে জমা দিতে গেলেও টেন্ডার সিন্ডিকেটের সদস্যরা তাদের ভয় দেখিয়ে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে প্রবেশ করতে বাধা প্রদান করে এবং দরপত্র বাক্স না খোলা পর্যন্ত তাদেরকে সন্ত্রাসী বাহিনী দিয়ে জিম্মি করে রাখেন।

    অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত বছর গর্জনিয়া হাট বাজারের ইজারা মূল্য ছিল ৩ কোটি ৮০ লাখ টাকা। সেই হিসাবে বুলবুল আক্তার ৩ কোটি ৮৫ লাখ টাকা দর দেওয়ার বিষয়টি জানাজানি হয়ে গেলে টেন্ডার সিন্ডিকেটের সদস্যরা তাদেরকে জিম্মি করে রেখে টেন্ডার জমা দিতে বাধা প্রদান করেন। এবং পরবর্তীতে কারসাজির মাধ্যমে উপজেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে টেন্ডার হাতিয়ে নেন আলোচিত রহিম উদ্দিন। যদিও দরপত্র বিক্রি করার হয়েছিল ১৪টির অধিক। অথচ দরপত্র জমা প্রদান করা হয় শুধুমাত্র ০৪টি। দরপত্র জমাদানকারীরা সিন্ডিকেট করে শুধু মাত্র ২ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা দিয়ে টেন্ডার বাগিয়ে নেন।

    বুলবুল আক্তার বলেন, আমি ৩ কোটি ৮৫ লাখ টাকায় বাজার ইজারা নিতে চেয়েছিলাম। কিন্তু টেন্ডার সিন্ডিকেট ও উপজেলা প্রশাসন কার্যালয়ের অসাধু কর্মকর্তাদের একটি সিন্ডিকেটের কারণে ২ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার টাকায় টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে। এতে করে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব হারাবে সরকার। উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এই ইজারা বাতিল করে সরকারের রাজস্ব খাত বৃদ্ধির কথা চিন্তা করে বুলবুল আক্তারকে টেন্ডার দেয়ার দাবী জানান।

    এদিকে ভারপ্রাপ্ত ইউএনও নিরুপম মজুমদার দুই কোটি টাকার বেশি অনৈতিক সুবিধা নিয়ে রহিম সিন্ডিকেটের হাতে ৭ টি বাজার তুলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে অন্তত ৫ কোটি টাকা সরকার রাজস্ব হারিয়েছে। ইউএনও’র  এমন কাণ্ডে ইতিমধ্যে জেলা জুড়ে তোলপাড় চলছে।

    সচেতন মহল বলছেন, আমরা মানুষের মুখে মুখে শুনতে পাচ্ছি রহিমকে বাজার ইজারা দিতে উপজেলা প্রশাসন কূট কৌশলের আশ্রয় নিয়েছে। হাটের ইজারা নিয়ে ইউএনও-রহিমের মধ্যেকার কামড়াকামড়ি এখন ওপেন সিক্রেট। সরকারের লস করে ব্যক্তিগত ফায়দা লুটেছেন রহিম আর নিরুপম।

    তবে রহিম সিন্ডিকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিরুপম মজুমদার বলেন, নিয়ম মেনেই ইজারা দেওয়া হয়েছে। ডাকের মাধ্যমে যে ব্যক্তি বাজার পেয়েছে তাকে ভাগ্য সহায়তা করেছে। এতে আমার কোন হাত নেই। 

    বুলবুল আক্তারের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটি ডিসি স্যারসহ সংশ্লিষ্ঠ দপ্তর তদন্ত করছে। তারা পরে সেটি নিয়ে যেকোন সিদ্ধান্ত নিতে পারেন। এতে আমার কিছুই করার নেই।

    এ বিষয়ে অভিযোগের সত্যতা স্বীকার করে জেলা প্রশাসক মুহাম্মাদ শাহীন ইমরান বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে বাজারটির ইজারার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।

    পিএম

    খাগড়াছড়ি সীমান্তে ভারতীয় ফেন্সিডিল সহ আটক ২

    খাগড়াছড়ি জেলা রামগড় সীমান্তে ভারতীয় ফেন্সিডিল ও সিএনজি অটো রিকশা সহ দুই জনকে আটক করেছে  ৪৩ বিজিবি (বর্ডার গার্ড) কয়লার মুখ বিওপির জোয়ান,রা। 

    মঙ্গলবার (১৯ ই মার্চ) রাত ১টার দিকে রামগড় (৪৩ বিজিবি'র) ব্যাটালিয়ন  এর অধীনস্থ কয়লারমুখ বিওপির সুবেদার মোহাম্মদ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত বদ্দগেরামারা নামক স্থানে হতে ভারতীয় ফেন্সিডিল ১৪৮ বোতল ও সিএনজি অটোরিকসা  সহ ২ জনকে আটক করে। 

    আটককৃতরা হলেন, জয়নাল আবেদিন এর ছেলে নুর আলম জিসান (২০), মৃত রুবেল আলী ছেলে রাজু জসিম (২৪) এরা দুইজন বদ্দগেরামারা একিই গ্রামের বাসিন্দা। 

    জোন অধিনায়ক লে. কর্নেল ছৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত এলাকায় নানা ধরনের অপরাধ নির্মূলে বিজিবি'র এমন অভিযান অব্যাহত রয়েছে।

    পিএম

    রাঙ্গামাটিতে ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩

    রাঙ্গামাটির রাজস্থলী থানা পুলিশ কর্তৃক আমদানি শূল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।


    সোমবার (১৮ মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী থানাধীন সদরস্থ রাজস্থলী বাজারে আমদানি শূল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি আসছে এমন গোপন সংবাদে রাজস্থলী থানা পুলিশের একটি টিম ১নং ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজার বেইলী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন।


    অভিযুক্তরা হলেন- জয়ন্ত তঞ্চঙ্গা, অমর বাবু চাকমা, লক্ষ্নীজয় তঞ্চঙ্গা, গ্রেফতারকৃতরা- আমকাটাছড়া, ৬নং ওয়ার্ড, থানা-বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাসিন্দা বলে জানা গেছে।


    অভিযান পরিচালনাকালে একটি পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে আমদানি শূল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 


    রাজস্থলী থানা সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    এআই 
    টেকনাফে বসত বাড়ির সুড়ঙ্গ থেকে দুই লাখ ইয়াবাসহ আটক ১

    কক্সবাজার-টেকনাফের হ্নীলা ইউপির জাদিমুড়া এলাকায় এক মাদক ব্যবসায়ীর বসত বাড়ির ভিতরে তৈরি করা সুড়ঙ্গ থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে  র‌্যাব-১৫ সদস্যরা। এসময় অত্র এলাকার শীর্ষ এক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করতে সক্ষম হয় তারা।



    ধৃত মাদক কারবারি হচ্ছে- হ্নীলা ইউনিয়নের পূর্ব জাদিমুড়া এলাকার ইমান হোসেনের পুত্র ইয়াসিন আরাফাত প্রকাশ কালু (২১)।



    অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ এর ল’এন্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী সময়ের কন্ঠস্বরকে জানান, র‌্যাব-১৫ অভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে ধৃত মাদক কারবারি ইয়াছিন আরাফাত প্রকাশ কালু পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পাচার করে আনা মাদকের একটি বড় চালানসহ টেকনাফ উপজেলার অন্তর্গত হ্নীলা ইউপির জাদিমুড়া সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। 


    উক্ত সংবাদের তথ্য অনুযায়ী সোমবার (১৮ মার্চ) রাতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাবের অভিযানিক দল মাদক ব্যবসায়ীদের অন্যতম এই হোতাকে আটক করতে সক্ষম হয়। 


    এরপর ধৃত মাদক কারবারির স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বসত বাড়ির খাটের নিচে অভিনব কায়দায় তৈরি করা সুড়ঙ্গ থেকে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।


    তিনি আরও বলেন, ধৃত মাদক কারবারি কালুর সাথে অত্র এলাকার হুন্ডি ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে র‌্যাবকে জানিয়েছে মিয়ানমার থেকে পাচার করে আনা মাদকের টাকা গুলো হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে লেনদেন করতো।


     আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

    এআই 

    সম্পত্তির জন্য মাকে মারধর, ছেলে কারাগারে

    চাঁদপুরে বাড়ি লিখে নিতে মাকে মারধরের অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। পরে শাহীদা বেগম নামের ওই নারীর করা মামলায় ছেলে শাহাদাত হোসেনকে (৩৮) গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


    চাঁদপুর শহরের টেকনিক্যাল স্কুল-সংলগ্ন এলাকায় রবিবার সকালে এই মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী শাহীদা বেগম সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা গ্রামের বাসিন্দা।


    মামলার এজাহারে শাহীদা বেগম উল্লেখ করেন, পৈতৃক সূত্রে তিনি টেকনিক্যাল স্কুল-সংলগ্ন এলাকায় একটি বাড়ি পান। তার স্বামী মো. আলী জিন্না একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। পেনশনের টাকা দিয়ে তারা কোনোরকম দিনযাপন করেন। তাদের ছেলে শাহাদাত হোসেনের স্বভাব-চরিত্র ভালো না। পৈতৃক সূত্রে পাওয়া বাড়িটি লিখে দেওয়ার জন্য শাহাদাত দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন। মাঝেমধ্যে মারধরও করেন। সবশেষ রবিবার সকালে শাহাদাত হোসেন তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। এ কারণে তিনি ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।


    চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, মাকে মারধর করার ঘটনায় রবিবার বিকালে শাহাদাতকে আটক করে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

    এআই

    মাদারীপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ

    মাদারীপুরে তিন শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। 


    মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে শহরের থানতলি এলাকায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। এ সময় নতুন ব্যাগ পেয়ে খুশি হয় শিক্ষার্থী।



    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তানিয়া ফেরদৌস।


    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুনশি, কোডেকের এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস, মাদারীপুর জেলার শাখা ব্যবস্থাপক আল আমিন প্রমুখ।


    উপক‍‍ূলে পিছিয়ে পড়া নারী ও অসহায়দের এগিয়ে নিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে ক্ষুদ্রক্ষণ দানকারী বেসরকারি প্রতিষ্ঠান কোডেক। আর্তমানবতার সেবায় নানা সময়ে বিভিন্ন সহযোগিতার অংশ হিসেবে মাদারীপুরের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, ডিসি একাডেমি, ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী তিন শতাধিক শিক্ষার্থীকে এ স্কুলব্যাগ উপহার হিসেবে দেওয়া হয়।

    এআই 

    কিশোরগঞ্জে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

    কিশোরগঞ্জে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. কাউছার উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


    মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিকে র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন। 


    তিনি জানান, গ্রেপ্তারকৃত কাউছার জেলার করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া (হাতড়াপাড়া গোয়ালবাড়ী) এলাকার মৃত আ. কাদিরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


    র‌্যাব সূত্র জানায়, ওই কলেজ ছাত্রী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। সে প্রতিদিন কলেজে আসা যাওয়ার পথে আসামি কাউছার উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে কাউছার জানুয়ারির ২ তারিখ বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার নেহাল গ্রিন পার্কে মেয়েটিকে নিয়ে ঘুরতে যান। ঘোরাফেরা শেষে বিকেল অনুমানিক ৪টার দিকে পার্কের ভেতর একটি পরিত্যাক্ত অন্ধকার ঘরে কাউছার বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।


    এ ঘটনায় মেয়েটি নিজেই বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন। এরপর আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 


    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে সোমবার বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    এআই 

    সাভারে দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

    সাভারে দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


    সোমবার (১৮ মার্চ) দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


    গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন ওরফে সোহান খান(১৬), মো. ছাদিক হাসান মুনতাসির (১৫), সিরাজুল ইসলাম (১৯) ও আব্দুল লতিফ (২১)। 


    এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন জানান, দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


    উল্লেখ্য, গত রবিবার রাত ৮টার দিকে পূর্বের বাকবিতণ্ডার জেরে সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জিসান প্রামাণিক (১৫) ও ওয়াজ আলী স্কুলের একই শ্রেণীর শিক্ষার্থী সিয়াম রাজাকে (১৫) কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বর্তমানে ওই দুই শিক্ষার্থী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

    এআই 

    ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক

    টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। লাইনচ্যুত বগি উদ্ধার করার ৫ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।  


    সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 


    সোমবার দিবাগত রাত ২টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্থ ব‌গি রেল প্রকল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়। তার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


    বিষয়টি  নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন (বুকিং)মাস্টার  রেজাউল করিম ও টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর।


    টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথমে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্থ ব‌গি ক্রেন দি‌য়ে উপ‌রে তু‌লে লাইনে তোলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকে পড়া ট্রেনগু‌লো ছেড়ে আসছে।


    এদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ ( ওসি) আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন‌টি  বঙ্গবন্ধু সেতুপূর্ব  স্টেশনে  যাত্রা বিরতি শেষে ঢাকায় যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ্যুত হয়।পরে উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


    এআই 
    টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

    টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। 


    সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ওই ছাত্রলীগ নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।


    নাগরপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে।


    এবিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।


    এআই 

    পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

    পিরোজপুরের পাড়েরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। 


    সোমবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 



    নিহতরা হলেন- মাসুম বিল্লাহ (৫০) ও মো. হাসিব (৩০)। এই ঘটনায় আহতরা হলেন- নুরু (৬০) ও আরিফ (৩০)। 


    প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্ট্যান্ডের সড়কে পিরোজপুর থেকে একটি মোটরসাইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যটি ইন্দুরকানী থেকে পিরোজপুরে আসছিল। মল্লিকবাড়ি এলাকায় আসলে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুই মোটরসাইকেলের ৪ জন আরোহীকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুই জনকে মৃত ঘোষণা করেন।


    পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এআই

    পিরোজপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ গরু লুট

    পিরোজপুরে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ১৩টি গরু লুট করেছে ডাকাতদল।  


    রবিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের রিয়াজ হাওলাদারের খামারের ১৩টি গরু লুট হয়।


    ভুক্তভোগী রিয়াজ জানান, ১৪-১৫ জনের একটি ডাকাত দল ভোরে তার বাড়ির গোয়াল ঘরে গরু লুট করতে আসে। এসময় শব্দ পেয়ে তিনি ঘর থেকে বের হলে ডাকাত দল তাকে ও তার পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে গোয়াল ঘরে থাকা বিদেশি জাতের ১৩টি গরু লুট করে ট্রাকে করে নিয়ে যায়।গরুগুলোর মধ্যে সাতটি গরু প্রায় দুই মণ করে দুধ দিত। আর বাকি ছয়টি ষাঁড় গরু ও বকনা বাছুর। গরুগুলোর আনুমানিক দাম প্রায় ২২ লাখ টাকা।


    ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সরদার কামরুজ্জামান চান বলেন, খবর পেয়ে রিয়াজের খামারে গিয়েছিলাম। গরুগুলো বিদেশি জাতের। ওই গরুই ছিল ওই খামারির একমাত্র আয়ের উৎস। 


    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, এব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে খবর শুনে বাগেরহাটের কচুয়া ও সদর থানার উদ্যোগে লুট হওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।

    এআই

    পিরোজপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু দিবসে পিরোজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। 


    রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় শহরের সি অফিস চত্তরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি কানাই লাল বিশ্বাস নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, পৌর মেয়র হাবিবুর রহমান এর নেতৃত্বে পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


    পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনীর উপর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার পুরুস্কার বিতরন করা হয়। 

    এআই 

    কাউখালীতে জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

    পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (১৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতার  উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। 

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির ,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জি, উপ প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান ফকির, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

    পিএম

    নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বরগুনায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

    বরগুনার আমতলীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সবজি, মাংস ও গ্যাস বিক্রি করায় চার ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    শনিবার (১৬ মার্চ) দুপুরে পরে আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন বরগুনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় ভোক্তাদেরকে সচেতন করা হয়।

    বরগুনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, আমতলীতে ২০ টি ব্যবসা প্রতিষ্ঠানে বাজার তদারকির অভিযানকালে  নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সবজি, মাংস ও গ্যাস বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেউ বেশি মূল্যে পণ্য বিক্রি করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

    এমআর

    জামালপুরে মাটি চাপা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

    জামালপুরের মাদারগঞ্জে সুমন মিয়া (৩৪) নামে এক যুবকের মাটি চাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলা সিধুলি ইউনিয়নের তরপা শিমুল তলা মোড়ে জোড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।


    নিহতের স্বজনেরা জানান, সুমন পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। রবিবার রাত ১১টা পর্যন্ত তিনি তাঁর বড় ভাইয়ের সঙ্গে ছিলেন। পরে পান খাওয়ার কথা বলে বাইরে চলে আসেন। এরপর সকালে তরপা শিমুল তলা মোড়ে জোড়া ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 


    নিহত সুমনের বড় ভাই মতিউর রহমান বেলাল বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’


    নিহতের স্ত্রী পারভিন বেগম জানান, তাঁর স্বামীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে মাটিতে পুঁতে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে বিচার চান তিনি।


    এসব বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) সজল কুমার সরকার বলেন, ‘আমার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

    এআই 

    নেত্রকোনায় অবৈধ ৩৪০ বস্তা চিনি জব্দ, আটক ১

    নেত্রকোনার দুর্গাপুরে একটি কাভার্ডভ্যানসহ ভারতীয় অবৈধ ৩৪০ বস্তা চিনিসহ একজনকে আটক করা হয়েছে। 


    রবিবার (১৭ মার্চ) রাতে উপজেলার মধ্য বাজারে এসব মালামাল জব্দ করা হয়। মালামাল জব্দসহ ও জুবায়েদ (১৬) নামের একজনকে আটকের বিষয়টি সোমবার সকালে সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার তদন্ত ওসি মো. মাহফুজ। 


    আটককৃত ব্যক্তি জুবায়েদ হোসেন কাভার্ডভ্যানের হেল্পার। কাভার্ডভ্যান হেল্পার জুবায়েদ নোয়াখালী জেলার কামাল উদ্দিনের ছেলে। 


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে একটি কাভার্ডভ্যান দুর্গাপুর থেকে ভারতীয় অবৈধ চিনি নিয়ে যাচ্ছিল। দুর্গাপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৪০ বস্তা চিনি পায়। পরে পুলিশ সব মালামাল গাড়িসহ জব্দ করে। এ সময় কাভার্ডভ্যানের সাথে থাকা হেল্পার জুবায়েদ কে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।


    দুর্গাপুর থানার তদন্ত ওসি মো. মাহফুজ সাংবাদিকদের জানান, পুলিশ গোপন কাভার্ডভ্যানসহ ৩৪০ বস্তা অবৈধ চিনি জব্দ করে। এসময় ভ্যানের একজন হেল্পারকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এআই 
    জামালপুরে এক বউয়ের দুই স্বামী!

    জামালপুরের বকশীগঞ্জে এক বউ নিয়ে দুই স্বামী টানাটানি শুরু করেছে। দুই জনই দাবি করছে তারা বৈধ স্বামী। 


    রবিবার (১৭ মার্চ) এ নিয়ে ধ্বস্তাধস্তির ঘটনাও ঘটেছে। 


    গ্রাম্য মাতাব্বরদের সামনে সেই আলোচিত মহিলা কথিত ২য় স্বামী দাবিদার শামীম তার নিজ হেফাজতে নিয়ে যায়। তবে গ্রাম্য মাতাব্বরদের সামনে নিজ হেফাজতে নেওয়ার পরই শামীম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। তার বাড়ী জনশূন্য।


    জানা যায়, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল সদর ইউনিয়নের ভাটিচারিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে হৃদয় মিয়া দেড় বছর আগে ঈশ্বরগঞ্জ থানার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ছালমা আক্তার মীম (২৫) কে ইসলামি শরিয়া মোতাবেক অভিভাকদের উপস্থিতিতে বিয়ে করেন। দেড় বছরের সংসার জীবন তাদের শান্তিতেই চলছিলো। ৫ মার্চ ছালমা আক্তার মীম স্বামীর বাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকেই স্বামী হৃদয় মিয়া স্ত্রী ছালমা আক্তার মীমকে খোঁজাখোজিঁ করতে থাকে। 


    ১৫ মার্চ ছালমা আক্তার মীম তার স্বামী হৃদয় মিয়ার মোবাইলে কল দিয়ে জানায় সে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আওয়ালপাড়া গ্রামে সাহা মিয়ার ছেলে শামীম মিয়ার কাছে অবরুদ্ধ আছে। ঘটনার খবর পেয়ে ছালমা আক্তার মীম এর স্বামী হৃদয় মিয়া তার স্ত্রীকে উদ্ধারের জন্য  ১৭ মার্চ বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আওয়ালপাড়া গ্রামে ছুটে যায়। সেই গ্রামের সাহা মিয়ার ছেলে শামীম মিয়ার বাড়ী থেকে ছালমা আক্তার মীমকে উদ্ধার করে বকশীগঞ্জ শহরে নিয়ে আসেন। 


    পরে এই নিয়ে  বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে একটি সালিশ বসে। সালিশে ছালমা আক্তার মীম সে তার স্বামী হৃদয় মিয়ার সাথে চলে যাওয়ার ইচ্ছা পোষন করেন। ওই সময় শামীম মিয়া উপস্থিত লোকজনকে একটি কাবিননামা দেখিয়ে জানায় ছালমা আক্তার মীম তার পূর্বের স্বামী হৃদয় মিয়াকে তালাক দিয়েছেন। তালাকের ৩ দিন পর ছালমা আক্তার মীমকে শামীম মিয়া বিয়ে করেছেন। তাই শামীম মিয়া দাবি করেন  ছালমা আক্তার মীম তার বিবাহিত স্ত্রী। তবে ছালমা আক্তার মীম কর্তৃক দেয় তালাক নামার কোন কাগজ দেখাতে পারেনি ছালমা আক্তার মীমের ২য় স্বামী দাবিদার শামীম মিয়া। 


    বিচার শালিসর এক পর্যায়ে শামীম মিয়া উপস্থিত বিপুল সংখ্যক লোকজনের সামনেই প্রকাশ্যে ছালমা আক্তার মীম ও তার স্বামী হৃদয় মিয়াকে মারপিটের হুমকি দেয়। পরে উপস্থিত মাতাব্বরগনের সামনেই সালিশ থেকে ছালমা আক্তার মীমকে নিজ বাড়ী আওয়ালপাড়া গ্রামে নিয়ে যায় শামীম মিয়া। 


    ঘটনার খবর পেয়ে গণমাধ্যমের লোকজন শামীম মিয়ার বাড়ীতে গেলে গ্রামের উপস্থিত লোকজন জানায় শামীম মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। বাড়ী ঘর জনশূন্য। ছালমা আক্তার মীম কোথায় কী অবস্থায় আছে কেউ জানেনা। 


    এব্যাপারে ছালাম আক্তার মীমের স্বামী হৃদয় মিয়া জানান, নান্দাইল থেকে বকশীগঞ্জ উপজেলার আওয়ালপাড়া গ্রামে যাওয়ার পর আমি স্ত্রীর সন্ধ্যান পাই এবং উদ্ধার করে বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা অফিসের সামনে আসার পর কিছু লোকজন আমাদের গতিরোধ করে। পরে সালিশ বসিয়ে সালিশে উপস্থিত লোকজন আমার স্ত্রী ছালমা আক্তার মীমকে শামীম মিয়ার হাতে তুলে দেন। পরে প্রকাশ্যে শামীম মিয়া উপস্থিত বিপুল সংখ্যক লোকের সামনেই আমার স্ত্রী ছালমা আক্তার মীমকে নিয়ে নিজ বাড়ীতে চলে যায়। এখন আমার স্ত্রী ছালমা আক্তার মীম কোথায় কী অবস্থায় আছে তা আমি জানিনা। তারা যে কোন সময় আমার স্ত্রী মীমকে মেরে ফেলতে পারে। আমি আমার স্ত্রীকে উদ্ধারের জন্য আইনের আশ্রয় নিবো। 


    এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি আমি ভালো কিছু জানিনা। কেউ আমার কাছে বিচার নিয়ে আসলে আমি ন্যায় বিচার করতে বাধ্য। যদি আইনে আমাকে কভার না করে তাহলে থানা পুলিশের মাধ্যমে আইনগত সহায়তা নিয়ে সমাধানের চেষ্টা করবো।

    এআই 

    নেত্রকোনায় দুর্গাপুরে ভারতীয় ১০৬ ক্যারেট আনারসহ আটক ১

    নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ১০৬ ক্যারেট আনার ফলসহ চোরাকারবারির এক সদ্যসকে আটক করেছে পুলিশ। 


    রবিবার (১৭ মার্চ) রাত দশটার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজারের পান মহল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চোরাই পণ্য আনারসহ একজনকে আটক করা হয়। তবে আটকৃত চোরাকারবারির নাম পরিচয় জানায়নি দুর্গাপুর থানার ওসি।

     

    গোয়েন্দা এক সূত্রে জানা গেছে, চোরাই এই পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেছেন। 


    তবে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পান মহল সংলগ্ন একটি গলির ফল আড়তের সামনে সারি সারি ক্যারেট পড়ে থাকায় সন্দেহ হলে এর উপরের প্লাস্টিক কাগজ সরালে ক্যাডেট ভর্তি আনার ফল পায় ভ্রাম্যমাণ আদালত। 


    এক পর্যায়ে আটককৃত প্রশাসনের কাছে ভারত থেকে চোরাই পথে এই ফল আনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

    এআই 

    ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানগাড়ীর উপর উল্টে পরে ভ্যানগাড়ীর চালক আলাল উদ্দিন(৫০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

    নিহত আলাল উদ্দিন ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের ফকির বাড়ির শমশের আলীর ছেলে।

    আহতরা হলেন, একই গ্রামের আবুল কাশেমের ছেলে রেজাউল করিম, একই ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামের ফজিলা খাতুন ও ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আকবর আলী।

    এ তথ্য গুলো নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার লিজা বলেন, আহত দু'জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ত্রিশাল ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ইভা ফিলিং স্টেশনের সামনে দূর্ঘটনাটি ঘটে। এতে বালুবাহী ট্রাক উল্টে মহাসড়কের উপর পড়ায় মহাসড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ত্রিশাল থানা পুলিশের চেষ্টায় প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

    ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, নিহত আলাল উদ্দিনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে।

    এফএস

    ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২

    ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মো. মনজুর রহমান ৫০) ও মোছা. মাহবুবা (৩৯) নামে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পৌর শহরের আমতলী মোড় বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে। 


    বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।  


    নিহত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মনজুর রহমান ও পঞ্চগড় জেলার নতুনবস্তি এলাকার মো. ময়নুল হকের মেয়ে মোছা. মাহবুবা।  

     

    প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, দুপুরে একই মোটরসাইকেলে করে মো. মনজুর রহমান ও তার সহকর্মী মোছা. মাহবুবা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে ঢাকা মেট্রো-ট-১৬-১৮৬২ ট্রাকটি তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনে গুরুত্ব আহত হন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়। 


    তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ভিকটিমের মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি, এখনো বদলি হননি সেই এসিল্যান্ড

    সাংবাদিকদের অফিসে আটকিয়ে রেখে জেলে পাঠানোর হুমকি ও হেনস্থাকারী লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-নোমান সরকারের বদলির আদেশ কাযর্কর করা হয়নি এখনো। 


    গত ১৪ মার্চ বৃহস্পতিবার রাতে তার বদলির আদেশ দেন রংপুর বিভাগীয় কমিশনার। তাকে লালমনিরহাট সদর উপজেলা থেকে বদলি করা হয় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায়। কিন্তু তিনি মঙ্গলবার পযর্ন্ত লালমনিরহাট সদর উপজেলায় কর্মরত ছিলেন। আদেশের পরও এসিল্যান্ডের বদলি দ্রত কার্য্যকর না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন লালমনিরহাটে কর্মরত সাংবাদিকরা। 


    সোমবার দুপুরে লালমনিরহাট প্রেসক্লাবে জরুরী সভার আয়োজন করে সাংবাদিকরা তাদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি লিখিতভাবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অবহিত করেছেন।


    সাংবাদিকরা জানান, এসিল্যান্ডের বদলির আদেশকে কেন্দ্র করে কিছু তরুণ এসিল্যান্ডের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক সম্পর্কে কুরুচি মন্তব্য করছেন। খোঁজ নিয়ে জানা গেছে এসব তরুণ বিএনপি, জামায়াত ও আহলে হাদীস সমর্থিত পরিবারের সদস্য। এসিল্যান্ডের বদলির আদেশে বলা হয়েছে  ‘অবিলম্বে এই আদেশ কাযর্কর করা হবে’ কিন্তু এখনো তা কাযর্কর করা হয়নি। তার বদলি বাতিলের জন্য একটি সুবিধাবাদী পক্ষ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।  


    সাংবাদিকরা জানান, ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে অফিসে জমির খারিজ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য যাওয়া ৫ সাংবাদিকদের আটকিয়ে হেনস্থা করেন এসিল্যান্ড আব্দুল্লা-আল-নোমান সরকার। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাংবাদিকেদর জেলে পাঠানোর প্রস্তুতিও নিয়েছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন ঘটনাস্থলে উপস্থিত অফিসের তালা খুলে সাংবাদিকদের মুক্ত করেন।  অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতে এসিল্যান্ড সাংবাদিক সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলে সেখানকার পরিস্থিতি উত্তেজিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ঘটনার কিছুক্ষন পরই এসিল্যান্ড বিক্ষুদ্ধ হয়ে তার অফিস চত্বরে অবস্থানকারী চ্যানল আইয়ের ক্যামেরা পার্সনের মোটরসাইকেলের কাগজপত্র থাকা সত্বেও তা আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেন। 


    মাই টিভি ও ডেইলি অবজারভার পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজ সাজু জানান, এসিল্যান্ড আমাদেরকে অবর্ণনীয়ভাবে হেনস্থা করেছেন। এডিসি এডিসি রেভিনিউ অফিসের তালা খুলে আমাদের মুক্ত না করলে সেদিন এসিল্যান্ড আমাদেরকে জেলে পাঠিয়ে দিতেন। এসিল্যান্ড সাংবাদিকদের প্রতি ক্ষুদ্ধ-বিক্ষুদ্ধ। তার বদলি দ্রুত কাযর্কর না হওয়ায় আমরা উদ্বিগ্ন। তিনি তার বদলি ঠেকাতে নানাভাবে অপচেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।


    লালমনিরহাট প্রেসক্লাবের আহবায়ক আনোয়ার হোসেন বলেন, আমরা প্রেসক্লাবে জরুরী সভা করেছি। সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি লিখিতভাবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। এসিল্যান্ডের বদলি দ্রুত কাযর্কর ও তার বিরুদ্ধে বিঅগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছি।


    লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, এসিল্যান্ডের বদলির আদেশ দ্রুত কাযর্কর করা হবে। লালমনিরহাট সদর উপজেলায় যোগদান করতে বলা হয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার এসিল্যান্ডকে। লালমনিরহাটে তার যোগদানে কিছুটা বিলম্ব হওয়ায় লালমনিরহাট সদর উপজেলার এসিল্যান্ডের বদলির আদেশ কাযর্কর করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ আদেশ অবশ্যই কাযর্কর হবে।

    পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু

    দীর্ঘ ৭ বছর পর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট এনেস্থথেসিয়া পদায়ন হওয়ায় অপারেশন থিয়েটার এর কার্যক্রম শুরু করা হয়েছে। 


    মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে রোগী জিম্মি আক্তার (২০) এর সিজারিয়ান সেকশনের মাধ্যমে একজন পুত্র সন্তান জন্মদান করেন।


    পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর এ সফল সিজারিয়ান অপারেশনের নেতৃত্ব দেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সাবরিনা পারভীন, জুনিয়র কনসালটেন্ট এনেস্থেসিয়া ডাক্তার আতিকুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার উলফাত আরা ইমু, ওটি ইনচার্জ সিস্টার ফাতেমা বানু। সিজারিয়ান পর বর্তমানে মা ও তার পুত্র সন্তান উভয়ে সুস্থ আছেন। 


    এদিকে সফল এ সিজারিয়ান অপারেশন সফল করার রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার এ বি এম আবু হানিফ ও গাইবান্ধা সিভিল সার্জন গাইবান্ধা ডাক্তার আব্দুল্লাহেল মাফি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন টিমকে অভিনন্দন জানান এবং মা ও নবজাতকের সুস্থতা কামনা করেন।


    এ অপারেশন সুস্থ ভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আনিসুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সের সকল  কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

    এআই 

    গাইবান্ধায় হত্যার বিচার দাবিতে থানা ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

    গাইবান্ধায় ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে নুরুন্নবী মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে থানা ঘেরাও করেছে স্বজন-এলাকাবাসী।


    মঙ্গলবার (১৯ মার্চ) সকালে মরদেহ কাঁধে নিয়ে থানা ঘেরাও করেন তারা। এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা । 


    এরআগে সোমবার (১৮ মার্চ) সকালে নিজ এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হন নুরুন্নবী। মঙ্গলবার ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধিন নুরুন্নবীর মৃত্যু হয়। 


    পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত কাবিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়ার সঙ্গে নিহত নুরুন্নবী মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। 


    এতে নুরন্নবী মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহত নুরুন্নবী মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে নুরুন্নবী মিয়ার মৃত্যু হয়। 


    পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিহতের স্বজনরা হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে সকালে ফুলছড়ি থানায় গেলে পুলিশের সাথে তাদের কথা কাটকাটি হয়। 


    একপর্যায়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। পরে লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। 


    এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নুরুন্নবী হত্যায় অভিযুক্ত আব্দুল গোফফার ও জহুরুল মিয়া নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এআই 
    বিরামপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

    দিনাজপুরের বিরামপুর খানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।


    মঙ্গলবার (১৯ র্মাচ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান। উদ্বোধন অনুষ্ঠানে টিসিবির ডিলার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।


    জানা যায়, এ ইউনিয়নে ২ হাজার ৫শ' ৫০ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫২৫ টাকা দরে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা ও ২ লিটার তেল দেওয়া হচ্ছে। খোলা বাজারের মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে খুশি ইউনিয়নের নিম্ন আয়ের মানুষেরা।

    এআই 
    চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

    পাবনার চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ হুসাইন (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। 


    মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের জাবেদ মোল্লার ছেলে ও বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।


    জানা গেছে, সকালে প্রাইভেট পড়ে সাইকেল যোগে বাড়ি ফিরছিল হুসাইন। বাড়ির অদূরে পৌঁছামাত্র পেছন থেকে খোয়া বোঝাই একটি ট্রাক হুসাইনের সাইকেলে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায় সে। পরে দ্রুত গতিতে ট্রাকটি পালানোর সময় হুসাইনের মাথা পেছনের চাকার নিয়ে পিষ্ট হয়ে থেতলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় হুসাইন। এদিকে ঘটনার পর ট্রাক রেখেই পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটিকে জিম্মায় নেয় পুলিশ।


    চাটমোহর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ট্রাকটি পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এআই 
    পাবনায় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও

    পাবনা বেড়া উপজেলার আমিনপুরে রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি মরদেহের কঙ্কাল উধাও হয়েছে।


    সোমবার দিবাগত রাতে উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।


    মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারেে দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।


    চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।


    আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতদিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।


    বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন,‌ কবর থেকে কঙ্কাল গুলো উধাও হয়েছে। একরাতে নয়, বিভিন্ন সময়ে কঙ্কাল গুলো উধাও হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  


    ওসি আরও জানান, আজকে সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবরগুলো খোড়া দেখতে পান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

    এআই 

    ছেলের দেওয়া লিভারে প্রাণ ফিরে পেলেন বাবা

    নাটোরের গুরুদাসপুরে ছেলের দেওয়া লিভারে প্রাণ ফিরে পেলেন লিভার সিরোসিস রোগে আক্রান্ত বাবা মো. বেলাল হোসেন। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের এবং শ্রীপুর-চরপিপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি প্রায় আড়াই বছর ধরে লিভারের ওই জটিল রোগে ভুগছিলেন। এ রোগ থেকে পরিত্রাণ পেতে লিভার প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছিলেন ভারতের চেন্নাইয়ের চিকিৎসকরা।

    লিভার প্রতিস্থাপনের জন্য দাতা খুঁজে পাওয়া কঠিন ও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাড়ায়। বেলাল হোসেনের এই দুঃসময়ে ঢাল হয়ে দাড়ায় তার ছেলে জাকির হাসান। নিজের জীবনের ঝুকি নিয়ে বাবাকে প্রাণে বাঁচানোর সিদ্ধান্ত নেন তিনি। জাকির রুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ওয়ালটনে উচ্চ বেতনে চাকরি করেন। সামনে তার আরো উজ্জ্বল ভবিষ্যত। কিন্তিু সব আশা আকাংখা পিছনে ফেলে বাবার জীবন রক্ষায় নিজের জীবনের দুস্প্রাপ্য অঙ্গ লিভারের উল্যেখযোগ্য অংশ বাবাকে দেন।

    জানাযায়- মানুষের লিভার সাধারনত ১০-১২ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে ৩-৪ সেন্টিমিটার পর্যন্ত লিভার রোগীর শরীরে প্রতিস্থাপন করলে কারো কোনো ক্ষতি হয় না বরং উভয়ের লিভার স্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি পায়।

    সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে বাবা ও ছেলের সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। তারা এখন ঝুঁকিমুক্ত। পরিবারের জন্য বাবারা সমসময়ই সুপার হিরো। কিন্তু সন্তানরাও পরিবার ও সমাজের কাছে কখনো কখনো হিরো হয়ে ওঠে। তার উৎকৃষ্ট উদাহরণ জাকির হাসান। এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বলেন- হাসান প্রমাণ করলেন সদিচ্ছা ও ভালোবাসা থাকলে জন্মদাতা পিতার জন্য ছেলেরা অনেক কিছু করতে পারা যায়। সমাজে পিতার জন্য জাকির হাসানের এই অবদান সত্যিই বিরল।

    এফএস

    প্রবাসী নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে টাকা দাবি, প্রতারক আটক

    এক প্রবাসী নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। রোববার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে নাটোরের বড়াইগ্রাম থেকে তাকে আটক করা হয়।


    আটক নবীন তালুকদার (৩৭) নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাধাইমুড়ি গ্রামের আবুল বাশার তালুকদারের ছেলে।


    সোমবার (১৮ মার্চ) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।


    প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, পাবনার বাসিন্দা এক প্রবাসী নারীর সাথে প্রতারক নবীন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সু কৌশলে ও ভালবাসার প্রলোভন দেখিয়ে তার সাথে অডিও/ভিডিও কলে কথা বলেন। এক পর্যায়ে তার কাছ থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করে এবং বিভিন্ন সময়ে মোবাইলে কথা বলার ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখেন। 


    কিছুদিন পর এ সকল ছবি ও ভিডিও পুঁজি করে ওই প্রবাসী নারীর কাছে টাকা দাবী করেন নবীন তালুকদার। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে উক্ত প্রতারক ভিকটিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করবে বলে ভয় এবং হুমকি দেন। 


    কোনো কুল কিনারা না পেয়ে প্রবাসী নারী  বাধ্য হয়ে নবীন তালুকদারকে বিভিন্ন সময়ে ১ লাখ ৪৮ হাজার টাকা প্রদান করেন। পরে ওই ভুক্তভোগী নারী পাবনা র‍্যাবের কাছে অভিযোগ দেন। তার দেয়া অভিযোগের প্রেক্ষিতে প্রতারক নবীনকে তার বাড়ি এলাকা থেকে আটক করা হয়।


    এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটক নবীনকে বড়াইগ্রাম থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব কমান্ডার।

    বগুড়ায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

    বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবির (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার বানাইল গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।


    নিহত আবির রাঙ্গামাটিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা  শাহেন শাহ্’র ছেলে ও স্বপ্নসোপান কে.জি স্কুলের ২য় শ্রেণির ছাত্র বলে জানা যায়।


    সরেজমিনে গিয়ে জানা যায়, শিবগঞ্জ থানা সংলগ্ন রাঙ্গামাটিয়া সড়কে একটি ট্রাক যাহার নং বগুড়া ড-১১-১১০০ পেছনের দিকে আসার সময় এবং ওই শিশুটি বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় চালকের অসতর্কতার কারণে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়।  


    এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    বিস্ফোরক মামলায় হবিগঞ্জের যুবদল-ছাত্রদলের ৪ নেতা কারাগারে

    হবিগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা যুবদল ও ছাত্রদলের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


    সোমবার (১৯ মার্চ) তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন উর রশীদের আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।


    কারাগারে পাঠানো ব্যক্তিরা নেতারা হলেন- জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আহদ তুষার, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান শাওন ও চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মারুফ আহমেদ।


    আসামিপক্ষের আইনজীবী আফজল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আসামিরা সবাই উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তারা নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন।’


    তিনি বলেন, ‘গত ১৬ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল ও ছাত্রদল। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করেন।’

    এআই 

    নবীগঞ্জে কলেজছাত্র তাহসিন হত্যাকাণ্ডে প্রধান আসামি গ্রেফতার

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সরকারি কলেজের ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন (১৮) হত্যা মামলার অন্যতম আসামি শাফি আহমদকে (২৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


    সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় নবীগঞ্জ থানার এসআই রাজিব রহমান ও এসআই পিযুষের নেতৃত্বে একদল পুলিশ রাজধানী ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে অন্যতম আসামি শাফি আহমদকে গ্রেপ্তার করে। 


    গ্রেপ্তারকৃত শাফি আহমদ নবীগঞ্জ উপজেলার এপি সাং রাজনগর প্রকাশিত অভয়নগর পৌরসভা সাং রতনপুর কদরত আলী ছেলে।


    জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার খাতা দেখানো নিয়ে মান্নার সাথে তাহসিনের কথা কাটাকাটি হয়। পরে পরীক্ষার হল থেকে বের হয়ে মান্না ও তার সাথীরা তাহসিনের মুখের উপর থু থু ফেলে। এনিয়ে তাদের মাঝে বিরোধের সূত্রপাত হয়। এদিন বিকালে রাজা কমপ্লেক্সের পিছনে তাহসিন ও মাহি চা খেতে গেলে আসামিরা তাদেরকে গালিগালাজ করে এবং মারতে উদ্যত হয়। এসময় স্থানীয় লোকজন তাদেরকে সরিয়ে দেন। 


    পরে রাত ৯টার দিকে তাহসিন ও মাহিন নবীগঞ্জ পৌরসভায় আয়োজিত বইমেলা থেকে ফেরার পথে ওসমানী রোডের চৌদ্দহাজারি মার্কেটের সামনে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাহসিন ও মাহিকে আঘাত করে। এসময় তাহসিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তাহসিন মারা যায়।


    পরদিন ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় মাঠে নিহত কলেজছাত্র তাহসিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামে তাহসিনের দাফন করা হয়। হত্যাকাণ্ডের ৪ দিন পর ৩ মার্চ বিকালে ১১ জনের নাম উল্লেখ করে ও ৪/৫ জন আসামি অজ্ঞাত রেখে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা মাহফুজা সুলতানা।


    মামলাটির তদন্তভার দেওয়া হয় থানার এসআই রাজিব রহমানকে। সোমবার ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি শাফি গ্রেপ্তার করা হয়।


    নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নবীগঞ্জের আলোচিত কলেজছাত্র তাহসিন হত্যা মামলার প্রধান আসামি মান্নাকে গ্রেপ্তার দুইদিন পরে, অন্যতম আসামি শাফি আহমদ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপর আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব।

    এআই 

    হবিগঞ্জে বাড়িঘর ভাঙচুরের মামলায় ইউপি সদস্যের কারাদণ্ড

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) জ্যোতি বিকাশ দাস ছোটনকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন আদালত।


    সোমবার (১৮ মার্চ) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত-১ এর বিচারক রিয়াজ উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত জ্যোতি বিকাশ দাস ছোটন চাঁনপুর গ্রামের মৃত যুবরাজ দাসের ছেলে। 


    জানা যায়, ইউপি সদস্য জ্যোতি বিকাশ তার দলবল নিয়ে একই গ্রামের মৃত আব্দুল মোচ্ছাব্বির চৌধুরীর ছেলে আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজের বাড়িতে ২০২৩ সালের ৫ জানুয়ারি হামলা করেন। এ সময় তারা বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করেন। পরবর্তীতে এ ঘটনায় আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জ্যোতি বিকাশ আদালতে উপস্থিত ছিলেন। 


    এছাড়াও তপন দাস, সাবাজুল ইসলাম ও জিয়াউল হক অপু নামে ৩ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত। 


    বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ মজিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে নির্যাতিতরা ন্যায় বিচার পেয়েছে।

    এআই 
    মাধবপুরে নদীতে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের চারদিন পর নদী থেকে এক কোরআন এর হাফেজের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার সোনাই নদীতে তার লাশ পাওয়া যায়।

    হাফেজ বুলবুল আহমেদ হৃদয় (২০) উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছি। প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।’

    এলাকাবাসী জানায়, বুলবুল আহমেদ গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে সোনাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। এ নিয়ে ওইদিন রাতেই মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রী করে পরিবার। আজ সোমবার সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

    এমআর

    সিলেটে পিকআপ-লেগুনার সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৬

    সিলেট-তামাবিল সড়কে পিকআপ ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলায় সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর সামনে তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান।


    নিহতরা হলেন- জৈন্তাপুরের চিকনাগুল এলাকার যাত্রগোল (ঠাকুরের মাটি) গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলি পাত্র (৫৫), একই গ্রামের নন্ত পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫), কুষ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র (৩৫) ও তার ৬ মাস বয়েসি মেয়েসন্তান বিজলী, সুভেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮) ও মৃত নিপেন্ত্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫)। 


    আহতরা হলেন- সুভেন্দ্র পাত্রের স্ত্রী প্রণতি পাত্র (৩৫), কুষ পাত্র (৪০) ও তার ২ ছেলে এবং লেগুনা চালক। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে জৈন্তাপুরে তামাবিল সড়কে পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর সামনে সিলেটগামী গরুবোঝাই পিকআপের (সিলেট-মেট্রো-ন ১১-২২৬৪) সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার (সিলেট-ছ ১১-১২৫২) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মঙ্গলি পাত্র, সুচিতা পাত্র, শিশু ঋতু পাত্র ও বিজলী মারা যান।


    খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে। ওসমানীতে নেওয়ার পর সাবিত্রি পাত্র ও শ্যামলা পাত্র মারা গেছেন।


    জানা গেছে, মঙ্গলি পাত্ররা লেগুনা করে একটি বৌ-ভাতের অনুষ্ঠানে যোগ দিতে সিলেট-তামাবিল সড়ক দিয়ে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন।


    এদিকে, দুর্ঘটনায় আহত ৫ জন ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।


    ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম)। তিনি বলেন, দুর্ঘটনার পর সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এসময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।

    অনলাইন ভোট

    আন্তর্জাতিক

    সব দেখুন
    পবিত্র কাবা শরিফের মোনাজাতে শিশুর অঝোরে কান্না
    সৌদি আরবের পবিত্র কাবা শরীফে দুই হাত তুলে মোনাজাত করার সময় অঝোরে কান্না করেছে এক শিশু। আর সেই কান্নার চিত্রটি মুহুর্তেই হয়েছে ব্যাপক ভাইরাল। কাবার প্রধান ইমাম শাইখ ডক্টর আব্দুল রহমান আল সুদাইস ওই সময় মোনাজাত করছিলেন।শিশুটির কান্নার  মুহূর্তটি ধরা পড়েছে সৌদির সংবাদমাধ্যম আল এখবারিয়া টিভির ক্যামেরায়। এতে দেখা যাচ্ছে, সে দাঁড়িয়ে মোনাজাত করছে আর তার চোখ থেকে পানি পড়ছে। শিশুটি তার পাশের ব্যক্তির দিকে একবার তাকিয়ে আরও বেশি মোনাজাতে কান্না করতে থাকে।মোনাজাতে ওই সময় শাইখ সুদাইস বলছিলেন, ইয়া কারিম, ও আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করুন। বাধ্যদের ডাকে সাড়া দিন। তার এমন মোনাজাত শুনে ওই সময় মানুষ আরও আপ্লুত হয়ে পড়ে তখন।উল্লেখ্য, মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। শিশুটিকে এমন আবেগী হতে দেখে নেটিজেনদের অনেকেও আবেগী হয়ে পড়েন। অনেকে জানিয়েছেন শিশুটির কান্নার বিষয়টি তাদের হৃদয়ে  নাড়া দিয়েছে ।
    বায়ু দূষণে শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় পাকিস্তান
    বায়ুদূষণ বিশ্বজুড়ে এক মহামারি আকার ধারণ করেছে। দক্ষিণ এশিয়ার তিন দেশ-বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এই দূষণ আরও বেশি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, ২০২৩ সালে বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান ছিল তলানিতে। অর্থাৎ, বিশ্বে গত বছর সবচেয়ে বেশি বায়ুদূষণ হয়েছে বাংলাদেশে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার (১৯ মার্চ) প্রকাশিত তথ্যে দেখা গেছে, এই তিন দেশের বাতাসে যে পরিমাণ দূষিত কণা রয়েছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে পাকিস্তান দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। আফ্রিকার দেশ চাদ আর ইরানকে হারিয়ে যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে চলে এসেছে বাংলাদেশ ও ভারত। ২০২৩ সালে বাংলাদেশের বাতাসে ফাইন পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২.৫ এর পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম। পাকিস্তানের বাতাসে এর পরিমাণ ছিল ৭৩ দশমিক ৭ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাতাসে এটি থাকা উচিত ৫ মাইক্রোগ্রাম। বাতাসে এই পিএম ২.৫ বেশি হলে ফুসফুসের ব্যাপক ক্ষতি হয়।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি সায়েন্স ম্যানেজার ক্রিস্টি চেস্টার শ্রোয়েডার এই তিন দেশের ভয়াবহ বায়ুদূষণের কারণ সম্পর্কে বলেছেন, জলবায়ু পরিস্থিতি ও ভৌগোলিক অবস্থানের কারণে এই তিন দেশে পিএম-২.৫ এর ঘনত্ব আকাশ ছুঁয়েছে। আরেকটি বড় কারণ হলো দূষিত পদার্থের আর কোথাও যাওয়ার জায়গা নেই। শ্রোয়েডার আরও বলেন, বায়ুদূষণের অন্যান্য কারণ হলো- দেশগুলোর কৃষি ব্যবস্থা, শিল্পায়ন ও জনসংখ্যার ঘনত্ব।২০২২ সালে বিশ্বে বায়ুদূষণের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ছিল শেষ থেকে পঞ্চম আর ভারতের অবস্থান ছিল অষ্টম। ভারতের বায়ুদূষণও গত বছরের তুলনায় বেড়েছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ১১ গুণ বেশি। রাজধানী দিল্লি সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে অন্যতম। এখানে দূষণের হার ৯২.৭ মাইক্রোগ্রাম।১৩৪ টি দেশ ও অঞ্চলের ৩০ হাজারের বেশি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে আইকিউএয়ার। ২০২৩ সালে ডব্লিউএইচও’র মানদণ্ড পূরণ করেছে অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রেনাডা, আইসল্যান্ড, মরিশাস এবং নিউজিল্যান্ড।২০২২ সালে বায়ুদূষণের শীর্ষ দেশ চাদকে এবার তথ্যের অপ্রাপ্যতার কারণে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর ইরান নিজেদের এই তালিকা থেকে প্রত্যাহার করে নিয়েছে।
    টানা ৪র্থবার বর্ষসেরা ইস্তাম্বুল বিমানবন্দর
     তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরকে ‘বর্ষসেরা বিমানবন্দর’ হিসেবে অভিহিত করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরটিকে ‘এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড-২০২৪’ দেয়া হয়েছে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড পেলো বিমানবন্দরটি।সোমবার (১৮ মার্চ) বিমানবন্দর অপারেটর আইজিএ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।আইজিএ জানায়, প্রায় ৪ হাজার ভোটের মাধ্যমে ১৪টি বিভাগে পুরস্কার দেয়া হয়। ইস্তাম্বুল বিমানবন্দরটি ২০২৪ সালের আগে ২০২১, ২০২২ ও ২০২৩ সালেও বর্ষসেরা বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়েছে।ইস্তাম্বুল বিমানবন্দরের ভারপ্রাপ্ত সিইও সেলাহাতিন বিলগেন রবিবার (১৭ মার্চ) গ্রিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, আইজিএ পুরস্কার পেয়ে তারা গর্বিত। বিশ্বের সব আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে এটি আলাদা এবং এই খেতাবটি আরও একবার অর্জন করা সব বিমানবন্দর কর্মীর নিষ্ঠার পরিচয় দেয়। এয়ার ট্রান্সপোর্ট নিউজের জেনারেল ডিরেক্টর এবং সিইও কোস্টাস ইয়েস্ট্রু বলেন, মহামারি থেকে শুরু করে বিমান খাতে মুখোমুখি হওয়া সব চ্যালেঞ্জ সত্ত্বেও ইস্তাম্বুল বিমানবন্দর একটি স্থিতিস্থাপক হিসাবে প্রমাণিত হয়েছে।তিনি আরো বলেন, এই পুরস্কারটি বিমানবন্দরের কর্মীদের নিবেদিত কাজ এবং তাদের কাজের মাধ্যমে অতিথিদের জন্য আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিদান।
    মস্কোর রেড স্কয়ারে ভাষণে যা বললেন পুতিন
     রাশিয়ার নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর মস্কোর রেড স্কয়ারে হাজার হাজার মানুষের সমাবেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপ দখলের দশম বর্ষপূর্তিতে রেড স্কয়ারে জড়ো হয়েছে মানুষ।পুতিন বলেছেন, এই উপদ্বীপ আপন দেশের সৈকতে ফিরে এসেছে। পুতিন রুশ বাহিনীর দখল করা ডনবাস এবং ইউক্রেইনের অন্যান্য অংশকেও নতুন রাশিয়ার অংশ বলে বর্ণনা করেছেন।উপস্থিত লোকজন এ সময় রাশিয়া, রাশিয়া ধ্বনিতে স্লোগান দেয়। পুতিনের সংক্ষিপ্ত এক ভাষণের পর জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর পুতিন উপস্থিত জনতাকে নির্বাচনে তার জয় এনে দেয়ার জন্য ধন্যবাদ জানান।এরপরই শুরু হয় কনসার্ট। এই কনসার্ট শেষ হয় দেশাত্মবোধক গান এবং কবিতার মধ্য দিয়ে। পুতিন ভাষণে বলেন, ‘ক্রাইমিয়া হচ্ছে, সর্বোপরি এর জনতা। সেভাস্তোপোল এবং ক্রাইমিয়ার জনগণ আমাদের গর্ব।’ক্রাইমিয়া ১০ বছর আগে রাশিয়া দখল করে নিলেও উপদ্বীপটি আন্তর্জাতিকভাবে ইউক্রেইনের অংশ হিসাবে স্বীকৃত।পুতিন তার ভাষণে রাশিয়ার রেস্তোভ-অন-ডন থেকে ক্রাইমিয়ায় নতুন রেলওয়ে চালুর ঘোষণা দেন।রেড স্কয়ারের সমাবেশে তিনি জানান, রোস্তভ থেকে অধিকৃত দোনেৎস্ক, মারিউপোল এবং বারদিয়ানস্ক পর্যন্ত রেলওয়ে লাইন দক্ষিণ এবং পূর্ব ইউক্রেইনে নতুন করে চালু করা হয়েছে। এখন সেটি ক্রাইমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোল পর্যন্ত বাড়ানো হবে।রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ক্রাইমিয়া পর্যন্ত একটি সেতু চালু হয় ২০১৮ সালে। কিন্তু ইউক্রেইন যুদ্ধ শুরুর পর থেকে সেতুটি বারবার হামলার শিকার হয়েছে। এই রেলওয়ে হবে সেই সেতুরই বিকল্প পথ।রেড স্কয়ারে জনতার উদ্দেশে পুতিন বলেন, ‘আমরা এভাবেই একসঙ্গে হাতে হাত ধরে এগিয়ে যাব। এটি কথায় নয় কাজে করে দেখানো হবে। এতে আমরা সত্যিই মজবুত হব।’
    ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০
     আজ (মঙ্গলবার) ভোরে অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বর্বর এই হামলায় ২০ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। গাজার রাফাহসহ উপত্যকার বেশ কয়েকটি এলাকায় এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটে।রাফাহ এবং গাজার কেন্দ্রীয় অংশে ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার ভোরে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। খবর বিবিসির।প্রতিবেদনটিতে বলা হয়, হামলায় মিসরীয় সীমান্তের কাছে দক্ষিণ গাজার রাফাহ শহরে বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। হামলায় ১৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলার কারণে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি বর্তমানে এই শহরটিতে আশ্রয় নিয়েছেন।এছাড়া মধ্য গাজা উপত্যকার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় আরো ৬জন মারা গেছেন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।আর গাজা শহর থেকে প্রায় ১৪ কিমি (৮.৬ মাইল) দক্ষিণে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বজ্রপাতের সাথে বিস্ফোরণের মিশ্র শব্দ এবং বৃষ্টি তাঁবুর তৈরি ক্যাম্পে অবস্থানরত বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশাকে আরো বাড়িয়ে দিয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার মানুষ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।মূলত ইসরায়েলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে।ইসরায়েল গাজার ওপর ব্যাপকভাবে অবরোধ আরোপ করে রেখেছে। এর ফলে এই ভূখণ্ডের জনগোষ্ঠী বিশেষ করে উত্তরাঞ্চলের বাসিন্দারা অনাহারের দ্বারপ্রান্তে রয়েছেন।
    রেকর্ড ভোট পেয়ে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে  ‍রেকর্ড ভোটে জয় পেয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পড়েছে তার পক্ষে। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে। এরই মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো। সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করেছেন। যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসাবে এই ফলাফলটি তুলে ধরেন।সোমবার ভোরে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে পুতিন এক ভাষণে বলেন, ‘কে বা কতটা তারা আমাদের ভয় দেখাতে চায়, কে বা কতটা তারা আমাদের দমন করতে চায়, আমাদের সংকল্প, আমাদের চেতনা - ইতিহাসে কেউই এমন কিছুতে সফল হতে পারেনি।’ তার ভাষায়, ‘এটি (পশ্চিমাদের এই কৌশল) এখনও কাজ করছে না এবং ভবিষ্যতেও কাজ করবে না। কখনোই না।’আল জাজিরা বলছে, রোববার ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরই প্রাথমিক ফলাফলে ইঙ্গিত পাওয়া যায়। পুতিন তার চলমান শাসন আরও ছয় বছরের জন্য বাড়িয়ে নেবেন।রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতে, প্রায় ৬০ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে পুতিন প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়েছেন। আর এই ফলাফলের অর্থ হলো ৭১ বছর বয়সী পুতিন ক্ষমতায় থাকার মেয়াদের দিক থেকে জোসেফ স্টালিনকে ছাড়িয়ে যাবেন এবং গত ২০০ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদী নেতা হয়ে উঠবেন।অন্যদিকে প্রাথমিক ফলাফলে যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিটোনভ মাত্র ৪ শতাংশের নিচে ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে, নবাগত ভ্লাদিস্লাভ দাভানকভ তৃতীয় এবং অতি-জাতীয়তাবাদী লিওনিড স্লুটস্কি চতুর্থ অবস্থানে রয়েছেন।টানা তিনদিনের ভোটগ্রহণ শেষে রোববার ভোট বন্ধ হওয়ার সময় রাশিয়াজুড়ে ভোটদানের হার ৭৪ দশমিক ২২ শতাংশ ছিল বলে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন। এবারের নির্বাচনে ২০১৮ সালের চেয়ে বেশি ভোট পড়েছে। ২০১৮ সালের নির্বাচনে ভোটদানের হার ছিল ৬৭.৫ শতাংশ।আল জাজিরা বলছে, নির্বাচনে পুতিনের জয় নিয়ে কখনোই কোনও সন্দেহ ছিল না। কারণ তার সমালোচকরা বেশিরভাগই হয় জেলে, না হয় নির্বাসনে বা মৃত। এছাড়া পুতিনের প্রতি জনসাধারণের সমালোচনাও দমিয়ে রাখা হয়েছে।রুশ এই প্রেসিডেন্টের সবচেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনি গত মাসে দেশটির আর্কটিক কারাগারে মারা যান।অবশ্য যুক্তরাষ্ট্র বলেছে, ভোট অবাধ বা সুষ্ঠু হয়নি। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেছেন, ‘যেভাবে পুতিন রাজনৈতিক প্রতিপক্ষকে বন্দি করেছেন এবং অন্যদের তার বিরুদ্ধে লড়াই করতে বাধা দিয়েছেন, তাতে নির্বাচন স্পষ্টতই অবাধ বা সুষ্ঠু হয়নি।’যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ভোটটি ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মতো হয়নি’। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই নির্বাচনী জালিয়াতির কোনও বৈধতা নেই এবং হতেও পারে না’।উল্লেখ্য, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জয়ী হওয়ায় এখন তিনি পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হবেন এবং সেক্ষেত্রে তার ক্ষমতার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়বে। বর্তমানে ৭১ বছর বয়সী পুতিন যদি ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারেন, তাহলে তার ক্ষমতার মোট মেয়াদকাল পৌঁছাবে ৩০ বছরে।
    ঈদের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত
    ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।  মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’র বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে পারে।সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল পড়তে পারে। এ দিন হবে বুধবার। এ হিসেবে এ বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করা লাগতে পারে।কাকতালীয়ভাবে, শাওয়াল ক্রিসেন্ট তথা ঈদের চাঁদের জন্ম হতে পারে আগামী ৮ এপ্রিল, আর এদিন থাকবে পূর্ণ সূর্যগ্রহণ। মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের দেখা মেলার অর্থ এটি ইসলামী বিশ্বের বেশিরভাগ অংশে পরের দিন সূর্যাস্তের পরে দৃশ্যমান হবে।মুসলমানদের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে ঈদুল ফিতর , যা সম্প্রদায়ের মধ্যে কৃতজ্ঞতা, নতুনত্ব এবং ঐক্যের প্রতীক।ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে রোজার চূড়ান্ত এবং আধ্যাত্মিক বিষয়টির সমাপ্তি ঘটে।
    সৌদিতে কোরআনের ৪২ টি বিরল কপি প্রদর্শিত
    সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রদর্শিত হচ্ছে ৪২টি বিরলকোরআন শরীফ।বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরির মাধ্যমে প্রদর্শনীটির আয়োজন  করা হয়েছে। রিয়াদের আল মুরাবাকোয়ার্টারে কোরআন শরীফগুলো রাখা হয়েছে।রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনের বরাত জানা যায়, গত ৪০ বছর ধরে বাদশাহ আব্দুল আজিজ পাবলিকলাইব্রেরি ইসলামিক এবং আরব সংস্কৃতিগুলো সাধারণ মানুষের সামনে তুলে আনছে। যার মধ্যে রয়েছে বিরলছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরোনো পাণ্ডুলিপি। তাদের কাছে কোরআনের বিরল কপি রয়েছে। যেগুলোর মধ্যে রয়েছেসোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন।কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ আরবি কবিতা এবং অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পারবেন।পবিত্র রমজান মাস আসলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সৌদি আরবে ভিড় করেন। এই সময়অনেক পবিত্র মক্কা নগরীর কাবাতে ওমরাহও পালন করে থাকেন। এছাড়া অনেক মানুষ মসজিদে নববীতে নামাজআদায়ের জন্য যান।উল্লেখ্য, ২০০৭ সালে হজের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করেছিল লাইব্রেরিটি। যা সারা বিশ্বে দেখানো হয়েছিল।এফএস
    রমজানে একবারের বেশি ওমরাহ পালনে সৌদিতে নিষেধাজ্ঞা জারি
    পবিত্র রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। মূলত মক্কা শরীফে ভিড় কমাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনের বরাত জানায়  যে, রোজা শুরু হলে ছোট হজবা ওমরাহ পালন করতে অনেক মানুষ মক্কায় ভিড় করেন।রমজানে কাউকে একবারের বেশি ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে না। মুসল্লিদের এই মাসে শুধুমাত্র একবারই পবিত্র  ওমরাহ পালন  করার আহ্বান জানানো হয়। অধিক ভিড় কমাতে এবং অন্যরাও  সকলে যেন  সঠিক ও সুন্দর করে ওমরাহ   পালন করতে পারেন সেজন্য এমনসিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরাহ অনুমতি দেওয়া সৌদির সরকারি নুসুক অ্যাপে যখন রমজানে কোনো ব্যক্তিদ্বিতীয়বারের মতো ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করেন তখন একটি বার্তা ভেসে ওঠে। এতে লেখা থাকে, “অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে। সবাইকে সুযোগ দিতে রমজানে দ্বিতীয়বার কেউ ওমরাহ করতে পারবেন না।উল্লেখ্য,বিদেশি মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সহজে ওমরাহ পালন করতে পারেন সেজন্যও বিভিন্ন উদ্যোগ নিয়েছেদেশটি। এর অংশ হিসেবে ভিজিট ও পর্যটন ভিসাধারীদেরও ওমরাহ পালনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া এইভিসাধারীরা মদিনার রওজা শরীফেও যেতে পারবেন। এজন্য তাদের অনলাইনের মাধ্যমে অনুমতি নিতে  হবে।এমআর
    হাইতি বন্দর থেকে ইউনিসেফের ত্রাণবোঝাই কন্টেইনার লুট
     হাইতির প্রধান বন্দর থেকে ইউনিসেফের একটি ত্রাণবোঝাই কন্টেইনার লুট হয়ে গেছে। লুট হওয়া কন্টেইনারে ‘মাতৃত্ব, নবজাতক এবং শিশুদের প্রাণ রক্ষার জন্য জরুরি’ পণ্য ছিল। শনিবার এ ঘটনা ঘটেছে বলে ইউনিসেফ জানিয়েছে। ইউনিসেফ জানায়, পোর্ট-ঔ-প্রিন্স বন্দরে তাদের ত্রাণের ১৭টি কন্টেইনার এসেছে। সেগুলো থেকে একটি লুট হয়েছে। ইউনিসেফের হাইতি প্রতিনিধি ব্রুনো মায়েস এক বিবৃতিতে বলেছেন, “শিশুদের জীবন রক্ষার জন্য জরুরি ত্রাণ সরবরাহ লুটপাট অবশ্যই দ্রুত বন্ধ করতে হবে। এমন একটি সংকটময় মুহূর্তে লুটের ঘটনা ঘটছে যখন শিশুদের ওইসব জিনিসের সবচেয়ে বেশি দরকার।”ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতিতে রাজনৈতিক বিশৃঙ্খলা দীর্ঘদিনের। যার সমাধান না হওয়ায় এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। খাদ্যাভাব চরমে পৌঁছেছে, দেখা দিয়েছে মানবিক সংকট। ইউনিসেফ থেকে সতর্ক করে বলা হয়, দেশটিতে রেকর্ড পরিমাণ মানুষ অনাহারে ভুগছে এবং রাজধানী পোর্ট- ঔ-প্রিন্স এর বিভিন্ন অংশে প্রাণঘাতী অপুষ্টি দেখা দিয়েছে।দেশটির অনির্বাচিত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এ সপ্তাহে বলেছেন, একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল চালু হলে তিনি পদত্যাগ করবেন। সশস্ত্র বিভিন্ন গ্যাং বর্তমানে রাজধানীর বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে বলা হয়, এইসব গ্যাং গণহারে হত্যা, অপহরণ ও ধর্ষণ করছে।

    বিনোদন

    সব দেখুন
    বাবা-মায়ের পাশে সমাহিত হলেন কণ্ঠশিল্পী খালিদ
    জন্মস্থান গোপালগঞ্জেই সমাহিত হলেন আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের কোর্ট মসজিদে জানাজা শেষে মা আলেয়া ও বাবা হেমায়েত আহম্মেদের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার ভোররাতে গোপালগঞ্জের চৌরঙ্গী এলাকায় খালিদের পৈতৃক ভিটায় নিয়ে আসা হয় তার মরদেহ। সেখানে হাজারো ভক্ত ও শুভাকাঙ্ক্ষী শেষবারের মত দেখতে আসেন এই সুরের যাদুকরের মরদেহ। অশ্রুশিক্ত হয় হাজারো মানুষ। জোহরের নামাজের পর কোর্ট মসজিদে জানাজা শেষে চিরবিদায় জানানো হয় তাকে। পরে গোপালগঞ্জের পুরাতন কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।পুরো নাম খালিদ সাইফুল্লাহ। যিনি খালিদ নামেই অধিক পরিচিত। গতকাল সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালিদের মৃত্যুতে দেশের সংগীতভুবনে শোকের ছায়া নেমে আসে। গতকাল রাত ১১টায় ঢাকার গ্রিন রোড জামে মসজিদে প্রথম জানাজা শেষে খালিদের মরদেহ নিয়ে রাতেই গোপালগঞ্জের উদ্দেশে রওনা করে স্বজনরা। রাত সাড়ে ৩টায় গোপালগঞ্জ শহরের বাসায় পৌঁছায় খালিদের নিথর দেহ।১৯৬৫ সালে গোপালগঞ্জে জন্ম নেওয়া এ শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে পা রাখেন। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। এখান থেকেই তার খ্যাতির শুরু। তার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘আবার দেখা হবে’, ‘তুমি নেই তাই’ ইত্যাদি।
    জনপ্রিয় সংগীত শিল্পী খালিদ আর নেই
    জনপ্রিয় সংগীত শিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।খালিদের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। তিনি গণমাধ্যমে বলেন, আজ সন্ধ্যা সাতটার কিছুক্ষণ পর চিরবিদায় নিয়ে চলে যান খালিদ ভাই। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।   আশি ও নব্বইয়ের দশকে জনপ্রিয় সব গান গেয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন খালিদ। তিনি  ছিলেন ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট।‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’–এর মতো বহু জনপ্রিয় গান গয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।খালিদের জন্ম গোপালগঞ্জে। তিনি ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।
    বিচ্ছেদ হলেও আমাদের বন্ধুত্ব থাকবে: মাহিয়া মাহি
    আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদের পথে হাঁটলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ও স্বামী রাকিব সরকার। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।মাহি জানিয়েছেন, রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে তার। তবে বিচ্ছেদ হলেও নিজেদের মাঝে বন্ধুত্ব থাকবে।এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। যদিও আমরা দুজনেই চেষ্টা করেছি একসঙ্গে থাকার। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো।’মাহি আরও বলেন, ‘যেহেতু সে ফারিশের বাবা এবং এখনো তার সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। তার সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু সে ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’এর আগে ফেসবুকে দেয়া ভিডিওবার্তায় এ তারকা বলেছিলেন, আমরা দু’জন মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে। তবে রকিব খুবই ভালো একজন মানুষ। আমি সম্মান করি তাকে। সে খুব কেয়ারিং। আমরা দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। সেটা কীভাবে হবে তাও দু’জন মিলেই ঠিক করব।প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। কিন্তু দাম্পত্যজীবনের আড়াই বছর হতেই আলাদা হলেন এ নায়িকা।
    শুটিংয়ে মশার পিঁয়াজু, মশার শরবত: শাহনাজ খুশি
    রাজধানীতে ফের বেড়েছে মশার উপদ্রব। দিনে রাতে সর্বত্র মশার দাপটে অতিষ্ঠ নগরবাসী। বাসাবাড়ি, অফিস আদালত, রেস্টুরেন্ট, গণপরিবহণসহ মশার উৎপাত সহ্য করতে হচ্ছে নাগরিকদের। যার প্রভাব পড়ে জনজীবনে। শুটিং করতে গিয়েও মশার যন্ত্রনায় অতিষ্ঠ অভিনয়শিল্পীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা বিরূপ অভিজ্ঞতার গল্প শেয়ার করছেন তারা। রোববার (১৭ মার্চ) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘শুটিংয়ে মশার পিঁয়াজু, মশার শরবত, মশার মুড়ি, মশার জিলাপি, মশার ঘুগনি, এখন মশা মিলিয়ে চা খাব! এভাবেই বেঁচে থেকে আবার মেয়রকে ভোট দেব!’মশা নিয়ে শাহনাজ খুশির এই স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে সহকর্মীদের মাঝেও। তারা বিভিন্ন মন্তব্য করেছেন সেই পোস্টে। ইবতেশাম নাসিম মৌ লিখেছেন, ‘স্ট্যাটাস হাসির কিন্তু মর্ম আবার মেজাজ খারাপের।’ জবাবে শাহনাজ খুশি বলেন, ‘আর বইলো না বইন! জান পুরা শেষ।’আবীর হাসান আখন্দ লিখেছেন, ‘মশার কারণে নামাজ, ইফতার সবই এলোমেলো।’ শরিফুল ইসলাম তন্ময় নামে একজন লেখেন, ‘উত্তরা শুটিং হাউসগুলোতে বেশি মশা। বিরক্ত লাগে।’ বিএম সাদেক নামে আরেকজন লিখেছেন, ‘মশার জ্বালায় তারাবি নামাজটাও শান্তিতে পড়া যায় না।’ রবিউল ইসলাম রবিন লিখেছেন, ‘মশা আছে, মেয়র নাই!’

    অর্থ-বাণিজ্য

    সব দেখুন
    অবশেষে একীভূত হলো পদ্মা ও এক্সিম ব্যাংক
     শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হলো কয়েক বছর ধরে ধুঁকতে থাকা চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। সোমবার (১৮ মার্চ) মাতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে ব্যাংক দুটি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ফার্মার্স থেকে পদ্মা; নাম বদলেও শেষ রক্ষা হলো না ২০১৩ সালে অনুমোদন পাওয়া চতুর্থ প্রজন্মের ব্যাংকটির। ৬০ শতাংশ খেলাপি ঋণের দায় টানতে গিয়ে দুর্বল ব্যাংকের তালিকায় পড়া পদ্মা এবার একীভূত হলো শরিয়াভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে।   সমঝোতা স্মারক সই শেষে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ব্যাংক দুটি আজকে একীভূত হয়েছে। পদ্মা ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। কারো চাকরি হারাবে না। পদ্মা ব্যাংকের কোনো গ্রাহকের কোনো ক্ষতি হবে না জানিয়ে নজরুল ইসলাম বলেন, ব্যাংকিং কার্যক্রম আগের মতোই চলবে। দুটি ব্যাংক একত্রিত হওয়ার মধ্য দিয়ে ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, এখন থেকে পদ্মা ব্যাংকের সকল গ্রাহকের দায়-দায়িত্ব এক্সিম ব্যাংকের। এক মাসের মধ্যে নাম পরিবর্তন করা হবে। পদ্মা নামে কিছুই থাকবে না।   এর আগে গত ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংক দুটি একীভূতকরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। দুর্বল ব্যাংক একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের পর দুটি ব্যাংকের একীভূত হওয়ার এটিই প্রথম সিদ্ধান্ত। আর গত ১২ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের জানান, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলো নিজেরা একীভূত হওয়ার সিদ্ধান্ত নিতে পারবে। দরকার হলে মার্চের পর বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে।
    যৌক্তিক পর্যায়ে চলে আসবে নিত্যপণ্যের দাম: বাণিজ্য প্রতিমন্ত্রী
     বাজারে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, এজন্য সমন্বিতভাবে কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সবাই মিলে সমন্বয় করবে বলে জানান তিনি।রবিবার (১৭ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।তিনি বলেন, কৃষি বিপণন অধিদপ্তর পণ্যের একটা দাম নির্ধারণ করে দিয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের নিজস্ব জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কমিটি আছে। আমরা সমন্বয় করে মনিটরিং শুরু করবো। প্রাইস ডিসকভারিটা হুট করে হয় না। আমাদের দায়িত্ব হবে উৎপাদক পর্যায়ে থেকে পাইকারি এবং পরে খুচরা পর্যায় পর্যন্ত বাজার মনিটরিং করা এবং এটাকে এস্টাব্লিশ করা।বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, একটা জিনিস আপনি যখন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করবেন, সঙ্গে সঙ্গে এটি বাস্তবায়ন করতে পারবেন না। আগে এটা নির্ধারণ করা জরুরি ছিল। অনেকদিন ধরে আইনটা ছিল কিন্তু করা হয় নাই। এখন সমন্বিতভাবে কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, ইউএনও, ডিসি সবাই মিলে সমন্বয় করবে। আশা করি এটা একটা যৌক্তিক পর্যায়ে চলে আসবে।তিনি আরও বলেন, আমরা যেখানে যাচ্ছি বাজার কমিটিকে নিয়ে বসছি, ব্যবসায়ীদের সঙ্গে বসছি, তাদের উৎসাহিত করছি। তাদের সমস্যার সমাধান করে এটা (সঠিক দামে পণ্য বিক্রি) আমরা বাস্তবায়ন করছি। আমরা কোনো জায়গায় কোনো দোকান বন্ধ করে দিচ্ছি না বা তালাবদ্ধ করে দিচ্ছি না। যারা একেবারেই আইন মানছেন না যেমন পাইকারি থেকে খুচরা পর্যায়ে যখন বিক্রি করতে হবে তখন আপনাকে রিসিটটা রাখতে হবে। আপনি যখন পাইকারি চালান করবেন তখন আপনাকেও রিসিট দিতে হবে। এই জিনিসগুলোকে বলে একেবারে মিনিমাম কমপ্লায়েন্স। এই জিনিসগুলো না করলে আমরা শাস্তির আওতায় আনবো।এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ মন্ত্রণালয় এবং এর অধীনস্ত বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
    ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার
    রমজান মাস উপলক্ষে মাছ-মাংসসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করবে সরকারের বিভিন্ন সংস্থা।বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইনের ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত দামে কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হলো।নতুন এ দাম তিনটি স্তরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটি পণ্য উৎপাদক পর্যায়ে সর্বোচ্চ দাম, পাইকারি বাজারে এবং ভোক্তাপর্যায়ে খুচরা দাম কতো হবে সেটা নির্ধারণ করা হয়েছে।নতুন বেঁধে দেওয়া দাম অনুযায়ী, পাইকারি বাজারে ছোলার দাম সর্বোচ্চ সাড়ে ৯৩ টাকা এবং খুচরা পর্যায়ে ৯৮ টাকা দরে বিক্রি করা যাবে। মসুর ডালের খুচরা পর্যায়ে দাম হবে ১৩০ টাকা ৫০ পয়সা এবং মোটা দানার মসুর বিক্রি হবে ১০৫ টাকা ৫০ পয়সায়। খেসারি ডালের খুচরায় সর্বোচ্চ দাম হবে ৯৩ টাকা। এছাড়া মাসকালাই ১৬৬ টাকা ৫০ পয়সা এবং মুগডাল খুচরা বাজারে সর্বোচ্চ ১৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।প্রতি কেজি গরুর মাংসের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ৬৬৪ টাকা। এছাড়া ছাগলের মাংসের দাম ১ হাজার ৩ টাকা। আর মাছের মধ্যে চাষের পাঙাশের খুচরা দাম ১৮১ টাকা ও কাতলা মাছের দাম সর্বোচ্চ ৩৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ব্রয়লার মুরগি ১৭৫ টাকা ও সোনালি মুরগি ২৬২ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। এ ছাড়া প্রতি পিস ডিমের দাম হবে সর্বোচ্চ সাড়ে ১০ টাকা।প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা এবং রসুন ১২০ টাকা ও আদা ১৮০ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া শুকনো মরিচের সর্বোচ্চ দাম হবে ৩২৭ টাকা এবং কাঁচা মরিচ ৬০ টাকায় খুচরা বাজারে কিনতে পারবেন ক্রেতারা।অন্যদিকে, সবজির মধ্যে বাঁধাকপি ও ফুলকপি ৩০ টাকা, প্রতিকেজি বেগুণ ও সিম ৫০ টাকা ও আলু সাড়ে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি কেজি টমেটো ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৪ টাকা খুচরা মূল্য বেঁধে দিয়েছে সংস্থাটি।অন্যদিকে, বাজারে প্রতি কেজি জাহেদী খেজুর ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সাগর কলার হালি খুচরায় ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চিড়ার খুচরা দাম ৬০ টাকা, বেসন ১২১ টাকা বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।এফএস
    একীভূত হচ্ছে পদ্মা ও এক্সিম ব্যাংক
     শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকটির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আপাতত বেসরকারি পদ্মা ব্যাংককে আমাদের সঙ্গে মার্জার করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এটি অনুমতির জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর তা কার্যকর হবে।গত কয়েক বছর ধরে ধুঁকছে পদ্মা ব্যাংক। অবশেষে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে এটি। সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং খাতে যা হবে  প্রথম একীভূতকরণ।আগামী সপ্তাহের প্রথমদিকে এক বৈঠকে ব্যাংক দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হবে। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত থাকবেন। এরপরই একীভূতকরণ প্রক্রিয়া শুরু হবে। এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, আসছে ডিসেম্বর পর্যন্ত দুর্বল ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূত হতে পারবে। এক্ষেত্রে ব্যর্থ হলে মার্চে সেগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।সম্প্রতি ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের। সেই প্রতিবেদন অনুযায়ী, রেড জোনে আছে পদ্মা ব্যাংক। আর ইয়েলো জোনে রয়েছে এক্সিম ব্যাংক।
    এবার চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার
    দেশে চিনির যথেষ্ট মজুত আছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে খোলা চিনির সর্বোচ্চ মূল্য ১৪০ টাকার বেশি হবে না। প্যাকেটজাত চিনির দামও ১৪৫ থেকে ১৪৬ টাকার বেশি হবে না। মঙ্গলবার (১২ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের জন্য আলোচনা শুরুর বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রমজানে চিনির দাম বাড়ার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশে যথেষ্ট মজুত রয়েছে। সেক্ষেত্রে বাজারে খোলা চিনির সর্বোচ্চ মূল্য ১৪০ টাকার বেশি হবে না। প্যাকেটজাত চিনির দামও ১৪৫ থেকে ১৪৬ টাকার বেশি হবে না।   এর আগে গত বছরের ১৩ আগস্ট সবশেষ চিনির দাম সমন্বয় করা হয়েছিল। সেসময় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চিনির দাম ঊর্ধ্বমুখী। চিনি আমদানিতে ভারতের সঙ্গে কথা চলছে। দাম সব জায়গায়ই বেশি। তবে চিনির দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার চেষ্টা চলছে। রমজানে দেশের বাজারে নির্ধারিত দামেই চিনি বিক্রি হবে।’ বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির জন্য পুরোপুরি প্রস্তুত ভারত- এ কথা জানিয়ে আহসানুল ইসলাম বলেন, দাম নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশকে প্রতি টন পেঁয়াজ ৮০০ ডলারে দেয়ার জন্য প্রস্তাব দিয়েছে ভারত। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যের বাধাগুলো চাইলেই সবকিছু নিরসন করা সম্ভব হয় না। তবে আমাদের উদ্যোগ, চেষ্টা ও চেষ্টার সফলতা আছে। পেঁয়াজ রফতানিতে মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ভারত, তারপরেও তারা রাজি হয়েছে। সামনে তাদের দেশে নির্বাচন, সেটাও দেখতে হবে। তাদের ভোক্তা বাজার আছে, সেটা মাথায় রাখতে হবে।’   প্রতিমন্ত্রী বলেন, ‘সবকিছু বিবেচনা করে ৫০ হাজার টন পেঁয়াজের অনুমোদন আমরা পেয়েছি। হয় আমরা সরকারিভাবে জি টু জি আনবো, অথবা আমাদের আমদানিকারকদের অনুমোদন দেব। যত দ্রুত সম্ভব বাজারে যাতে স্বস্তি ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা করবো।’ এসময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়ন সচিব তপন কান্তি ঘোষ প্রমুখ। এর আগে সোমবার (১১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি কেজি অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ থেকে ১৬৫ টাকা। আর বহুল ব্যবহৃত জিহাদি খেজুরের প্রতি কেজির দাম ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
    অবশেষে খেজুরের দাম নির্ধারণ করে দিলো বাণিজ্য মন্ত্রণালয়
    দেশে আমদানিকৃত খেজুরের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫০ থেকে ১৬৫ টাকা। অন্যদিকে বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা।  সোমবার (১১ মার্চ) দেওয়া সার্কুলারে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েও এ মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।চিঠিতে বলা হয়, দেশে আমদানিকৃত বিভিন্ন খেজুরের আমদানি মূল্য, আরোপিত শুল্ক ও করাদি এবং আমদানিকারকদের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় খেজুরের মানভিত্তিক যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। অতি সাধারণ বা নিম্নমানের খেজুর ১৫০ থেকে ১৬৫ টাকা, বহুল ব্যবহৃত জাইদি খেজুর ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।নির্ধারিত মূল্যে খেজুর বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।এর আগে গত ১০ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান জানিয়েছিলেন, রোজদারদের স্বস্তি দিতে দুই- এক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জিহাদি খেজুরের দাম বেঁধে দেবে। পাশাপাশি আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসে নজরদারির মধ্যে রাখা হবে অন্যান্য খেজুরও।
    দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
     দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা। মঙ্গলবার (১৯ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার (২০ মার্চ) থেকে কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬ হাজার ১৪২ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা কমিয়ে ৯০ হাজার ৯৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।  বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গয়না বিক্রি হবে। একই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের গুনতে হবে এক লাখ ২০ হাজার ২১৫ টাকা। এর আগে গত ৭ মার্চ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। ১৩ দিন রেকর্ড দামে বিক্রির পর এখন কিছুটা কমলো স্বর্ণের।
    অবশেষে একীভূত হলো পদ্মা ও এক্সিম ব্যাংক
     শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হলো কয়েক বছর ধরে ধুঁকতে থাকা চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। সোমবার (১৮ মার্চ) মাতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে ব্যাংক দুটি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ফার্মার্স থেকে পদ্মা; নাম বদলেও শেষ রক্ষা হলো না ২০১৩ সালে অনুমোদন পাওয়া চতুর্থ প্রজন্মের ব্যাংকটির। ৬০ শতাংশ খেলাপি ঋণের দায় টানতে গিয়ে দুর্বল ব্যাংকের তালিকায় পড়া পদ্মা এবার একীভূত হলো শরিয়াভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে।   সমঝোতা স্মারক সই শেষে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ব্যাংক দুটি আজকে একীভূত হয়েছে। পদ্মা ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। কারো চাকরি হারাবে না। পদ্মা ব্যাংকের কোনো গ্রাহকের কোনো ক্ষতি হবে না জানিয়ে নজরুল ইসলাম বলেন, ব্যাংকিং কার্যক্রম আগের মতোই চলবে। দুটি ব্যাংক একত্রিত হওয়ার মধ্য দিয়ে ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, এখন থেকে পদ্মা ব্যাংকের সকল গ্রাহকের দায়-দায়িত্ব এক্সিম ব্যাংকের। এক মাসের মধ্যে নাম পরিবর্তন করা হবে। পদ্মা নামে কিছুই থাকবে না।   এর আগে গত ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংক দুটি একীভূতকরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। দুর্বল ব্যাংক একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের পর দুটি ব্যাংকের একীভূত হওয়ার এটিই প্রথম সিদ্ধান্ত। আর গত ১২ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের জানান, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলো নিজেরা একীভূত হওয়ার সিদ্ধান্ত নিতে পারবে। দরকার হলে মার্চের পর বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে।
    যৌক্তিক পর্যায়ে চলে আসবে নিত্যপণ্যের দাম: বাণিজ্য প্রতিমন্ত্রী
     বাজারে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, এজন্য সমন্বিতভাবে কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সবাই মিলে সমন্বয় করবে বলে জানান তিনি।রবিবার (১৭ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।তিনি বলেন, কৃষি বিপণন অধিদপ্তর পণ্যের একটা দাম নির্ধারণ করে দিয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের নিজস্ব জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কমিটি আছে। আমরা সমন্বয় করে মনিটরিং শুরু করবো। প্রাইস ডিসকভারিটা হুট করে হয় না। আমাদের দায়িত্ব হবে উৎপাদক পর্যায়ে থেকে পাইকারি এবং পরে খুচরা পর্যায় পর্যন্ত বাজার মনিটরিং করা এবং এটাকে এস্টাব্লিশ করা।বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, একটা জিনিস আপনি যখন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করবেন, সঙ্গে সঙ্গে এটি বাস্তবায়ন করতে পারবেন না। আগে এটা নির্ধারণ করা জরুরি ছিল। অনেকদিন ধরে আইনটা ছিল কিন্তু করা হয় নাই। এখন সমন্বিতভাবে কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, ইউএনও, ডিসি সবাই মিলে সমন্বয় করবে। আশা করি এটা একটা যৌক্তিক পর্যায়ে চলে আসবে।তিনি আরও বলেন, আমরা যেখানে যাচ্ছি বাজার কমিটিকে নিয়ে বসছি, ব্যবসায়ীদের সঙ্গে বসছি, তাদের উৎসাহিত করছি। তাদের সমস্যার সমাধান করে এটা (সঠিক দামে পণ্য বিক্রি) আমরা বাস্তবায়ন করছি। আমরা কোনো জায়গায় কোনো দোকান বন্ধ করে দিচ্ছি না বা তালাবদ্ধ করে দিচ্ছি না। যারা একেবারেই আইন মানছেন না যেমন পাইকারি থেকে খুচরা পর্যায়ে যখন বিক্রি করতে হবে তখন আপনাকে রিসিটটা রাখতে হবে। আপনি যখন পাইকারি চালান করবেন তখন আপনাকেও রিসিট দিতে হবে। এই জিনিসগুলোকে বলে একেবারে মিনিমাম কমপ্লায়েন্স। এই জিনিসগুলো না করলে আমরা শাস্তির আওতায় আনবো।এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ মন্ত্রণালয় এবং এর অধীনস্ত বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
    ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার
    রমজান মাস উপলক্ষে মাছ-মাংসসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করবে সরকারের বিভিন্ন সংস্থা।বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইনের ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত দামে কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হলো।নতুন এ দাম তিনটি স্তরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটি পণ্য উৎপাদক পর্যায়ে সর্বোচ্চ দাম, পাইকারি বাজারে এবং ভোক্তাপর্যায়ে খুচরা দাম কতো হবে সেটা নির্ধারণ করা হয়েছে।নতুন বেঁধে দেওয়া দাম অনুযায়ী, পাইকারি বাজারে ছোলার দাম সর্বোচ্চ সাড়ে ৯৩ টাকা এবং খুচরা পর্যায়ে ৯৮ টাকা দরে বিক্রি করা যাবে। মসুর ডালের খুচরা পর্যায়ে দাম হবে ১৩০ টাকা ৫০ পয়সা এবং মোটা দানার মসুর বিক্রি হবে ১০৫ টাকা ৫০ পয়সায়। খেসারি ডালের খুচরায় সর্বোচ্চ দাম হবে ৯৩ টাকা। এছাড়া মাসকালাই ১৬৬ টাকা ৫০ পয়সা এবং মুগডাল খুচরা বাজারে সর্বোচ্চ ১৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।প্রতি কেজি গরুর মাংসের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ৬৬৪ টাকা। এছাড়া ছাগলের মাংসের দাম ১ হাজার ৩ টাকা। আর মাছের মধ্যে চাষের পাঙাশের খুচরা দাম ১৮১ টাকা ও কাতলা মাছের দাম সর্বোচ্চ ৩৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ব্রয়লার মুরগি ১৭৫ টাকা ও সোনালি মুরগি ২৬২ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। এ ছাড়া প্রতি পিস ডিমের দাম হবে সর্বোচ্চ সাড়ে ১০ টাকা।প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা এবং রসুন ১২০ টাকা ও আদা ১৮০ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া শুকনো মরিচের সর্বোচ্চ দাম হবে ৩২৭ টাকা এবং কাঁচা মরিচ ৬০ টাকায় খুচরা বাজারে কিনতে পারবেন ক্রেতারা।অন্যদিকে, সবজির মধ্যে বাঁধাকপি ও ফুলকপি ৩০ টাকা, প্রতিকেজি বেগুণ ও সিম ৫০ টাকা ও আলু সাড়ে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি কেজি টমেটো ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৪ টাকা খুচরা মূল্য বেঁধে দিয়েছে সংস্থাটি।অন্যদিকে, বাজারে প্রতি কেজি জাহেদী খেজুর ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সাগর কলার হালি খুচরায় ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চিড়ার খুচরা দাম ৬০ টাকা, বেসন ১২১ টাকা বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।এফএস
    একীভূত হচ্ছে পদ্মা ও এক্সিম ব্যাংক
     শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকটির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আপাতত বেসরকারি পদ্মা ব্যাংককে আমাদের সঙ্গে মার্জার করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এটি অনুমতির জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর তা কার্যকর হবে।গত কয়েক বছর ধরে ধুঁকছে পদ্মা ব্যাংক। অবশেষে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে এটি। সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং খাতে যা হবে  প্রথম একীভূতকরণ।আগামী সপ্তাহের প্রথমদিকে এক বৈঠকে ব্যাংক দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হবে। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত থাকবেন। এরপরই একীভূতকরণ প্রক্রিয়া শুরু হবে। এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, আসছে ডিসেম্বর পর্যন্ত দুর্বল ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূত হতে পারবে। এক্ষেত্রে ব্যর্থ হলে মার্চে সেগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।সম্প্রতি ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের। সেই প্রতিবেদন অনুযায়ী, রেড জোনে আছে পদ্মা ব্যাংক। আর ইয়েলো জোনে রয়েছে এক্সিম ব্যাংক।
    এবার চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার
    দেশে চিনির যথেষ্ট মজুত আছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে খোলা চিনির সর্বোচ্চ মূল্য ১৪০ টাকার বেশি হবে না। প্যাকেটজাত চিনির দামও ১৪৫ থেকে ১৪৬ টাকার বেশি হবে না। মঙ্গলবার (১২ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের জন্য আলোচনা শুরুর বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রমজানে চিনির দাম বাড়ার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশে যথেষ্ট মজুত রয়েছে। সেক্ষেত্রে বাজারে খোলা চিনির সর্বোচ্চ মূল্য ১৪০ টাকার বেশি হবে না। প্যাকেটজাত চিনির দামও ১৪৫ থেকে ১৪৬ টাকার বেশি হবে না।   এর আগে গত বছরের ১৩ আগস্ট সবশেষ চিনির দাম সমন্বয় করা হয়েছিল। সেসময় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চিনির দাম ঊর্ধ্বমুখী। চিনি আমদানিতে ভারতের সঙ্গে কথা চলছে। দাম সব জায়গায়ই বেশি। তবে চিনির দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার চেষ্টা চলছে। রমজানে দেশের বাজারে নির্ধারিত দামেই চিনি বিক্রি হবে।’ বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির জন্য পুরোপুরি প্রস্তুত ভারত- এ কথা জানিয়ে আহসানুল ইসলাম বলেন, দাম নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশকে প্রতি টন পেঁয়াজ ৮০০ ডলারে দেয়ার জন্য প্রস্তাব দিয়েছে ভারত। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যের বাধাগুলো চাইলেই সবকিছু নিরসন করা সম্ভব হয় না। তবে আমাদের উদ্যোগ, চেষ্টা ও চেষ্টার সফলতা আছে। পেঁয়াজ রফতানিতে মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ভারত, তারপরেও তারা রাজি হয়েছে। সামনে তাদের দেশে নির্বাচন, সেটাও দেখতে হবে। তাদের ভোক্তা বাজার আছে, সেটা মাথায় রাখতে হবে।’   প্রতিমন্ত্রী বলেন, ‘সবকিছু বিবেচনা করে ৫০ হাজার টন পেঁয়াজের অনুমোদন আমরা পেয়েছি। হয় আমরা সরকারিভাবে জি টু জি আনবো, অথবা আমাদের আমদানিকারকদের অনুমোদন দেব। যত দ্রুত সম্ভব বাজারে যাতে স্বস্তি ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা করবো।’ এসময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়ন সচিব তপন কান্তি ঘোষ প্রমুখ। এর আগে সোমবার (১১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি কেজি অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ থেকে ১৬৫ টাকা। আর বহুল ব্যবহৃত জিহাদি খেজুরের প্রতি কেজির দাম ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    শিক্ষাঙ্গন

    সব দেখুন
    রাবিতে বেগম খালেদা জিয়া হল ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু
    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম খালেদা জিয়া হলে "যুক্তির আলোয় আলোকিত হোক অবসর" প্রতিপাদ্যকে সামনে রেখে হল ডিবেটিং ক্লাব যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৯ মার্চ) এই ক্লাবের অনুমোদন দেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড.সৈয়দা নুসরাত জাহান।কমিটিতে সভাপতি হিসেবে আছেন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিনীতা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাম্মী আক্তার যুথী।এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন-  সহ-সভাপতি সাঈয়্যেদা মোহ্তারিমা মনীষা, যুগ্ম সাধারণ সম্পাদক জুলি আফরিন অনন্যা, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া মুস্তারিন মুন, দপ্তর সম্পাদক শায়লা সুলতানা এবং অর্থ সম্পাদক শারমিন আক্তার রিমঝিম।এবিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড.সৈয়দা নুসরাত জাহান জানান, আমি বিভিন্ন সময় বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন হলের প্রতিযোগীদের উদ্দীপনা দেখলেও আমাদের হলে ডিবেটিং ক্লাব না থাকায় এই ধরনের উদ্দীপনা দেখতে পাইনি। গত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় আমি শিক্ষার্থীদের হলে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার কথা বলি এবং এই ক্লাব প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছি। আমি আশা রাখছি এই ডিবেটিং ক্লাব সামনে অনেক ভালো কিছু করবে। আর ক্লাবের যেকোন প্রয়োজনে আমাকে তারা পাশে পাবে।ক্লাবের নব-নির্বাচিত সভাপতি বিনীতা বিশ্বাস বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েরা যেকোনো নতুন জায়গায় পদচারণায় ভয় পায়, সংকোচ বোধ করে। তাই আমাদের মনে হয়েছিল যেখানে আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে, জড়তা কাটিয়ে ওঠার ধাপটা সেখান থেকেই শুরু হোক। এই চিন্তা থেকেই আমাদের বেগম খালেদা জিয়া হলে বিতর্ক সংগঠন শুরু করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করেছি।পরে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শাম্মী আক্তার যুথী বলেন, আমাদের হলে খেলাধুলা বা বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও বিতর্ক চর্চা সেরকম ছিলো না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার জন্য আমাদের হল থেকে প্রতিযোগী পাওয়া যেতো না। সেই জায়গা থেকে আমরা মনে করেছি আমাদের এই ক্লাবের মাধ্যমে এই সমস্যা অনেকটাই লাঘব হবে। আমরা মনে করছি, বিতর্ক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নান্দনিকবোধ বিকশিত হবে এবং শিল্প–সুন্দর, দীপান্বিত এক প্রজন্মের যাত্রা শুরু হবে।এআই 
    রাবির ভর্তি পরীক্ষায় 'কম নম্বর দেওয়ার' অভিযোগ ভিত্তিহীন
    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় 'এ' ইউনিটের প্রকাশিত ফলাফলে কোন ত্রুটি নেই বলে জানিয়েছেন প্রধান সমন্বয়ক একরাম উল্যাহ। সোমবার সন্ধার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে ভর্তিচ্ছুদের অভিযোগের প্রেক্ষিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এই সমন্বয়ক বলেন, 'এ' ইউনিট ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কোন প্রকার ত্রুটি-বিচ্যুতি নেই। একটি শক্তিশালী বিশেষজ্ঞ টিমের প্রস্তুতকৃত ফলাফল যথাযথভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাফল নিয়ে প্রচারিত বিভ্রান্তিমূলক তথ্য ভিত্তিহীন।তিনি আরো বলেন, ভর্তিচ্ছুদের অভিযোগের প্রেক্ষিতে চার শিফটের চারটি খাতা পুনঃযাচাই করা হয়েছে। এতে প্রকাশিত ফলাফলের সঙ্গে কোন ত্রুটি পাওয়া যায়নি। ফলে প্রতি প্রশ্নের মান ১ ধরে ফলাফল প্রকাশ কিংবা প্রত্যাশার চেয়ে 'কম নম্বর' দেয়ার অভিযোগ ভিত্তিহীন। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ ধরে এবং প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা হয়েছে। জানা গেছে, গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। কিন্তু ফল প্রকাশের পর 'কম নম্বর' দেয়ার অভিযোগ তোলেন ভর্তিচ্ছু শতাধিক শিক্ষার্থী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনাও দেখা যায়। ফলে ফলাফল পুনঃমূল্যায়ণের দাবি জানিয়ে ইউনিট প্রধানের নিকট লিখিত অভিযোগপত্র দেন ভর্তিচ্ছুরা। তাছাড়া এই ইউনিটের দ্বিতীয় শিফটের একটি সেটে চারটি প্রশ্নে গড়মিল ছিল। অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ মার্চ চার শিফট থেকে চারটি অভিযোগ নিয়ে পুনঃযাচাই করেন কর্তৃপক্ষ। যাচাই-বাছাই শেষে প্রকাশিত ফলাফলে কোন ভুল পাননি ইউনিটের ফল প্রস্তুতকারী বিশেষজ্ঞরা। অতি আত্মবিশ্বাসী ৪ ভর্তিচ্ছু ছাড়াও আরেকটি আবেদনকারীর উত্তরপত্র পুনঃযাচাই করা হয়। সেটাতেও কোন ত্রুটি পাওয়া যায়নি।  এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্চিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোর্শেদুল আরেফিন বলেন, ভর্তি পরীক্ষার উত্তরপত্র বাহিরের বিশেষজ্ঞ টিম আগে মূল্যায়ণ করে। সেই উত্তরপত্র প্রত্যেকটি আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা পুঃযাচাই করে। উভয়ের যাচাই-বাছাই শতভাগ মিল হলেই কেবল ফলাফল প্রস্তুত করা হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে পুনরায় এলোমেলো নম্বর থেকে উত্তরপত্র বের করে বহুবার যাচাই-বাছাই চলে। সেক্ষেত্রে ন্যূনতম গরমিলও এড়িয়ে যাওয়া হয় না। তাছাড়া ১ ধরে নম্বর মূল্যায়ণ হলে শিফট ভিত্তিক প্রথম হওয়া পরীক্ষার্থীর সর্বোচ্চ নম্বর ৮০-এর বেশি হতো না। তিনি আরো বলেন, দ্বিতীয় শিফটের একটি সেটের চারটি প্রশ্ন গরমিল ছিল। সেই সেটে পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের উত্তরপত্র ৭৬ প্রশ্নত্তোরে মূল্যায়ণ করা হয়েছে এবং সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রত্যেককে অতিরিক্ত ৫ নম্বর প্রদানও করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, ভর্তিচ্ছুদের প্রত্যাশা থাকা স্বাভাবিক কিন্তু সেই প্রত্যাশা অনুসারেই যে তারা নম্বর পাবে এমনটা সকল ক্ষেত্রে সঠিক না। কারণ প্রশ্নত্তোরে কনফিউশান সৃষ্টিই প্রতিযোগিতার পরীক্ষার মূল বৈশিষ্ট্য। তবে যাচাই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু সেখানে ত্রুটি না থাকলে সেই সমালোচনা যথাযথ নয়। তবে ভর্তিচ্ছুদের এমন বিতর্কের পেছনে কোন কুচক্রী মহলের হাত থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।এফএস
    মীমের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার প্রতিটি বিষয় দেখবো: জবি উপাচার্য
    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষক আবু সাহেদ ইমনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন একই বিভাগের ছাত্রী কাজী ফারজানা মীম। তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।  সোমবার (১৮ মার্চ) দুপুরে ডিবি কার্যালয়ে এসে শিক্ষার্থী এ অভিযোগ করেন।অভিযোগের বিষয়ে এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘মীমের অভিযোগের বিরুদ্ধে আমরা তখন অভিযোগ জমা দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে তা আগায়নি। অভিযুক্ত শিক্ষকের করা রিট সুপ্রিম কোর্টে থেকে খারিজ করে দিয়েছেন। তিনি ছুটি না নিয়েও বিদেশ ভ্রমণ করেছেন। তার বিরুদ্ধে বর্তমানে দুইটি তদন্ত কমিটির তদন্তের কাজ চলমান। আমার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সকল ডিন ওই বিভাগে চেয়ারম্যানের সঙ্গে মিটিং করেছে। মীম যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফারজানা মীমের প্রতিটি বিষয় আমরা দেখবো।’এর আগে অভিযোগ দেওয়া শেষে বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাজী ফারজানা মীম বলেন, আমার বিভাগের শিক্ষক আবু সাহেদ ইমন আমাকে যৌন হেনস্তা করেছেন। অভিযুক্ত শিক্ষক আবু সাহেদ ইমন আমাকে সেটি তুলে নিতে নানাভাবে চাপ দিতে থাকেন। এতে আমি রাজি না হওয়ায় তারা আমাকে হাত-পা কেটে হত্যা করাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেন। আমাকে এক ঘরে করে দেওয়া হয়। আমাকে বিভিন্ন পরীক্ষায় শূন্য শূন্য নম্বর দিয়ে ফেল করানো হয়। আমার অনার্সের ফাইলান ভাইবায় আমাকে ফেল করানো হয়।তিনি বলেন, ২০২১ সালে আবু সাহেদ ইমন তাকে যৌন হেনস্তা করেন। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে তার জীবনে নেমে আসে নানা নির্যাতনের খড়গ। সম্প্রতি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় যৌন হয়রানি ও নানা নিপীড়নের বিরুদ্ধে এই শিক্ষার্থী সোচ্চার হন। সেখানেই অবন্তিকার ব্যাপারে কথা বলতে গিয়ে নিজের প্রসঙ্গও আসে। গণমাধ্যমে নিজের সঙ্গে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে কথা বলেন।অভিযোগের বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা মীমের অভিযোগ পেয়েছি। তার নিরাপত্তার বিষয়টি আমরা নিশ্চিতের চেষ্টা করব। তাকে হুমকি-ধামকি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখবে আমাদের সাইবার টিম।এফএস
    হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন
    অবশেষে হাইকোর্টের রায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগার।  হাইকোর্টের রায়ের পর সোমবার (১৮ মার্চ) যবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. শিরিন নিগারকে এই দায়িত্ব প্রদান করা হয়। ড. শিরিন নিগার জানিয়েছেন, এই রায় ও রায়ের বাস্তবায়ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিজয়ের মাইলফলক হয়ে থাকবে।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিন হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।অফিস আদেশে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন নিয়োগের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এর রিট পিটিশন নং-৯৯৮২ এর ২০২৩ এর পরিপ্রেক্ষিতে বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার-এট-ল মোস্তফা গোলাম কিবরিয়া কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টের রায় সংক্রান্ত প্রত্যয়নের প্রেক্ষিতে পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগারকে২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি পূর্বাহ্ন হতে পরবর্তী দুই বছরের জন্য ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের দায়িত্ব প্রদান করা হলো। হাইকোর্টের রায় প্রসঙ্গে রিট পিটিশন দাখিলকারী ড. শিরিন নিগারের আইনজীবী অ্যাড. মোস্তফা গোলাম কিবরিয়া জানান, গতবছর ২৩ জুলাই যবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে পরিবেশবিজ্ঞান বিভাগের ড. মাহফুজুর রহমানকে নিয়োগ করে রেজিস্ট্রার দফতর চিঠি ইস্যু করে। কিন্তু বিধান অনুযায়ী, ডিন নিয়োগ পাওয়ার কথা পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগারের। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ডিন নিয়োগ দেয়ায় ড. শিরিন নিগার যবিপ্রবি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু কোনো জবাব না পেয়ে গত ৭ আগস্ট তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।গত ১০ আগস্ট হাইকোর্টে তার রিটের শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত রুল জারি করেন। রিটের আদেশে আদালত ‘ড. মাহফুজুর রহমানের ডিন নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তা বাতিলপূর্বক ড. শিরিন নিগারকে কেন ডিন নিয়োগের নির্দেশ দেয়া হবে না’ এর জবাব দেয়ার নির্দেশ দেন।যবিপ্রবির জবাবের পর গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও মো. বজলুর রহমান যবিপ্রবি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে ড. মাহফুজুর রহমানের নিয়োগ অবৈধ ঘোষণা করেন এবং ডিন হিসেবে ড. শিরিন নিগারকে নিয়োগের নির্দেশ দেন। হাইকোর্টের এই রায়ের প্রত্যয়ন হওয়ার পর ১৮ মার্চ যবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. শিরিন নিগারকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।ডিন হিসেবে নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। মহামান্য হাইকোর্টের দেয়া রায়ে আমি খুবই খুশি। এই রায় ও রায়ের বাস্তবায়ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিজয়ের মাইলফলক হয়ে থাকবে। আশা করি ভবিষ্যতে  বিশ্ববিদ্যালয় ন্যায়বিচার নিশ্চিত করবে এবং কখনো কোন শিক্ষককে অধিকার আদায়ের জন্য  আদালতের শরণাপন্ন হতে হবে না। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে ডিনের দায়িত্ব প্রদান করায় যবিপ্রবি কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।এমআর

    তথ্য-প্রযুক্তি

    সব দেখুন
    ফাইভজির লাইসেন্স পেল গ্রামীণফোন, রবি ও টেলিটক
     ফাইভ জি চালুর দিকে এক ধাপ এগিয়ে গেল দেশের ৩ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও টেলিটক। তবে অনুমোদন পায়নি বাংলালিংক। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে ৩ অপারেটরকে উচ্চ গতির ইন্টারনেট সেবা দেয়ার পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ফাইভ জির একীভূত (ইউনিফাইড) লাইসেন্স দেয়া হয়। বিদেশে দুই পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসআই) কারণে বাংলালিংকের পর্ষদ সভায় লাইসেন্সের আবেদন করার বিষয়টি অনুমোদন করা হয়নি। যে কারণে অন্যতম এ অপারেটর এ যাত্রায় লাইসেন্স পায়নি। দ্রুতই এ বিষয়ে আবেদন করার কথা এদিন রাতে এক বার্তায় জানিয়েছে অপারেটরটি।বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, একীভূত বা ইউনিফাইড লাইসেন্স পাওয়ার পর অপারেটরগুলোর ফাইভ জি বা এর চেয়ে উন্নততর প্রযুক্তির তারবিহীন সেবা দিতে আর কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। একই সঙ্গে ১৫ বছর মেয়াদী এই লাইসেন্সের আওতায় অপারেটরগুলোকে পৃথকভাবে টুজি, থ্রিজি, ফোর জি বা ফাইভ জির লাইসেন্স নিতে হবে না। বর্তমানে দেশে ফোর জি প্রজন্মের তারবিহীন সেবা দিচ্ছে অপারেটরগুলো। এর আগে ফাইভ জির প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও অপারেটরগুলোর দিক থেকে।অনুষ্ঠানে জানানো হয়, একীভূত লাইসেন্সে ফাইভজির ক্ষেত্রে পর্যাপ্ত তরঙ্গের প্রাপ্যতা ও ‘ব্যাকহল ফাইবারের’ পাশাপাশি ‘পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ ব্যবহারের অনুমতি, অফশোর ক্লাউড সুবিধা, ‘রোল আউট’ বাধ্যবাধকতা ও নেটওয়ার্ক নিরাপত্তার মতো বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের প্রধান সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ লাইসেন্স হস্তান্তর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং’ নীতিমালার আলোকে অপারেটরগুলোকে ‘সেলুলার মোবাইল সার্ভিসেস অপারেটর লাইসেন্স’ এবং ‘রেডিও কমিউনিকেশন্স অ্যাপারেটাস লাইসেন্স ফর সেলুলার মোবাইল সার্ভিসেস’ এর আওতায় এই একীভূত লাইসেন্স দেয়া হয়।  
    স্মার্টফোন কাছে না থাকলে যুক্তরাষ্ট্রের তরুণ-তরুণীর ভালো সময় কাটে
     যুক্তরাষ্ট্রে প্রতি চারজন তরুণ-তরুণীদের মধ্যে তিনজনই (৭৫ শতাংশ) বলছেন, স্মার্টফোন কাছে না থাকলেই তারা শান্তিতে সময় কাটাতে পারেন। অপ্রাপ্ত বয়স্কদের ওপর ডিজিটাল মিডিয়ার প্রভাব কতটা গুরুতর তা নির্ণয়ে এ ধরনের জরিপ পরিচালনা করা হয়। খবর আল জাজিরা। তবে সোমবার (১১ মার্চ) পিউ গবেষণা কেন্দ্রের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, স্মার্টফোনের বিকল্প থাকা সত্ত্বেও মাত্র ৩৬ শতাংশ তরুণ-তরুণী স্মার্টফোন ছেড়েছেন। সর্বমোট ৩৮ শতাংশ কিশোর-কিশোরী স্মার্টফোন ব্যবহারে অধিক সময় ব্যয় করার কথা জানিয়েছে। তবে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি স্মার্টফোন ব্যবহার করে থাকেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ৩৯ শতাংশ কিশোর-কিশোরী বলছে তারা এর ব্যবহার কমিয়ে দিয়েছে। তবে ২৭ শতাংশ এর ব্যবহার অতিমাত্রায় করছে বলে জরিপে উঠে এসেছে। জরিপে বলা হয়েছে, যখন কিশোর-কিশোরীরা ডিভাইস ছাড়া থাকে তখন তারা খারাপ চিন্তা বেশি করেন। ১০ জন কিশোর-কিশোরীদের মধ্যে ৪ জন বলছেন তাদের কাছে যখন ফোন না থাকে তখন তারা ভয় অনুভব করে। এ ছাড়া হতাশাও থাকে। গেল বছর যুক্তরাষ্ট্রের ৪০টি দেশে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় বলা হয়, এই প্লাটফর্মগুলাতে আসক্তি তৈরির করার ফিচার যুক্ত করে কিশোর-কিশোরীদের আকৃষ্ট করা হয়। এর ফলে তাদের স্বাস্থ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। 
    লোহিত সাগরের নীচে তার কাটা, ইন্টারনেট বন্ধের শঙ্কা
     লোহিত সাগরের নীচে ৪টি প্রধান টেলিকম নেটওয়ার্কের তার কেটে দেওয়া হয়েছে। যার ফলে, উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটছে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট নেটওয়ার্কে। ইন্টারনেট বন্ধের শঙ্কায় রয়েছেন অনেকেই।সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য অনুযায়ী, লোহিত সাগরের নীচে ৪টি প্রধান টেলিকম নেটওয়ার্কের তার কেটে দেওয়ার ফলে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটছে ইন্টারনেট নেটওয়ার্কের। প্রায় এক চতুর্থাংশ ইন্টারনেট ট্রাফিক অন্য পথে সরবরাহকারী সংস্থাগুলোতে নিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছে হংকংয়ের টেলিকম সংস্থা এইচজিসি গ্লোবাল কমিউনিকেশনস। এশিয়া এবং ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ২৫ শতাংশ ট্রাফিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের অনুমান। দক্ষিণ আফ্রিকার সংস্থা ‘সিকম’ এর তারও কাটা পড়েছে। তারা জানিয়েছে, মেরামতের কাজ শুরু করতে কমপক্ষে আরও ১ মাস লাগবে। কারণ মধ্যপ্রাচ্যে এই ধরনের কাজ করতে গেলে অনেক অনুমতি নিতে হয়। সেজন্যই সময় বেশি লাগবে। ইয়েমেনের কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে অনুমতি পেতে ৮ সপ্তাহ সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত বিকল্প পথেই চালু থাকবে ইন্টারনেট।কে বা কারা এই তার কেটেছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। লোহিত সাগরের নীচে তারের ক্ষতির জন্য ইসরায়েল হুথিদের দায়ী করছে। তাদের দাবি, ইসরায়েলের মিত্রপক্ষের জাহাজগুলোর ওপর লাগাতার হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই জলপথে, হামলার মুখে পড়ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ। যার জেরে বিশ্বব্যাপী ইন্টারনেট সরবরাহের শৃঙ্খলা ব্যাহত হয়েছে। তবে ওই এলাকায় মোতায়েন করা ব্রিটিশ ও মার্কিন সামরিক বাহিনীর ওপর এই ক্ষতির দায় চাপিয়েছে হুথিরা। হুথি নেতা আবদেল মালেক আল-হুথি জানিয়েছেন, ইন্টারনেট সরবরাহকারী এই তারগুলোকে নিশানা করার কোন ইচ্ছা তাদের নেই।এমএইচ
    এক ঘণ্টায় ফেসবুক বন্ধে কত ক্ষতি হলো জাকারবার্গের
    মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার পর থেকে হঠাৎ করে মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এবং মেসেঞ্জার সাময়িক সার্ভার ত্রুটির কারণে এক ঘণ্টার বেশি সময় নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে রাত সাড়ে ১০টার পর থেকে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন ব্যবহারকারীরা। এই এক ঘণ্টায় প্রতিষ্ঠানটির কতটা ক্ষতি হয়েছে তা জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এবং মেসেঞ্জার এক ঘণ্টা বন্ধ থাকায় মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে এর কারণে মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন।এর আগে ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখানো হয়েছিল, রাত ৯টা থেকে ৯টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।ব্যবহারকারীরা জানান, রাত ৯টার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। অনেকে পুনরায় লগিন হওয়ার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগিন হতে পারেননি। ফেসবুকে প্রবেশ করতে না পেরে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। রাত ১০টার দিকে থ্রেডসে এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা সবাইকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলেন। রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকের সমস্যা দূর হয়।এদিকে সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, সারা পৃথিবীতে এই সমস্যা হচ্ছিল। অ্যাকাউন্ট লগ–আউট হয়ে যাওয়া, দ্বিস্তরের যাচাই পদ্ধতি (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) কাজ করছে না ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে।এই অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেন।তারা বলছেন, এখন ফেসবুক পেইজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা। ফেসবুক অ্যাপ আনইন্সটল করা যাবে না। এছাড়া বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছেন।
    কারও ফেসবুক হ্যাক হয়নি, আতঙ্কিত হবেন না : পুলিশ
    ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এসপি মো. নাজমুল ইসলাম।ফেসবুকের বাংলাদেশ ও সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা জানান। মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেন এসপি নাজমুল।ভিডিও বার্তায় তিনি বলেন, ফেসবুকের কার্যক্রম বর্তমানে কিছুটা বিঘ্নিত হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুরের ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে— সমস্যার সমাধানে তারা কাজ করে যাচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।তিনি আরও বলেন, এটা সম্পূর্ণ ফেসবুকের কারিগরি সমস্যা, কেউ আতঙ্কিত হবেন না। এতে ফেসবুক অ্যাকাউন্টধারী বা ফেসবুক অ্যাপের কোনো ত্রুটি নেই। পাসওয়ার্ড বা আর্থিক কোনো বিষয়েও সংশ্লিষ্টতা নেই। আপনার ফেসবুক হ্যাক হয়নি, তাই কেউ আতঙ্কিত  হবেন না। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।এফএস
    সচল হয়েছে ফেসবুক
    সাময়িক সার্ভার ত্রুটির পর আবারও সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম সচল হয়।মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গা থেকে একযোগে ফেসবুক লাগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বলে অনেকে জানিয়েছেন। এরপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক। তবে কী কারণে এমন সমস্যা তৈরি হয়েছে তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে সচল হওয়ার পর থেকে ফেসবুক বন্ধ হওয়া নিয়ে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ আবার হাসি ঠাট্টাও করছেন।এফএস

    আইন-আদালত

    সব দেখুন
    অবন্তিকার আত্মহত্যা: প্রক্টর দ্বীন ইসলাম জেল হাজতে
      জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে একদিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।মঙ্গলবার সকালে কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আবু বক্কর সিদ্দিক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।এর আগে সোমবার অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় দুই অভিযুক্ত আম্মান সিদ্দিকীকে দুই দিন ও দ্বীন ইসলামকে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে  তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।   মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী থানার ওসি (তদন্ত) শিবেন বিশ্বাস জানান, রিমান্ডে দ্বীন ইসলাম অনেক তথ্য দিয়েছেন। তা যাচাই করে মামলার রহস্য উৎঘাটন করা হবে। অবন্তিকার মৃত্যু নিয়ে যা বললেন শিক্ষক দ্বীন ইসলামঅবন্তিকার মৃত্যু নিয়ে যা বললেন শিক্ষক দ্বীন ইসলামগেলো শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে আম্মান সিদ্দিকী ও একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা।

    প্রবাস

    সব দেখুন
    সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছেন।  নিহত জসিম মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফুলমিয়ার সন্তান। সোমবার (১৮ মার্চ) সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জসিম মিয়া। সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সৌদি আরবের পবিত্র মদিনায় কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতহন জসিম মিয়া। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সৌদি আরবের স্থানীয় সময় সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর হয় । গত ৬ মাস আগে জসিম মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি। মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে, নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালেরহিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।এআই

    লাইফস্টাইল

    সব দেখুন
    ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
    ত্বকে নানা কারণেই দাগ পড়তে পারে। বলা বাহুল্য, এই দাগ কারোই কাঙ্ক্ষিত নয়। ত্বকের দাগ যে কারও আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, সেইসঙ্গে সৌন্দর্যের তো ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়ত্বকে নানা কারণেই দাগ পড়তে পারে। বলা বাহুল্য, এই দাগ কারোই কাঙ্ক্ষিত নয়। ত্বকের দাগ যে কারও আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, সেইসঙ্গে সৌন্দর্যের তো হানি ঘটেই। অনেকে ত্বকের দাগ দূর করার জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত প্রসাধনী কিনে আনেন। কিন্তু সেসব ব্যবহারে সাময়িক মুক্তি মিললেও পরবর্তীতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর বদলে ঘরোয়া উপায় বেছে নেওয়াই উত্তম। চলুন জেনে নেওয়া যাক ত্বকের দাগ দূর করার ঘরোয়া প্যাক তৈরি ও তা ব্যবহারের উপায়-অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ দুটি উপাদান হলো হলুদ এবং মধু। এই দুই উপাদান ত্বকের দাগ কমাতে কার্যকরী ভূমিকা রাখে। স্ক্রাব তৈরি করার জন্য এক চা চামচ মধুতে ২ চিমটি হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর সেই পেস্ট নিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে মুখের দাগ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে দ্রুতই।ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে আরেকটি কার্যকরী উপাদান হলো লেবুর রস। তবে লেবুর রস কখনো সরাসরি মুখে ব্যবহার করবেন না। এর সঙ্গে কোনো না কোনো উপাদান মিশিয়ে তারপর ব্যবহার করবেন। এক চামচ চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি এক-দেড় মিনিট মুখে স্ক্রাব করতে হবে। এতে ত্বক এক্সফোলিয়েট হয় এবং দাগ কমে আসে।আরও কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা ত্বকের দাগ কমাতে কাজ করে। দাগের উপর আলুর রস ব্যবহার করতে পারেন। এতে উপকার পাবেন। কারণ আলুর রসের ব্লিচিং বৈশিষ্ট্য ত্বকের দাগ হালকা করে। আবার অ্যালোভেরা জেলের সঙ্গে হলুদ মিশিয়েও ব্যবহার করলেও দাগ হালকা হতে থাকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যালোভেরা ও হলুদ মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালো করে মুছে নিন। এতে দাগমুক্ত উজ্জ্বল ত্বক পাওয়া সহজ হবে।দাগ কমাতে প্রতিদিন মুখে অ্যালোভেরা ব্যবহার করতে  পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে বাড়িতে থাকা কফির গুঁড়া ও মধু দিয়েও পেস্ট তৈরি করে মুখে ঘষে নিতে পারেন। এটি মুখের উপরের মৃত ত্বকের কোষ দূর করে। যে কারণে ত্বক উজ্জ্বল হয়।এমআর ঘটেই। অনেকে ত্বকের দাগ দূর করার জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত প্রসাধনী কিনে আনেন। কিন্তু সেসব ব্যবহারে সাময়িক মুক্তি মিললেও পরবর্তীতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর বদলে ঘরোয়া উপায় বেছে নেওয়াই উত্তম। চলুন জেনে নেওয়া যাক ত্বকের দাগ দূর করার ঘরোয়া প্যাক তৈরি ও তা ব্যবহারের উপায়-অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ দুটি উপাদান হলো হলুদ এবং মধু। এই দুই উপাদান ত্বকের দাগ কমাতে কার্যকরী ভূমিকা রাখে। স্ক্রাব তৈরি করার জন্য এক চা চামচ মধুতে ২ চিমটি হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর সেই পেস্ট নিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে মুখের দাগ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে দ্রুতই।ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে আরেকটি কার্যকরী উপাদান হলো লেবুর রস। তবে লেবুর রস কখনো সরাসরি মুখে ব্যবহার করবেন না। এর সঙ্গে কোনো না কোনো উপাদান মিশিয়ে তারপর ব্যবহার করবেন। এক চামচ চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি এক-দেড় মিনিট মুখে স্ক্রাব করতে হবে। এতে ত্বক এক্সফোলিয়েট হয় এবং দাগ কমে আসে।আরও কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা ত্বকের দাগ কমাতে কাজ করে। দাগের উপর আলুর রস ব্যবহার করতে পারেন। এতে উপকার পাবেন। কারণ আলুর রসের ব্লিচিং বৈশিষ্ট্য ত্বকের দাগ হালকা করে। আবার অ্যালোভেরা জেলের সঙ্গে হলুদ মিশিয়েও ব্যবহার করলেও দাগ হালকা হতে থাকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যালোভেরা ও হলুদ মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালো করে মুছে নিন। এতে দাগমুক্ত উজ্জ্বল ত্বক পাওয়া সহজ হবে।দাগ কমাতে প্রতিদিন মুখে অ্যালোভেরা ব্যবহার করতে  পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে বাড়িতে থাকা কফির গুঁড়া ও মধু দিয়েও পেস্ট তৈরি করে মুখে ঘষে নিতে পারেন। এটি মুখের উপরের মৃত ত্বকের কোষ দূর করে। যে কারণে ত্বক উজ্জ্বল হয়।এমআর

    Loading…