এইমাত্র
  • বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ
  • খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি
  • রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট
  • ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • সৌদি আরব যেকোনো ভিসায় করা যাবে ওমরাহ!
  • রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, শনিবারও চলবে ক্লাস
  • জব্বারের বলিখেলায় এবার চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ
  • মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে নারীসহ ৫ দালাল গ্রেফতার
  • বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া: কাদের
  • তীব্র গরমের জন্য আ.লীগ দায়ী: মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ১২ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

    ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সোমবার

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১০:৪৮ পিএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১০:৪৮ পিএম

    ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সোমবার

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১০:৪৮ পিএম

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি: আগামী ২৩ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হবে।

    বুধবার (১৮ জানুয়ারি) রিপোর্টার্স ইউনিটি সূত্রে এ তথ্য জানা যায়। এদিন সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে দুপুর ১ টায় ফলাফল ঘোষণা করা হবে।

    জানা যায়, গত ১৩ জানুয়ারি রিপোর্টার্স ইউনিটি কার্যিনর্বাহী পরিষদের সাধারণ সভায় রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২৩ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হয়।

    রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা ১৭ জানুয়ারি মনোনয়ন পত্র গ্রহণ ও জমা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন। এর আগে, গত ১৬ জানুয়ারি খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে পর্যেবক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

    এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, উৎসবমূখর পরিবেশে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা মনোনয়ন নিয়েছে। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…