এইমাত্র
  • প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ মারা গেছেন
  • শিল্পী সমিতির নির্বাচনে ভোটারের থেকে প্রশাসন বেশি: হাসান জাহাঙ্গীর
  • প্রাণিসম্পদ অধিদপ্তরে ৬৩৮ পদে নিয়োগ
  • আশঙ্কাই সত্যি হলো, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
  • ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
  • সিআইডি কর্মকর্তা পরিচয়ে ঘুষ নিতে গিয়ে ধরা
  • বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
  • স্বর্ণের দাম সব রেকর্ড ভাঙল
  • আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবে না
  • ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  • আজ শুক্রবার, ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

    ডেমরায় সিএনজিচালক হত্যার মূল আসামিসহ গ্রেফতার ৩

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১১:১৯ এএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১১:১৯ এএম

    ডেমরায় সিএনজিচালক হত্যার মূল আসামিসহ গ্রেফতার ৩

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১১:১৯ এএম

    মাসুম পারভেজ, স্টাফ করেসপন্ডেন্ট (ঢাকা): রাজধানীর ডেমরায় সিএনজিচালক আলী হোসেন হত্যার অন্যতম আসামি নুর হোসেন ওরফে বাঘাসহ (৪৩) এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে র?্যাব-১০।

    গ্রেফতার বাকি ২ জন হলেন- লিংচাঁন ওরফে নীলচাঁন মিয়া (৩৫) ও আব্দুর মান্নান (৩৫)।

    শনিবার (২১ জানুয়ারি) ভোরে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে বাঘাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান চালিয়ে বাকি দুইজনকে গ্রেফতার করা হয়।

    শনিবার (২১ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র?্যাব-১০'র সদর দপ্তর (কেরানীগঞ্জ) অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ বিষয় নিশ্চিত করেন।

    তিনি জানান, গত ১৯ জানুয়ারি রাতে সিএনজিচালক আলী হোসেন (৬০) যাত্রী পরিবহনের জন্য মুন্সীগঞ্জের মোক্তারপুর ব্রিজ এলাকায় অবস্থান করছিল। রাত ১টার দিকে অজ্ঞাতপরিচয় ৪ জন ছিনতাইকারী পূর্বপরিকল্পনা অনুযায়ী যাত্রীবেশে ঢাকার মাতুয়াইল সাদ্দাম মার্কেটের সামনে যাওয়ার জন্য কৌশলে ৩৫০ টাকায় সিএনজিটি ভাড়া করে।

    সিএনজিচালক আলী হোসেন তাদের নিয়ে মাতুয়াইল যাওয়ার পথে রাত ২টার দিকে সাইনবোর্ড মদিনা চত্বর এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা আলী হোনেসকে এলোপাথাড়ি মারধর শুরু করেন। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা আলী হোসেনকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় আল আমিন নামে একজন স্থানীয়দের হাতে আটক হয়। আর অন্য ছিনতাইকারীরা সিএনজি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলার ভিত্তিতে র?্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি সুইজ গিয়ার চাকু ও ১২টি টাই ক্যাবল উদ্ধার করা হয়।

    র?্যাব-১০'র অধিনায়ক বলেন, চক্রটি সিএনজি ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছু দিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় অটোরিকশা ও সিএনজি ছিনতাই করে আসছিল। চলতি মাসে তারা কেরাণীগঞ্জ এলাকা থেকে একাধিক সিএনজি ছিনতাই করেছে।

    গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…