এইমাত্র
  • সিকিমে বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ
  • মারামারির পর ফের শুরু হতে যাচ্ছে 'সেলিব্রিটি ক্রিকেট লিগ'
  • বেপরোয়া গরু চোর সিন্ডিকেট, এক রাতে ৩ লাখ টাকার গরু চুরি
  • উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে বিশ্বকাপ
  • অনাস্থা ভোটে পদ হারালেন মার্কিন স্পিকার ম্যাকার্থি
  • নৌকার মনোনয়নের আশ্বাস দিয়ে অর্থ আদায়, প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার
  • কক্সবাজারে ফুটপাতে হকার, সড়কে পার্কিং
  • ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অভিযোগ
  • তিন বছর সাজা শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৬ জেলে
  • স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন ও মতবিনিময়
  • আজ বুধবার, ১৯ আশ্বিন, ১৪৩০ | ৪ অক্টোবর, ২০২৩

    পরীমণি একটু দুষ্টু, আমি সবসময় তাকে ভালোবাসি: শরিফুল রাজ

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১২:০৭ পিএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১২:০৭ পিএম

    পরীমণি একটু দুষ্টু, আমি সবসময় তাকে ভালোবাসি: শরিফুল রাজ

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১২:০৭ পিএম

    বিনোদন ডেস্ক: গেল বছরের শুরু থেকে শেষপর্যন্ত চিত্রজগতের আলোচনায় ছিলেন শরিফুল রাজ-পরীমণি। তাদের বিচ্ছেদ নিয়ে তোলপাড় ছিলো পুরো ঢাকার রূপালী পর্দায়। তবে সব অভিমান ভুলে এখন একসঙ্গেই আছেন, বেশ সুখেই আছেন।

    শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি পার্লার উদ্বোধনে গিয়ে এ কথা জানালেন রাজ। তিনি বলেন, ?পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরীমণিকে আমি অনেক ভালোবাসি।?

    কয়েক সপ্তাহ আগেও রাজ-পরীর সংসারে ছিল সম্পর্কের টানাপোড়েন। রাজকে নিয়ে পরীমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে ?কাঠগড়ায়? দাঁড় করায়। অন্যদিকে পরীর সঙ্গে সংসার সম্ভব নয় বলে মন্তব্য করেন রাজ। এখন সবই যেনো অতীত। ভালোবাসার সুতোয় ভালো আছেন তারা।

    এক প্রশ্নের জবাবে রাজ জানালেন তারা এখন বেশ সুখে আছেন। হুটহাট মাথা গরম করে উভয়ই অনেক কিছু বলেছেন।

    রাজের ভাষ্য, পরীমণিকে আমি অনেক ভালোবাসি। ওকে আমার ভালোবাসতে কোনো দিনক্ষণ বা সময় লাগে না। সবসময় তাকে ভালোবাসি আমি।?

    সংসার জীবনে অনেকটা প্রতিবন্ধকতার মধ্যে গিয়েছেন পরীমণি। সেকথা অকপটেই বললেন তিনি। তার কথায়, সংসার জীবনে সবাইকেই ফাইট করতে হয়। আমরা দুইজনই মিডিয়ার মানুষ। মিডিয়াতে কাজ করি বলেই হয়তো আমাদের দিকে ফোকাসটা সবার বেশিই থাকে। আমার মনে হয়, সংসার জীবনে ঝামেলা হওয়া খুবই স্বাভাবিক বিষয়। এটা ঠিক হয়ে যাওয়া আরও বেশি স্বাভাবিক।

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…