এইমাত্র
  • সৌদি আরব যেকোনো ভিসায় করা যাবে ওমরাহ!
  • রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, শনিবারও চলবে ক্লাস
  • জব্বারের বলিখেলায় এবার চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ
  • মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে নারীসহ ৫ দালাল গ্রেফতার
  • বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া: কাদের
  • তীব্র গরমের জন্য আ.লীগ দায়ী: মির্জা আব্বাস
  • পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে খুন হলেন নারীকর্মী
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • মোবাইল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা
  • ঝিনাইদহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
  • আজ বৃহস্পতিবার, ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪
    দেশজুড়ে

    বগুড়া-৬ উপনির্বাচন

    নৌকার পক্ষে দেড় হাজার বাইক নিয়ে শোডাউন

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪ পিএম

    নৌকার পক্ষে দেড় হাজার বাইক নিয়ে শোডাউন

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪ পিএম
    প্রায় দেড় হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে জেলা যুবলীগ

    সময়ের কন্ঠস্বর ডেস্ক: বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপুর সমর্থনে প্রায় দেড় হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে জেলা যুবলীগ।

    আজ রোববার আলতাফুননেছা খেলার মাঠ থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল বহর বের হয়ে গোটা শহর প্রদক্ষিণ করে। এরপর মোটরসাইকেল বহরটি সদর উপজেলার বিভিন্ন এলাকায় যায়; যদিও নির্বাচনের প্রাক্কালে এমন শোডাউন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সূত্র: সমকাল

    স্থানীয়রা জানান, শহরে মোটরসাইকেলের বিশাল শোডাউন চলাকালে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গোটা শোডাউনের আয়োজক যুবলীগ হলেও সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়। এদিন সকালেই বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী আলতাফুননেছা মাঠে জড়ো হতে থাকেন। দুপুর ১২টায় শোডাউনের আগে নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপু সেখানে উপস্থিত হয়ে নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দেন।

    এর পর শোডাউন করা হয়। শোডাউনে নেতৃত্ব দেন জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। তাঁর সঙ্গে দেখা যায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে। তবে শোডাউনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে দেখা যায়নি।

    এ বিষয়ে জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, রোববার প্রচারণার শেষ দিন বিধায় মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় ভোট চাইতে যাওয়া হয়। এটা আচরণবিধির লঙ্ঘন কিনা-জানি না।

    একই বিষয়ে জানতে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপুর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

    এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমন শোডাউন করা হলেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দুই আসনে আচরণবিধি লঙ্ঘন বিষয়ে খোঁজ রাখতে নিয়োজিত করা হলেও এ ক্ষেত্রে তাঁদের ভূমিকা ছিল নীরব।

    বিষয়টি নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও বগুড়া-৬ উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান বলেন, এমন শোডাউন করে থাকলে তাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আচরণবিধি লঙ্ঘন বিষয়ে কথা বলা হবে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের সঙ্গেও।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…