এইমাত্র
  • সিআইডি কর্মকর্তা পরিচয়ে ঘুষ নিতে গিয়ে ধরা
  • বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
  • স্বর্ণের দাম সব রেকর্ড ভাঙল
  • আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবে না
  • ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  • কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  • ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী কারাগারে
  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী
  • কুড়িগ্রামের উলিপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
  • রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
  • আজ শুক্রবার, ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

    চাঁদপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৮ এএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৮ এএম

    চাঁদপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৮ এএম

    মাহফুজুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত শুক্কুর আলী (৬৫) উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উত্তর ফৈলাকান্দি গ্রামের মৃত নছর আলী খানের ছেলে । এ ঘটনায় নিহত শুকুর আলীর ছেলে মহিউদ্দিনও আহত হয়েছেন।

    মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা হলেন - ফৈলাকান্দি গ্রামের মনোয়ার খান এবং মনোহর আলী খানের দুই ছেলে আল আমিন ও আহাম্মদ খান।

    মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামের নিহত শুকুর আলীর সঙ্গে মনোয়ার খান, আল আমিন, আহাম্মদ গংয়ের বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকাল ৭টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে শুক্কুর আলীসহ দুজন আহত হন। পরে তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন।

    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শুকুর আলীর সঙ্গে মনোয়ার খান, আলামিন, আহাম্মদ গংয়ের জমি নিয়ে বিরোধ চলছিল। এদিন সকালে তাদের জমির একটি সীমানা তুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শুকুর আলী ও আলামিন আহত হন। পরে তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আল আমিন বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

    মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মনোয়ার খান, আল আমিন ও আহাম্মদকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…