এইমাত্র
  • বৃন্দাবন কলেজে জাতির পিতার ম্যুরাল স্থাপনের ঘোষণা: আবু জাহির
  • উলিপুরে ১০ দিনব্যাপী ২১তম বৈশাখী মেলার উদ্বোধন
  • ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিস্ত্রীর
  • ভোলায় পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু
  • তাপপ্রবাহের কারণে সব স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা
  • পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বোমাসহ আটক ৩
  • চুয়াডাঙ্গার দামুড়হুদায় হিট স্টোকে এক জনের মৃত্যু
  • নারায়ণগঞ্জে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, হাসপাতালে মা
  • চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে যাত্রীদের নদীতে ঝাঁপ
  • সাবমেরিন ক্যাবলে ত্রুটি, সারাদেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন
  • আজ শনিবার, ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪
    জাতীয়

    উপনির্বাচনে ভোট পড়েছে ১৫ থেকে ২৫ শতাংশ: সিইসি

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৪ পিএম

    উপনির্বাচনে ভোট পড়েছে ১৫ থেকে ২৫ শতাংশ: সিইসি

    সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৪ পিএম

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা: বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে উপনির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, দু?একটি স্থানে কিছু অনিয়ম হলেও ছয় আসনের ভোট সুষ্ঠুই হয়েছে। গড়ে ভোট পড়েছে ১৫ থেকে ২৫ শতাংশ।

    বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ছয় আসনের নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

    বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্যঘোষিত ছয়টি আসনের উপনির্বাচন বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এখন চলছে গণনা।

    সিইসি বলেন, উপনির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল হয়েছে। কোথাও কোথাও ছোট কিছু অনিয়ম হলেও ব্যাপক আকারে কিছু হয়নি। উপস্থিতির হার তুলনামূলক কম ছিল। আনুমানিক ১৫ থেকে ২৫ শতাংশ ভোট হতে পারে। তবে নিশ্চিত করে এখনো কিছু বলা যাবে না। আরেকটু অপেক্ষা করতে হবে।

    তিনি বলেন, আমরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে সব তথ্য নিয়েছি। টিভি চ্যানেলগুলোর উপর সর্বাত্মক দৃষ্টি রেখেছিলাম। অনিয়ম বা কারচুপির উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন নিউজগুলো আমরা বিশেষভাবে পাঠ করে দেখেছি। বিরূপ কোনো সংবাদ পরিবেশিত হতে দেখিনি। এছাড়া কমিশনের নিজস্ব নিয়ন্ত্রণকেন্দ্র রয়েছে। আমরা সেখান থেকেও আপডেট নিয়েছি। তাদের আপডেট অনুযায়ী ২ থেকে ৪টি জায়গায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। একটি তাজা ককটেল পাওয়া গেছে, আর দুই-একটি ককটেল বিস্ফরিত হয়েছে। এগুলো অবশ্যই ভোট কেন্দ্রের বাইরে হয়েছে।

    সিইসি আরও বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। অনেক স্থানে মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে। কিছু স্থানে আধাঘন্টা পর ভোট সমাপ্ত হলে গণনা করা হবে। আমরা আশা করছি ২-৪ ঘন্টা পর রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…