মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, মাগুরা: মাগুরায় বেরইল সুন্দরবন ক্লাব বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) মাগুরা সদর উপজেলার বেরইল সুন্দরবন ক্লাব মাঠে আতিয়ার রহমান নান্নুমিয়া স্মৃতি ফ্রেন্ডসকাপ ফুটবল ২০২৩ টুর্নামেন্টের এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন খেলা প্রিয় হাজারো দর্শক। ৯০ মিনিট খেলা শেষে পেনাল্টি সর্টে ৪-৩ গোলের ব্যবধানে বিজয়ী হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।
এসময় খেলাধুলার বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, দেশে ক্রিকেট যে ভূমিকা রেখেছে ফুটবলও একদিন এগিয়ে যাবে। একইসঙ্গে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তরুণদের গড়ে তুলতে হবে বলে মনে করেন তিনি।
খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন বেরইল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী তাজ আহমেদ ও আরিফুর রহমান রেশাদ সহ বেরইল সুন্দরবন ক্লাবের সভাপতি সাবেক ফুটবলার কাজী রেজোয়ান সৈনিক। তরুণদের মাদক থেকে বিরত রাখতে এই খেলার আয়োজন বলে জানায় আয়োজকরা।